নতুন জন্ম নিবন্ধন আবেদন অনলাইন পেমেন্ট করুন
জন্ম নিবন্ধন
প্রতিটা মানুষের জন্মগ্রহণ করার মধ্যে দিয়ে শুরু হয় তার জীবন চলা। তাই প্রতিটি দেশের সরকার জনগণের অধিকার নিশ্চিত করার জন্য চালু করেছে জন্ম নিবন্ধন রেজিস্টার পদ্ধতি। যার মাধ্যমে দেশের অভ্যন্তরের প্রতিটি নাগরিকের তথ্য সংগ্রহ করা হয় এবং সেই তথ্য অনুযায়ী নাগরিকদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হয়।
এই লিংকে ক্লিক করে জেনে নিতে পারবেন।
নতুন জন্ম নিবন্ধন আবেদন অনলাইন পেমেন্ট
জন্ম নিবন্ধন কে সহজ এবং প্রতিটা মানুষের জন্ম নিবন্ধন নিশ্চিত করার জন্য রেজিস্টার জেনারেল কর্তৃক কিছু সময় পর পর নিবন্ধন তৈরির সাইটকে আপডেট করা হয়। প্রতিবারেই কোনো না কোনো সহজ মাধ্যম জন্ম নিবন্ধন তৈরির সাইটে যুক্ত করা হয়। সর্বশেষ আপডেট এ নতুন জন্ম নিবন্ধন এর নির্ধারিত ফি কিভাবে সাধারণ মানুষ অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে নিজের অথবা পরিবারের নিবন্ধন ফি নিজে দিতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যার মাধ্যমে যেকোনো ব্যক্তি চাইলে তার নিজের অথবা পরিবারের নতুন জন্ম নিবন্ধন অনলাইনে আবেদন করার পাশা-পাশি নিবন্ধন এর ফি নিজেই পরিশোধ করতে পারবে।
কিভাবে অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে নতুন জন্ম নিবন্ধন ফি পরিশোধ করতে পারবো সেই প্রক্রিয়াটি ধাপে ধাপে নিচে বর্ণনা করা হলোঃ
প্রথমে আমরা আমাদের মোবাইল অথবা কম্পিউটারের যেকোনো একটি ব্রাউজারে চলে যাবো। তারপর সার্চবারে গিয়ে টাইপ করবো "http://eservices.bdris.gov.bd/epay/" অথবা এই লিংকে ক্লিক করবো। তারপর আমাদের সামনে নিচের পেইজটি দেখা যাবে।
এখানে কিছু তথ্য দিয়ে সার্চ করলেই আমাদের কাঙ্ক্ষিত নিবন্ধনটি দেখা যাবে। এরপর আমরা উক্ত নিবন্ধন এর ফি পরিশোধ করতে পারবো। নিচে সেই প্রক্রিয়াটি দেখানো হলো।
১। ১নং বক্সে থাকা "আবেদনের প্রকৃতি" অপশনটিতে "জন্ম নিবন্ধন আবেদন" সিলেক্ট করে দেবো। তারপর "আবেদনের আইডি" তে আমাদের নতুন জন্ম নিবন্ধন আবেদন নম্বরটি বসিয়ে দেবো। তারপর "জন্ম তারিখ" এর যায়গায় নিবন্ধনে প্রদানকৃত জন্ম তারিখটি দিয়ে দিলেই আমাদের ১নং বক্সের কাজ শেষ।
২। ২নং বক্সে আমাদের একটি ক্যাপচা কোড দেওয়া হবে সেটা সঠিকভাবে দেখে টাইপ করে দিতে হবে। তাহলে আমাদের ২নং বক্সের কাজ শেষ হয়ে যাবে।
৩। ২নং বক্সে থাকা ক্যাপচা কোডটি সঠিকভাবে টাইপ করার পরে আমাদের পরের কাজ হবে ক্যাপচা কোডটি যাচাই করা। সেজন্য আমাদের ৩নং বক্সে থাকা "Search" বাটনে ক্লিক করতে হবে। যদি ক্যাপচা কোড সঠিক হয় তাহলে আমাদের সামনে ৪নং বক্সের মধ্যে থাকা নিবন্ধনের তথ্য দেখা যাবে। যদি ক্যাপচা কোডটি সঠিকভাবে টাইপ না হয় তাহলে পুনরায় চেষ্টা করতে হবে।
৪। ১নং,২নং ও ৩নং বক্সের কাজ সঠিকভাবে হয়ে গেলে আমাদের সামনে ৪নং বক্সে নিবন্ধিত ব্যক্তির কিছু তথ্য দেখা যাবে,যার মাধ্যমে আমরা যাচাই করে নিতে পারবো আমাদের কাঙ্ক্ষিত নিবন্ধটি দেখানো হয়েছে কি না। নিরাপত্তার স্বার্থে আমরা এখানে তথ্য গুলো মুছে দিয়েছি।
সকল তথ্য সঠিকভাবে হয়ে গেলে আমরা "Next" বাটনে ক্লিক করবো।
৫। ৪নং বক্সের "Next" বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে নিবন্ধন তৈরির অফিসের নাম, নিবন্ধিত ব্যক্তির নাম, পিতা-মাতার নাম, আবেদনের তারিখ, নিবন্ধনের ফি ও মোবাইল নম্বর দেখা যাবে। যদি উক্ত নিবন্ধনের মধ্যে বানান ভুল অথবা নিবন্ধনটি যদি আমাদের কাঙ্ক্ষিত নিবন্ধন না হয়ে থাকে তাহলে ৫নং বক্সে থাকা "Edit" বাটনে ক্লিক করে তা ঠিক করে নেয়া যাবে।
