জন্ম নিবন্ধন সনদের মোবাইল নম্বর পরিবর্তন/সংশোধন করবেন যেভাবে।

জন্ম নিবন্ধন সনদ কেন করা হয়!

প্রতিটা মানুষের কিছু না কিছু রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা রয়েছে যা সে দেশের নাগরিক হিসেবে পেয়ে থাকে। প্রতিটা নাগরিকের এসব সুযোগ-সুবিধা খুব সহজে প্রদানের লক্ষে সরকার তৈরি করেন জন্ম নিবন্ধন পদ্ধতি যা একটি মানুষ জন্ম গ্রহণ করার পরে তৈরি হয়ে থাকে।

জন্ম নিবন্ধন সনদের মোবাইল নম্বর কেন পরিবর্তন করা হয়!

জন্ম নিবন্ধন সনদের মোবাইল নম্বর পরিবর্তন কয়েকটি কারণে করা হয়ে থাকে যার মধ্যে কিছু অন্যতম হচ্ছে
১। নিবন্ধন তৈরির সময়ে প্রদানকৃত মোবাইল নম্বরটি এখন আর ব্যবহার না করলে
২। কোনো কোনো সময় অভিবাবক অন্য যে কারো একটি নম্বর দিয়ে দে যা পরিবারের কারোরই না
৩। নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করার পরে পূর্বের মোবাইল নম্বরে ওটিপি কোড চলে যায়। উক্ত ওটিপি কোড না দিতে পারলে নিবন্ধন তথ্য সংশোধন করা সম্ভব না তাই পূর্বের মোবাইল নম্বরটি পরিবর্তন করা প্রয়োজন হয়।

মোবাইল নম্বর পরিবর্তনের আগে কিছু কথা জেনে রাখা দরকারঃ

১। নিবন্ধনাধীন ব্যক্তির জন্ম তারিখ যদি ২০০১ সালের পরে হয় তাহলে উক্ত নিবন্ধনে পিতা-মাতার নিবন্ধন দিয়ে ট্যাগ বা ম্যাপিং করা থাকতে হবে। যদি ট্যাগ বা ম্যাপিং করা না থাকে তাহলে সংশ্লিষ্ট নিবন্ধন কার্যালয়ে যোগাযোগ পূর্বক করে নিতে হবে।
২। নিবন্ধনাধীন ব্যক্তির জন্ম তারিখ যদি ২০০১ সালের পূর্বে হয় তাহলে ব্যক্তির ভোটার আইডি কার্ডের সাথে নিবন্ধনের তথ্য(নিজের নাম বাংলা ও ইংরেজি,জন্ম তারিখ ও পিতা-মাতার নাম) একরকম থাকতে  হবে।
৩। একই নম্বরে দিনে ২বার ওটিপি পাঠানো যাবে।
৪। নম্বর পরিবর্তন হয়ে গেলে পরবর্তি ৬ মাসের আগে তা পরিবর্তন করা যাবে না।

তাই আজকে আমরা শিখবো কিভাবে হাতে থাকা মোবাইল ফোন কিংবা কম্পিউটারের মাধ্যমে আমাদের ও পরিবারের জন্ম নিবন্ধনের মোবাইল নম্বর সংশোধন করা যায় সেই পদ্ধতিটি।

যেহেতু জন্ম নিবন্ধন সনদের মোবাইল নম্বর পরিবর্তন বা সংশোধন দুই ভাবে করতে হয় তাই আবেদন পদ্ধতিটিকে দুইটি ভাবে দেখানো হলোঃ-

জন্ম নিবন্ধন সনদের মোবাইল নম্বর পরিবর্তনের জন্য আমাদের প্রথমে মোবাইল কিংবা কম্পিউটারের যেকোনো একটি ব্রাউজারে চলে যাবো। তারপর সার্চবারে গিয়ে টাইপ করবো "https://eservices.bdris.gov.bd/bdris-ui/#/" অথবা এই লিংকে ক্লিক করে সরাসরি চলে যাবো নম্বর পরিবর্তনের সাইটে। তারপর আমাদের সামনে নিচের পেইজটি দেখা যাবে।


১ম পদ্ধতিঃ যাদের জন্ম নিবন্ধন সনদের জন্ম তারিখ ২০০১ এর পূর্বে তাদের আবেদন পদ্ধতি-

