দাঁত ব্যথা কমানোর উপায়
দাঁতের ব্যথা সহ্য করা এতো সহজ না। ভীষণ যন্ত্রণার এক নাম দাঁত ব্যথা। বর্তমানে বড়-ছোট সবারই কমবেশি দাঁতের ব্যথা হয়ে থাকে। অনেকে এই দাঁতের ব্যথা নিতে অতিষ্ঠ। সেজন্য আজকে আমরা আলোচনা করব দাঁত ব্যথা কমানোর উপায় সম্পর্কে।
দাঁত ব্যথার কারণ
দাঁতের ব্যথার বিভিন্ন কারণ হতে পারে। কিছু কারণ নিম্নরূপঃ
ক্যারিজঃ
ক্যারিজ হলো দাঁতের দুর্গন্ধ বা পচনের কারণে হয়ে থাকা মাইক্রোবিওটিক পথের একটি সমস্যা।
ফাঁটা দাঁতঃ
দাতে ফাঁটল ধরলে দাঁতের ব্যথা হয়।
পোকা দাঁতঃ
দাত ব্যথার কারণ এর মধ্যে অন্যতম হলো পোকা দাঁত। আমাদের অসচেতনতার জন্য আমাদের দাঁতে পোকা হয়ে থাকে।
মিষ্টি জাতীয় খাবারঃ
দাঁতের ব্যথার কারণ এর মধ্যে একটা হলো অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খাওয়া। সবসময় সতর্ক থাকবেন। দাঁতের ব্যথার কারণ থেকে বেচে থাকার চেষ্টা করবেন সবসময়। তবে হে দাঁতের ব্যথার জন্য আপনাকে দ্রুত একজন দাঁত বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে।
পোকা দাঁতের ব্যথা কমানোর উপায়
ঘরোয়া ভাবে দাঁতের ব্যথা কমানোর উপায় গুলো হলোঃ
- লবণ ও গোলমরিচ
- রসুন
- লবঙ্গ
- পেয়াজ
- পেয়ারা পাতা।
লবণ ও গোলমরিচঃ
দাঁতের ব্যথা কমানোর উপায় এর মধ্যে অন্যতম হলো লবণ ও গোলমরিচ। লবণ ও গোলমরিচ সমান সমান নিয়ে একসাথে করে পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। এরপর এই পেস্ট দাঁতের উপর রাখুন কয়েক মিনিট। দেখবেন দাঁতের ব্যথা ভালো হয়ে গেছে। দাঁতের ব্যথা কমানোর উপায় এর মধ্যে এটি অন্যতম। এছাড়াও আরও পদ্বতি আছে। বিস্তারিত পড়তে থাকুন নিচে।
দাঁতের যন্ত্রণা কমানোর উপায়
রসুনঃ
দাঁতের ব্যথা কমানোর উপায় এর মধ্যে অন্যতম হলো রসুন। এক কোয়া রসুন পিশিয়ে নিন, এরপর দাঁতে দিয়ে রাখুন। দেখবেন দাঁতের ব্যথা ভালো হয়ে গেছে। যদি দাঁতের ব্যথা বেশি হয়, তাহলে এক কোয়া রসুন চিবিয়ে খান। এই পদ্বতি ছাড়াও আরও পদ্বতি জানতে পড়তে থাকুন।
দাঁত ব্যথা হলে করণীয়
লবঙ্গঃ
দাঁতের ব্যথা কমানোর উপায় এর মধ্যে অন্যতম হলো লবঙ্গ। কয়েকটি লবঙ্গ থেতো করে অলিভ অয়েল মিশিয়ে দিন। এরপর দাঁতে লাগান। মুহুর্তেই দাঁতের ব্যথা কমে যাবে।
পেয়াজঃ
দাঁতের ব্যথা কমানোর উপায় এর মধ্যে অন্যতম হলো পেয়াজ। দাঁত ব্যথা হলে এক টুকরো পেয়াজ খেয়ে নিন চিবিয়ে। দাঁতের ব্যথা নিশ্চিত ভালো হয়ে যাবে।
পেয়ারা পাতাঃ
দাঁতের ব্যথা কমানোর উপায় এর মধ্যে অন্যতম হলো পেয়ারা পাতা। পেয়ারা পাতা খেলে দাঁতের ব্যথা অনেক কমে যাবে৷
দাঁত ব্যথার ট্যাবলেট এর নাম
- Fenamic 500
- Fanamic 250
- Napa One
- Tab- Tory 60
- Tab- Exilok 20
- Cap:- Moxaci l500
- Tab: Amodis 400
খুটিনাটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url