উকুন দূর করার উপায়। উকুন দূর করার ঔষধ

আমাদের কাছে অন্যতম একটি পরিচিত সমস্যা হচ্ছে উকুন। এটি বেশিরভাগ পুরুষের চেয়ে নারীদেরই বেশি দেখা যায়। আর এ উকুন হলো এক ধরনের পরজীবী পোকা, যা বাড়িতে একবার প্রবেশ করার পরে সবার মাথায় ছড়িয়ে যায়। এ উকুনের সমস্যা একবার শুরু হলে যেন আর পিছুই ছাড়তে চায় না। এক প্রকারে বলা যায় উকুন একটি বিরক্তিকর সমস্যা। এই সমস্যাটি একটি সাধারণ সমস্যা মনে হলো চুলের পাশাপাশি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

lice clear way

উকুন দূর করার উপায়

এতে কারনে মাথায় চুলকানি শুরু হয় আবার মাথার চুলের  গোড়া থেকে এটি রক্ত চুষে নেয়। যার কারনে মাথা ব্যাথা এবং  ত্বকের নানা সমস্যা সৃষ্টি করে থাকে। এ উকুন টাকে বলা হয় ক্ষুদ্র পরজীবী।মাথার চুলে যে উকুন  হয়ে থাকে তাকে পেডিকিউলাস ক্যাপিটিস বলা হয়। মাথার উকুন দেখতে তামাটে বর্ণের হয়ে থাকে। এরা একসঙ্গে শতাধিক ডিম পারে। যাদেরকে সাধারণত নিকি বা নিক বলা হয়। এরপর এগুলো দশ দিন সময় লাগে বড় হতে। উকুন প্রতিরাতে এক বা একাধিকবার খাদ্য গ্রহণ করে থাকে।

উকুন দূর করার উপায় কি

সূচের মত মুখ উপাঙ্গ ব্যবহার করে তারা মানুষের মাথার চামড়া ছিদ্র করে রক্ত খেয়ে থাকে।সে সময় উকুনের লালাগুলো মানুষের শরীরে প্রবেশ করে। মানুষসহ রক্ত বিশিষ্ট যেকোন স্তন্যপায়ী এই উকুন এ আক্রান্ত হয়। এই উকুনের  সমস্যাটি শিশুদের জন্য অনেক বড় সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ বড়দের মতো তারা নিজের যত্ন নিজেরা যেহেতু নিতে পারেনা তাই বাবা-মায়েদের জন্য এটি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।

উকুন দূর করার উপায়

এই উকুনকে দূর করতে অনেকে অনেক পণ্য সামগ্রী ব্যবহার করে থাকে। যার ফলে অনেক সময় দেখা যায় উকুন হওয়া তো দূরে থাক চুলের সমস্যা দেখা দেয়। এ কারণে এই পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ে অনেকে উকুন তাড়ানোর জন্য ওষুধ ব্যবহার করতে চায় না। কিন্তু এই উকুন দূর করার জন্য সমাধান নিজেই করে ফেলতে পারবেন ঘরোয়া ভাবে  খুব সাধারণ কিছু উপাদান কাজ করবে উকুনের প্রতিকারক হিসাবে।

নিচে উকুন দূর করার কয়েকটি উপায় বর্ণনা করা হলোঃ

১) অলিভ অয়েলঃ

সাধারণত বিশেষজ্ঞরা চুলের যত্ন নেওয়ার জন্য অলিভ অয়েলের ব্যবহার করার জন্য পরামর্শ দিয়ে থাকে। এই অলিভ অয়েল অনেক কাজে দেয়। চুলের আদ্রতা ধরে রাখার জন্য এ অলিভ অয়েল খুব উপকারী। পাশাপাশি এটি উকুন দূর করতেও সাহায্য করে। অলিভ অয়েল হাতের তালুতে কিছু পরিমাণে নিন।চুলের দৈর্ঘ্য বুঝে তেল নিতে হবে।তারপর হাতের তালুতে নেওয়া তেলটি চুলের গোড়াতে ভালোভাবে মেসেজ করতে হবে। তারপর চুলগুলো ভালো করে বেঁধে শাওয়ার ক্যাপ করে ঘুমাতে হবে। পরের দিন সকালে উঠে একটা সরু ধারার চিরুনি দিয়ে ভালো করে চুল আঁচড়িয়ে নিন। তারপর চলে শ্যাম্পু করে ফেলুন।প্রতি সপ্তাহে একবার এই পদ্ধতিটি মেনে চলতে পারলে উকুন দূর হয়ে যাবে।

