খুটিনাটি.কম এর নীতিমালা ও শর্তসমূহ

 খুটিনাটি.কম(khotinati.com) কী?

খুটিনাটি.কম হচ্ছে সমসাময়িক বিভিন্ন বিষয় সম্পর্কে নিজে জানা এবং অন্যকে জানানোর মাধ্যম। যেমনঃ বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি, ডিজিটাল সেবা, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয়। আমাদের সকলের প্রতিনিয়ত নানা রকম তথ্য জানা দরকার হয়ে থাকে। আমাদের প্রতিদিনের এমন নানা রকম তথ্যের চাহিদা পূরণ করাই খুটিনাটি.কম এর লক্ষ্যে।

১। নীতিমালাঃ

খুটিনাটি.কম প্লাটফর্মের (ওয়েবসাইট & ফেসবুক পেইজ) যেকোনো অংশে ভিজিট করার মাধ্যমে এই প্লাটফর্মের সকল শর্ত,গোপনীয়তা নীতি ও সমস্ত নীতিমালার সাথে একমত পোষণ করছেন।আপনি যদি আমাদের কোন শর্ত,গোপনীয়তা নীতি ও সমস্ত নীতিমালার সাথে একমত পোষণ না করেন তাহলে খুটিনাটি.কম এর সেবা গ্রহণ করা থেকে নিজেকে বিরত রাখুন।


২। গোপনীয়তা নীতিঃ

* খুটিনাটি.কম ওয়েবসাইটে আপনার প্রবেশ করানো যেকনো তথ্য যেমন নাম,ই-মেইল,মোবাইল নাম্বার,ওয়েবসাইট লিংক ও ব্যাক্তিগত তথ্য সুরক্ষিত রাকা হয়।কিন্তু তার ১০০% সুরক্ষার নিশ্চয়তা খুটিনাটি.কম দে না।

* আমরা বিজ্ঞাপন সরবরাহ করতে এবং আমাদের ওয়েবসাইট ট্রাফিক বিশ্লেষণ করতে কুকি ব্যবহার করি।আপনার পছন্দের বিষয় জেনে আপনাকে বিজ্ঞাপন দেখনোর জন্য আমরা বিভিন্ন কোম্পানির( যেমনঃ গুগল অ্যাডসেন্স এবং গুগল অ্যানালিটিক্সের) সাথে আপনার সাইট ভিজিটের তথ্য ও সাইটে আপনার দ্বারা প্রবেশ করানো ইনফরমেশন শেয়ার করে থাকই।

* এই ওয়েবসাইটের সকল কন্টেন্ট সবার জন্য উন্মুক্ত।তবে ক্ষেত্র বিশেষ কিছু কন্টেন্ট সবার জন্য উন্মুক্ত নাও হতে পারে।


৩। কপিরাইট নীতিঃ

* খুটিনাটি.কম এই ওয়েবসাইটে প্রকাশিত সকল কন্টেন্টের স্বত্তাধীকারী কেবলমাত্র খুটিনাটি.কম। যে কোনো উদ্দেশ্যে এই সাইটের প্রকাশিত কোন পোস্ট/পেইজের কন্টেন্ট সম্পূর্ণ কপি করে অন্যত্র প্রকাশ করা সম্পূর্ণই নিষিদ্ধ। তবে পোস্ট/পেইজের কোন কন্টেন্টের অংশ বিশেষ কপি করে অন্যত্র প্রকাশ করা যাবে সেক্ষেত্রে খুটিনাটি.কম ওয়েবসাইটের DoFollow(ডু-ফলো) লিংকযুক্ত করে ক্রেডিট উল্লেখ করতে হবে।

* খুটিনাটি.কম এ প্রকাশিত ব্লগপোস্টগুলো অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন বাংলা/ইংরেজি সোর্স থেকে মূলত ভাবানুবাদ করে লেখা হয়। সেক্ষেত্রে কোন কোন পোস্ট কখনো কাকতালিয়ভাবে সোর্সের সাথে সরসরি মিলে যেতে পারে(অনুবাদ)। মূল কন্টেন্টটি যদি আপনার হয়ে থাকে এবং এটি অন্য কোথাও/ভাষাতে প্রকাশিত হোক এটা যদি না চেয়ে থাকেন তবে ওয়েবসাইট অ্যাডমিনকে অবিহিত করুন।

এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

খুটিনাটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url