চুল পড়া বন্ধ করার তেলের নাম

বর্তমান সময়ে প্রতিটি মানুষের একটি নির্দিষ্ট সমস্যা হচ্ছে চুল পড়া। সাধারণত শীত মৌসুমে চুল পড়ার সমস্যা তুলনামুলক ভাবে বেড়ে যায়। ঘন ঘন চুল পড়া, খুশকি, চুল রুক্ষ হয়ে যাওয়া ইত্যাদি নানা রকম সমস্যার জন্য আমরা প্রতিনিয়ত ডাক্তারের শরনাপন্ন হই। মূলত চুল পড়ার সমস্যা চুলের প্রতি আমাদের অযত্নের কারণেই হয়ে থাকে। তাই আজকে আমরা চুল পড়া বন্ধ প্রতিরোধে এমন কিছু তেলের নাম এবং গুণাগুণ সম্পর্কে জানবো যা ব্যবহারে আমদের চুল পড়া কমে যাবে এবং চুল ঘন হবে।
Hair fall prevention oil name

চুল পড়া বন্ধ করার তেলে

চুল পড়া বন্ধ প্রতিরোধে নানা রকম তেল বাজারে পাওয়া যায়। যাদের মধ্যে অধিকাংশ তেল চুলের ভালোর চেয়ে ক্ষতি সাধন করে থাকে। চুলে পড়া বন্ধ প্রতিরোধ তেলের মধ্যে যে সব উপাদান আবশ্যক তা হলোঃ
  • অ্যান্টি ব্যাক্টেরিয়াল উপাদান
  • ভিটামিন ই(E), কে(K), ডি-থ্রি(D3)
  • তেলে প্রাকৃতিক নির্যাস থাকা প্রয়োজন
তাই আজকে আমরা এমন কিছু তেল সম্পর্কে জানবো যেগুলোতে উপরোক্ত উপাদান বিদ্যমান এবং যা ব্যবহারে মাথার চুল পড়া বন্ধ হবে।
১) Khadi Natural Rosemary and Henna Hair Oil
Hair fall prevention oil name
বিদ্যমান উপাদানসমূহঃ
এতে রয়েছে প্রাকৃতিক নির্যাস হেনা ও রোজমেরি যা চুলের পুষ্টি যোগীয়ে চুলে সকল ধরনের স্ক্যাল্প ইনফেকশনকে দূর করতে সাহায্য করে। বিশেষ করে যাদের চুলের নিচের অংশ ফেটে যায় তাদের জন্য এই তেল ব্যবহার খুবি উপযোগী।
সুবিধাগুলোঃ
  • চুলকে সর্বদা নমনীয় রাখে।
  • চুলের রুক্ষতা দূর করতে সহায়তা করে।
  • চুলকে মিনারেল অয়েল মুক্ত রাখে।
  • চুলের স্বাস্থ্য ঝলমলে রাখে।
  • ব্যবহারে দ্রুত চুলের ফলাফল পাওয়া যায় ইত্যাদি।
২) Richfeel Brahmi Jaboradi Hair Oil
Hair fall prevention oil name
বিদ্যমান উপাদানসমূহঃ
এতে রয়েছে শক্তিশালী ভেষজ উপাদানের মিশ্রণ যা চুলকে মসৃণ, ঘন ও উজ্জ্বল করে তোলে। ভেষজ উপাদানগুলো হচ্ছে পুষ্টিকর নারিকেল, জাবোরান্দি পাতা, আমলা, ব্রাহ্মী ইত্যাদির মিশ্রণ।
সুবিধাগুলোঃ
  • খুশকি এবং মাথার ত্বকের বিরুদ্ধে কাজ করে।
  • চুল পড়া রোধ করে এবং চুল লম্বা হতে সাহায্য করে।
  • চুলকে দৃশ্যমানভাবে শক্তিশালী করে তোলতে সাহায্য করে।
  • চুলকে পুনরুজ্জীবিত ও হারানো দীপ্তি ফিরেয়ে আনতে সাহায্য করে।
৩) Soulflower Olive Oil
Hair fall prevention oil name
বিদ্যমান উপাদানসমূহঃ
চুলকে উজ্জ্বল ও চুল পড়া রোধে যে সকল পুষ্টি উপাদান কাজ করে যেমন ভিটামিন ই(E), কে(K), ডি(D) ইত্যাদি এই তেলের মধ্যে রয়েছে। ফলে চুলের রুক্ষতা ও খুশকি দূর হয়ে যায়।
সুবিধাগুলোঃ
  • চুলকে স্বাস্থ্যকর, মজবুত ও উজ্জ্বল করে তোলে।
  • চুলের বৃদ্ধিতে ও মাথার ত্বক শুষ্ক রাখতে সাহায্য করে।
  • ত্বককে গভীরভাবে ময়েশ্চারাইজা করে।
৪) Bio-Organic Growout Hair Oil
Hair fall prevention oil name
বিদ্যমান উপাদানসমূহঃ
এতে রয়েছে প্রাকৃতিক ভেষজ উপাদানের মিশ্রণ যা চুলকে গোড়া থেকে মুজবুত করে চুলকে দ্রুত গজাতে সাহায্য করে। এতে কোনো প্রকার রাসায়নিক যুক্ত না করায় এটি মাথার ত্বকে প্রবেশ করে চুলের শিকড়কে শক্তিশালী করে তোলে। ফলে চুলে পড়া কমে যায় এবং চুলে পূর্বের তুলনায় ঘন ও মজবুত হয়।
সুবিধাগুলোঃ
  • পুরুষ ও মহিলা উভয়ের জন্যই এই তেল উপকারী।
  • এতে রাসায়নিক না থাকায় চুল পূর্ণ শক্তিলাভ করতে পারে।
  • নিয়মিত ব্যবহারে তা কন্ডিশনারের কাজ করে এবং চুলের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে।
প্রিয় পাঠক, আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনাদের অনেক উপকারে আসবে। স্বাস্থ্য বিষয়ক এমন আরো গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের সাইটি নিয়মিত ভিজিত করতে পারেন। সেই সাথে পরিচিতদের মধ্যে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিতে পারেন, ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

খুটিনাটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url