বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার গোলকিপার মার্তিনেজ এখন ঢাকায়

এমিলিয়ানো মার্তিনেজ আজ সকালে ঢাকায় পৌঁছেছেন।

২০২২ কাতার বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়ান ফ্রান্স দলকে পেনাল্টিতে হাড়িয়ে দিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ। সেই সাথে গোল্ডেন গ্লাভ পুরস্কারও জিতেছেন তিনি। কাতার বিশ্বকাপে তার এই অসাধারন গোলকিপার ফুটবল প্রেমি সবাইকে মুগ্ধ করেছে। সেই বিশ্ব চ্যাম্পিয়ান মার্তিনেজ আজ সোমবার সকাল ভোরে বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন।

মার্তিনেজের ঢাকায় আসার কারণঃ

কাতার বিশ্বকাপে বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকদের সমর্থন ছিল চোখে পড়ার মতো। আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যম ও ফিফার অফিসিয়াল পেইজে সর্বত্রই ছিল বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকদের এই উন্মাদনার ভিডিও যা লিওনেল মেসি ও তার দেশের সকল জনগণকে প্রভাবিত করেছে।
শতদ্রু দত্ত হচ্ছেন ভারতের একজন ক্রীড়া উদ্যোক্তা। তার উদ্যোগে ভারতে আসছেন এমিলিয়ানো মার্তিনেজ। ভারতের পাশেই বাংলাদেশের অবস্থান তাই বাংলাদেশেও এসে ঘুরে যাওয়ার ইচ্ছা মার্তিনেজের।

বিশ্বকাপে এমিলিয়ানো মার্তিনেজের অবদানঃ

আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ান হওয়ার পেছনে অনেকাংশ অংশীধার হচ্ছেন মার্তিনেজ। কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে অসাধারন গোল রক্ষায় তাকে বিশ্ব সেরা করে তোলে। সর্বশেষ ফ্রান্সের বিপক্ষে ফাইনাল ম্যাচের মধ্যে অতিরিক্ত সময়ে ফ্রান্সের দেওয়া গোলটি তার পা'য়ের মাধ্যমে ফিরিয়ে দিয়ে পেনাল্টিতে অসাধারন কতগুলো গোল বাঁচিয়ে আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ান বানানো সবকিছুতেই যেন তার অবদান অপরিসীম। তাই তাকে ২০২২ কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভ পুরস্কার দেওয়া হয়।

মার্তিনেজের বাংলাদেশ সফরঃ

মূলত যাদের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি বাংলাদেশে আসছেন তাদের দেখার সুযোগ তার হবে না। কারণ,ফান্ডেডনেক্সট কোম্পানী মার্তিনেজের সফর বাংলাদেশ সফর পরিচালনা করবেন। কোম্পানীর কর্ণধার সৈয়দ আবদুল্লাহ জায়েদ জানান," মার্তিনেজকে যেন বাংলাদেশের সাধারন মানুষ দেখার সুযোগ পান সেই চিন্তা মাথায় রেখে একটি  আয়োজন করার পরিকল্পনা ছিল কিন্তু পরে তা বাতিল করে দেওয়া হয়। কারণ, মার্তিনেজের এই সফর হচ্ছে মূলত ভারতের কলকাতাকে কেন্দ্র করে। বাংলাদেশে তিনি খুব কম সময় অবস্থান করবেন। এত লম্বা জার্নি করে এসে আবার পাবলিক প্রোগ্রামে অংশ নেয়া তার জন্য কষ্টকর হয়ে যাবে।"
দুপুরের দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তিনি। তারপর ঢাকা এয়ারপোর্ট থেকে বিকাল ৪টার দিকে কলকাতার উদ্দ্যশে রওনা দিবেন।

মার্তিনেজের ভারত সফরঃ

বাংলাদেশ সফর শেষ করে মার্তিনেজ বিকাল ৪টার দিকে ভারতের উদ্দ্যশে রওনা করবেন। সেখানে বিকাল ৪টা ৪০মিনিটের সময় অবস্থান করবেন। তারপর শতদ্রু দত্তের ইনশেয়েটিভ উদ্যোগে "তাহাদের কথা" নামের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তারপর মোহনবাগানের গ্যারি সোবার্স, পেলে ও ম্যারাডোনার নামের গেইট উদ্ধোধন শেষে প্রদর্শনী ম্যাচে উপস্থিত থাকবেন। সেখানে আরো বেশ কিছু অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজ দেশ আর্জেন্টিনায় ফিয়ে যাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

খুটিনাটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url