মোবাইল দিয়েই মাপা যাবে জ্বর। কিন্তু কিভাবে?
বর্তমান বিশ্বের সবকিছুই এখন চলে এসেছে মানুষের হাতের মুঠোয়। যা একমাএ সহজ থেকে সহজতর করে দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এর একটা অংশ হচ্ছে স্মার্টফোন।
স্টিভ জবস স্মার্টফোন আবিস্কারের পর প্রযুক্তি জগতে নতুন আরেকটি অধ্যায় শুরু হয়। বর্তমানে স্মার্টফোন দিয়ে করা যায় না এমন কোনো কাজ নেই। অডিও, ভিডিও, কল থেকে শুরু করে দূর দূরান্তে, বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা নেয়া যায়এই স্মার্টফোন এর মাধ্যমে।
এখন স্মার্টফোনে রক্তচাপ হার্টবিট পর্যন্ত মাপা যায়। এবার আরেকটি নতুন ফিচার যুক্ত হয়েছে স্মার্টফোনে। এখন জ্বর হলে আর থার্মোমিটারের প্রয়োজন নেই। কারন স্মার্টফোনে মাপা যাবে জ্বর।
বিভিন্ন তথ্য আলোকে জানা গেছে যে, চমৎকার এই ফিচারযুক্ত স্মার্টফোন নিয়ে আসছে গুগল। গুগল পিক্সেল ৮ প্রো স্মার্টফোনে পাওয়া যাবে এই সুবিধা।
যতটুকু জানা গেছে, চলতি বছরের শেষ নাগাদ পিক্সেল ৮ সিরিজের স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে প্রযুক্তি দুনিয়ার গডফাদার গুগল। জ্বর মাপার জন্য পিক্সেল ৮ প্রো স্মার্টফোনটির সেন্সর কপালের কাছাকাছি আনলেই জানা যাবে শরিরের তাপমাএা।
তবে লক্ষ্য, রাখতে হবে এটি যেন ত্বক ছুয়ে না ফেলে। স্মার্টফোনের সেন্সর কপালের কাছাকাছি আনার পর স্কিনের ট্যাপ টু স্টার্ট ট্যাপ করে কপালের একপাশে নিতে হবে স্মার্টফোনটি। তাপমাএা মাপা শেষ হলে স্মার্টফোনটি ভাইব্রেট করবে এবং জানিয়ে দেবে শরীরের তাপমাএা কত।
শুধু মানব শরীরের তাপমাএা নয় স্মার্টফোনটি বিভিন্ন বস্তুর তাপমাএা ও মাপতে পারবে।
-সাদিয়া ইসলাম
খুটিনাটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url