উকুন দূর করার ঘরোয়া উপায়

২) নিমের তেলঃ

নিমের তেল ব্যবহার করে খুব সহজেই মাথার উকুন দূর করা যায়।বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত যে উকুন দূর করতে নিম ও বেশ কার্যকরী। নিম তেলের পাশাপাশি নিম পাতার পেস্ট ও লাগিয়ে নিতে পারেন। এ দুটি পদ্ধতি খুব কাজে দেয়। নিমের তেল ব্যবহার করে খুব সহজে দূর করা যায় মাথার উকুন। এর জন্য নিয়মিত শ্যাম্পুর মধ্যে কয়েক ফোঁটা নিমের তেল মিশাতে হবে। গোসলের সময় মাথার ত্বকে এটি ভালোভাবে মেসেজ করতে হবে। পরে উকুন উঠানোর চিকন চিরুনি দিয়ে মাথা থেকে উকুন গুলো বের করে আনতে হবে।

৩) মেয়োনিজঃ

উকুন থেকে মুক্তি পেতে মেওনিজও একটি উপকারী উপাদান। মেয়োনিজ  সাধারণত বার্গার, পিজা, বারবিকিউ ও স্যান্ডউইচ ইত্যাদি খাদ্যদ্রব্যের সাথে স্বাদ আরো মজাদার করতে ব্যবহার করে থাকি। বিশেষজ্ঞরা বলেন, চুলের  গোড়ায় ভালোমতো মেয়োনিজ মেখে তারপর ক্যাপ দিয়ে কে সারারাত রেখে দিলে উকুনগুলো শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। সকালে উঠে ভালোমতো চিরুনি ব্যবহার করতে হবে। তারপর চুলগুলো ভালোমতো ধুয়ে ফেলতে হবে।এরপর মেয়োনিজের আস্তরণ   থেকে গেলে পরপর কয়েকবার চুলগুলো ধুতে হবে ।এভাবেই  উকুন দূর করা যাবে।

উকুন দূর করার তেল

৪) টি ট্রি অয়েলঃ

আমেরিকার ক্যালিফোর্নিয়ার একজন ত্বক বিশেষজ্ঞ ডেনিয়েল ফিশার বলেন, টি ট্রি অয়েল উকুনের অন্যতম ঘরোয়া একটি পদ্ধতি। কারণ এতে শক্তিশালী জীবাণু নাশক উপাদান বিদ্যমান। মেয়োনিজ ঠিক যেভাবে চুলে ব্যবহার করা হয়ে থাকে ঠিক সেভাবেই টি ট্রি অয়েল ব্যবহার করে উকুন থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। তবে অনেকের পরামর্শ হচ্ছে, প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার করে টি ট্রি অয়েল ব্যবহার করে উকুন  থেকে মুক্তি পাওয়া যায়।

৫) লেবুর রসঃ

লেবু প্রাকৃতির জীবননাশক যা উকুন দূর করতে সাহায্য করে। লেবুর রস বের করে তা সরাসরি মাথায় চুলের গোড়াতে লাগিয়ে নিন। তারপর এটি একঘন্টা রাখতে হবে।এরপর চিরুনির সাহায্যে  উকুন দূর করতে হবে। এই পদ্ধতিটি সপ্তাহের মধ্যে দুইবার ব্যবহার করলে উকুন থেকে পরিত্রাণ পাওয়া যাবে আশা করছি।

উকুন দূর করার শ্যাম্পু

৬) শ্যাম্পুঃ

উকুন দূর করার উপায় এর মধ্যে অন্যতম হলো শ্যাম্পু ব্যবহার করা। অবশ্য হারবাল শ্যাম্পু ব্যবহার করতে হবে।

উপরের কয়েকটি নিয়ম মেনে চললেই মাথা থেকে উকুন দূর করা  সম্ভব। আজকের আলোচনার মেইন টপিক গুলো ছিলো : উকুন দূর করার উপায় , উকুন দূর করার ঘরোয়া উপায় , উকুন দূর করার ঔষধ , উকুন দূর করার তেল , উকুন দূর করার শ্যাম্পু।

নিয়মিত আর্টিকেল পেতে আমাদের সাইটে ভিজিট করুন প্রতিদিন। অন্যান্য গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়ে আসার আহবান রইলো, ধন্যবাদ।

-সাদিয়া ইসলাম

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

খুটিনাটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url