মোবাইল কোন কানে ধরবেন?
জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ অংশ মোবাইল। বর্তমান সময়ে মোবাইল ছাড়া জীবন অকল্পনীয়। মোবাইল ফোন পুরো পৃথিবীকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে। তবে মোবাইল ব্যবহারে কিছু নিয়ম মানা উচিত। যাতে মোবাইলের ক্ষতিকর প্রভাব আমাদের উপর না পরে।
মোবাইল থেকে বিভিন্ন রেডিয়েশন বের হয়ে থাকে, যা মানুষের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতি। এই রেডিয়েশনের জন্য দীর্ঘক্ষণ কথা বলাও আমাদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে যেতে পারে। কারণ মোবাইল থেকে বের হওয়া রেডিয়েশন আমাদের জন্য ক্ষতিকর।
এরপরও ক্ষতি থেকে বাচতে কিছু জিনিস অনুসরণ করা হয়, যাতে তুলনামূলক ক্ষতি কম হয়। কানভেদে ক্ষতির পার্থক্য হয়ে থাকে। এই বিষয় নিয়ে ফিনল্যান্ডের কিছু বিজ্ঞানী গবেষণা করে দেখেছে যে, ডান ও বাম কানে মোবাইল ধরার মধ্যে পার্থক্য আছে।
গবেষকরা অনেক সময় ধরেই বলে আসছে যে , মোবাইল বেশি ব্যবহার করা স্বাস্থ্যের ক্ষতির কারণ। তবে অনেকের একটি প্রশ্ন ছিলো মোবাইল ডান কানে নাকি বাম কানে ধরব। প্রায় মানুষ ডান কানে মোবাইল দিয়ে কথা বলে।
একটি গবেষণার তথ্য অনুযায়ী, ডান কান সরাসরি মস্তিষ্কে প্রভাবিত করে থাকে। বিশ্বের ৯০ শতাংশ মানুষ ডানহাতি। অর্থাৎ তারা প্রথমেই ডান হাত, ডান পা বা ডান কান ব্যবহার করে থাকে। ডান কানে ফোন ধরলে বিভিন্ন সমস্যা দেখা দেয়। বাঁ কানের তুলনায় ডান কানের অবস্থান মস্তিষ্কের কাছে। ফলে ডান কানে কথা বললে ব্রেইনের ক্ষতি হওয়ার ভয় থাকে।
সেজন্য মোবাইলে কথা বলার সময় বাম কান ব্যবহার করা উচিত আমাদের। মোবাইলের রেডিয়েশন মানবদেহের ব্লাড-ব্রেন-ব্যারিয়ার এর প্রাচীর ক্ষতিগ্রস্ত করে। ব্লাড-ব্রেন-ব্যারিয়ার মানবদেহে সুরক্ষা কবচ নামে পরিচিত। এটি আমাদের ব্লাডের দুষিত পদার্থ মস্তিষ্কে প্রবেশে বাধা দেয়।
খুটিনাটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url