১। ১নং বক্সের মধ্যে আমরা যেই জন্ম নিবন্ধন সনদের মোবাইল নম্বর পরিবর্তন বা সংশোধন করবো সেই নিবন্ধন নম্বরটি দিয়ে দেবো।
২। ২নং বক্সে আমরা ঐ নিবন্ধনের জন্ম তারিখটি দিয়ে দেবো।
৩। ৩নং বক্সে আমদেরকে একটি ক্যাপচা কোড দেওয়া হবে যেখানে ইংরেজি অক্ষর ও নম্বর দেওয়া হবে যা দেখে দেখে হুবুহু নিচের বক্সে পূরণ করতে হবে।
৪। ৪নং বক্সে একটি চেক বক্স দেওয়া হবে ঐটায় ক্লিক করলে কিছু নির্দেশনা দেওয়া হবে যা নিচে দেওয়া হলোঃ
৪.১। "ব্যবহারকারীর শর্তাবলী" সব গুলো শর্ত ভালোভাবে পড়ে নিয়ে নিচে থাকা "আমি একমত" বাটনে ক্লিক করে দিতে হবে।
৫। উপরের ৪টি ধাপ সঠিকভাবে সম্পন্ন হয়ে গেলে আমরা ৫নং বক্সে থাকা "পরবর্তী ধাপ" বাটনে ক্লিক করে দেবো।


৬। এখন আমাদের সামনে ১নং বক্সে দেওয়া জন্ম নিবন্ধনের নম্বর অনুযায়ী জন্ম নিবন্ধনের তথ্য দেখানো হবে। নিবন্ধনটি সঠিক আছে কি না দেখে নিতে হবে। তারপর আমাদের জাতীয় পরিচয়পত্রের নম্বর দিতে হবে। যদি আমাদের জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে ৬নং বক্সে দেখানো "আমার জাতীয় পরিচয়পত্র নাই" লেখা চেক বক্সটি তে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে নিচের পেইজটি দেখা যাবে।
৭। যদি উক্ত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে ৭নং বক্সে "জাতীয় পরিচয়পত্র নম্বরটি" দিয়ে দেবো।
৮। তারপর ৮নং বক্সে দেখানো "পরবর্তী ধাপ" বাটনে ক্লিক করে দেবো। যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে নিচের ছবিতে দেখানো পদ্ধতি অনুসরণ করতে হবে।


৬.১। ৬নং বক্সে "আমার জাতীয় পরিচয়পত্র নাই" বাটনে ক্লিক করার সাথে সাথে নিচে "কারণ প্রদান করুন" নামের একটি বক্সে দেখা যাবে। সেখানে দুইটি অপশন থাকবে,যথাঃ-
i) এই ব্যক্তি জীবিত নন
ii) বিদেশে ছিলাম
আমরা দুই নম্বর অপশন "বিদেশে ছিলাম" সিলেক্ট করে দেবো।
৬.২। তারপর উক্ত ব্যক্তির পরিবারে মধ্যে থেকে "ভাই, বোন, স্বামী, স্ত্রী, ফুফু ও চাচা" ওদের মধ্যে থেকে যেকোনো একজন এর জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ দিয়ে দেবো।
৬.৩। তারপর ৬.৩নং বক্সে থাকা "পরবর্তী ধাপ" বাটনে ক্লিক করবো।
৯। আমাদের জন্ম নিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ৯নং বক্সের মধ্যে সকল তথ্য দেখা যাবে।
১০। ১০নং বক্সে আমরা যেই নম্বরটি জন্ম নিবন্ধনে পরিবর্তন করে যুক্ত করতে চাচ্ছি ঐ নম্বরটি দিতে দেবো। তারপর পাশে থাকা "ওটিপি পাঠান" বাটনে ক্লিক করলে উক্ত নম্বরে একটি ওটিপি কোড চলে যাবে।
১১। মোবাইলের মধ্যে প্রদানকৃত ওটিপি কোডটি ১১নং বক্সে সঠিকভাবে দিয়ে দেওয়ার পরে নিচে থাকা "ওটিপি যাচাই করুন" বাটনে ক্লিক করে দেবো। তাহলে আমাদের মোবাইল নম্বরটি যুক্ত হয়ে যাবে।
১২। ওটিপি কোডটি সঠিকভাবে দিয়ে দেওয়ার পরে ১২নং বক্সে দেখানো "পরবর্তী ধাপ" বাটনে ক্লিক করে দেবো। তারপর আমাদের সামনে নিচের পেইজটি দেখানো হবে।
উপরের সবগুলো ধাপ ভালোভাবে সম্পন্ন করার পরে আমাদের সামনে উপরের পেইজটি দেখা যাবে। যেখানে বলা হবে আমাদের মোবাইল নম্বর পরিবর্তন সফল ভাবে সম্পন্ন হয়েছে এবং নতুন মোবাইল নম্বরের শেষ ৪টি সংখ্যা দেখানো হবে।