৬। উপরোক্ত নিবন্ধনটি যদি সঠিক হয়ে থাকে এবং আমরা যদি উক্ত নিবন্ধনের ফি পরিশোধ করতে চাই তাহলে ৬নং বক্সে থাকা "Confirm" বাটনে ক্লিক করে পরের ধাপে চলে যাবো।
৬নং বক্সে থাকা "Confirm" বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে "অটোমেটেড চালান সিস্টেম" পেইজটি দেখা যাবে। এখানে আমরা আমাদের নতুন নিবন্ধনের ফি কোন ব্যাংকের মাধ্যমে পরিশোধ করবো সেটা বাছাই করবো।
৭। যেহেতু আমরা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নিবন্ধনের ফি পরিশোধ করবো তাহলে আমরা ৭নং বক্সে দেখানো "সোনালী ব্যাংক লিমিটেড" অপশনটি সিলেক্ট করে দেবো।
৮। ৭নং বক্সে দেখানো ব্যাংক সিলেক্ট করার পরে সেটা ৮নং বক্সে দেখানো "অর্থপরিশোধের জন্য ব্যাংক নির্বাচন" ঘরটিতে চাহিত ব্যাংকের নাম দেখা যাবে।
৯। ব্যাংক নির্বাচন হয়ে গেলে এখন ৯নং বক্সে থাকা "Save & Continue" বাটনে ক্লিক করবো পরের ধাপ সম্পন্ন করার জন্য।
১০। ৯নং বক্সে থাকা "Save & Continue" বাটনে ক্লিক করার পরে আমাদের "Sonali Payment Gateway" পেইজে নিয়ে যাবে। তারপর ১০নং বক্সে দেখানো "Mobile Banking" অপশনটিতে ক্লিক করতে হবে।
১১। "Mobile Banking" অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী বিকাশ,নগদ,উপায়,ট্যাপ ও ওকে ওয়ালেট গুলো দেখা যাবে। তারপর আমবা যেই মাধ্যমটিতে ফি পরিশোধ করবো সেটি ক্লিক করবো। আমরা যেহেতু বিকাশের মাধ্যমে আমাদের নতুন জন্ম নিবন্ধন ফি পরিশোধ করবো তাই ১১নং বক্সে দেখানো বিকাশে অপশনটিতে ক্লিক করবো।
১২। বিকাশে ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনের উপরের পেইজটি দেখা যাবে। তারপর ১২নং বক্সে দেখানো "Pay with bkash" বাটনে ক্লিক করবো।
১৩। তারপর আমাদের সামনে উপরের পেইজটি দেখা যাবে যেখানে সর্বমোট কত টাকা ফি খরচ হবে সেটা দেখানো হবে। সবকিছু দেখে নিয়ে আমরা ১৩নং বক্সে দেখানো "Confirm" বাটনে ক্লিক করবো।
১৪। তারপর আমাদের সামনে "Bkash Payment" এর একটি পেইজ হাজির হবে। সেখানে ১৪নং বক্সে আমাদের বিকাশ নম্বরটি দিয়ে দেবো।
১৫। বিকাশ নম্বর দেওয়া হলে গেলে ১৫নং বিক্সে থাকা "Confirm" বাটনে ক্লিক করে দেবো।
১৬। বিকাশ নম্বর দিয়ে "Confirm" বাটনে ক্লিক করার পরে আমাদের মোবাইলে বিকশ থেকে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। ১৬নং বক্সের মধ্যে সেই ভেরিফিকেশন কোডটি দিয়ে দেবো।
১৭। ভেরিফিকেশন কোডটি সঠিকভাবে দেওয়া হলে গেলে ১৭নং বক্সে দেখানো "Confirm" বাটনে ক্লিক করে দিবো।
১৮। ভেরিফিকেশন কোডটি সঠিকভাবে দেওয়া হয়ে গেলে আমাদের বিকাশ পিন নম্বরটি চাইবে যা ১৮নং বক্সে দেখানো ঘরটিতে দিয়ে দিতে হবে।
১৯। বিকাশ পিন দেওয়া হয়ে গেলে ১৯নং বক্সে থাকা "Confirm" বাটনে ক্লিক ক্লরে দিবো। তারপর আমাদের মোবাইলে একটি ম্যাসেজ এ জানিয়ে দেয়া হবে আমাদের পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে।
২০। মোবাইলের ম্যাসেজের পাশাপাশি আমাদের ব্রাউজারে "payment success" নামের একটি পেইজ দেখানো হবে। সেখান থেকে ২০নং বক্সে দেখানো "এই লিংকে চালানের কপি ডাউনলোড করুন" লেখাটিতে ক্লিক করে আমরা চালান কপিটি ডাউনলোড করে নেবো যা পরবর্তিতে কাজে লাগবে।
২১। চালান কপি ডাউনলোড হয়ে গেলে ২১নং বক্সে দেখানো "Go to Home" বাটনে ক্লিক করে হোম পেইজে চলে যাবো।
২২। চালান কপিটি ডাউনলোড করা জন্য ২২নং বক্সে দেখানো "Download" বাটনে ক্লিক করে তা ডাউনলোড করে নিতে পারবো। যদি আমাদের কাছে প্রিন্টার থাকে তাহলে পাশে থাকা "Print" বাটনে ক্লিক করে তা প্রিন্ট করে নিয়ে আমাদের নতুন জন্ম নিবন্ধন আবেদন কপিটির সাথে যুক্ত করে দিয়ে ইউনিয়ন অফিসে জমা দিয়ে আসবো।
খুটিনাটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url