২য় পদ্ধতিঃ যাদের জন্ম নিবন্ধন সনদের জন্ম তারিখ ২০০১ এর পরে তাদের আবেদন পদ্ধতি-

১। জন্ম নিবন্ধন ও জন্ম তারিখ দিয়ে সার্চ করার পরে আমাদের সামনে এমন একটি পেইজ দেখা যাবে। উপরের দিকে জন্ম নিবন্ধন সনদের নাম(বাংলা ও ইংরেজি),পিতা-মাতার(বাংলা ও ইংরেজি) নাম দেখানো হবে। নিচের দিকে ১নং বক্সে দেখানো "পিতার জন্ম নিবন্ধন নম্বর" দিতে হবে।
২। তারপর ২নং বক্সের মধ্যে পিতার "জাতীয় পরিচয়পত্র  নম্বর" টি দিয়ে দেবো।
৩। তারপর ৩নং বক্সের মধ্যে "পিতার জন্ম তারিখ" টি দিয়ে দেবো।
৪। যদি পিতার জন্ম নিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে ৪নং বক্সে দেখানো "পিতার জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র নম্বর নাই" এই চেক বক্সটিতে ক্লিক করে দেবো।
৫। পিতার তথ্য সঠিকভাবে দেওয়া হয়ে গেলে ৫নং বক্সে দেখানো "পরবর্তী ধাপ" বাটনে ক্লিক করবো।
৬। পিতার তথ্য সঠিকভাবে দেওয়া হয়ে গেলে এখন মাতার তথ্য দিতে হবে। ৬নং বক্সে "মাতার জন্ম নিবন্ধন নম্বর" টি দিয়ে দেবো।
৭। তারপর ৭নং বক্সে "মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর" টি দিয়ে দেবো।
৮। তারপর ৮নং বক্সের মধ্যে "মাতার জন্ম তারিখ" টি দিয়ে দেবো।
৯।  যদি মাতার জন্ম নিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে ৪নং বক্সে দেখানো "মাতার জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র নম্বর নাই" এই চেক বক্সটিতে ক্লিক করে দেবো।
১০। মাতার তথ্য সঠিকভাবে দেওয়া হয়ে গেলে ১০নং বক্সে দেখানো "পরবর্তী ধাপ" বাটনে ক্লিক করবো।
** যদি উপরে ৪নং ও ৯নং বক্সে ক্লিক করে থাকি তাহলে আমাদের সামনে নিচের পেইজটি দেখা যাবে।
এখানে "সম্পর্ক" ঘরে দেখানো পরিবারের এমন একজন সিলেক্ট করবো যার জন্ম নিবন্ধন নম্বর ও জাতীয় পরিচয়পত্র নম্বর আমাদের কাছে আছে। এই তথ্য গুলো দেওয়া হয়ে গেলে আমরা "পরবর্তী ধাপ" বাটনে ক্লিক করে দেবো। তাহলে আমাদের সামনে নিচের পেইজটি দেখা যাবে।
১১। উপরের ধাপে সবগুলো তথ্য সঠিকভাবে দিয়ে দিলেই আমাদের সামনে মোবাইল নম্বর পরিবর্তনের এমন একটি পেইজ দেখা যাবে। যেখানে ১১নং বক্সে মোবাইল নম্বরটি দিয়ে পাশে থাকা "ওটিপি পাঠান" বাটনে ক্লিক করে দিবো।
১২। তারপর আমাদের মোবাইল নম্বরে ৬ সংখ্যার একটি ওটিপি কোড পাঠানো হবে যা ১২নং বক্সের মধ্যে দিয়ে দেবো।
১৩। ওটিপি দেওয়া হয়ে গেলে ১৩নং বক্সে "ওটিপি যাচাই করুন" এই বাটনে ক্লকি করে যায়।
উপরের সবগুলো ধাপ ভালোভাবে সম্পন্ন করার পরে আমাদের সামনে উপরের পেইজটি দেখা যাবে। যেখানে বলা হবে "আপনার মোবাইল পরিবর্তন পেন্ডিং অবস্থায় আছে/মোবাইল নম্বর পরিবর্তন সফল ভাবে সম্পন্ন হয়েছে" অথবা কিছুক্ষণ পরে একটি নিশ্চিতকরণ ম্যাসেজের মাধ্যমে জানান হবে।

প্রিয় পাঠক,উপরের দুইটি পদ্ধতি ভালো ভাবে দেখে নিলে আপনিও নিজের কিংবা পরিবারের যে কারো জন্ম নিবন্ধন সনদের মোবাইল নম্বর পরিবর্তন/সংশোধন করে নিতে পারবেন,ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

খুটিনাটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url