চ্যাট জিপিটি কি? চ্যাট জিপিটি নিয়ে ভুয়া নিউজ
সম্প্রতি ছড়িয়ে পড়া 'আগামী সপ্তাহে পৃথিবী বদলে দেবে জিপিটি-৪'—শীর্ষক অতিরঞ্জিত পোস্টটি মূলত গুজব।
এটি সত্য যে আগামী সপ্তাহের দিকেই আসতে চলেছে ChatGPT-এর ল্যাঙ্গুয়েজ মডেলের নতুন সংস্করণ GPT-4, যা GPT-3 এর তুলনায় ভালো পারফরম্যান্স দেবে, কিন্তু সেইসঙ্গে প্রচুর মিসলিডিং তথ্যও প্রচার করা হচ্ছে।
মিসলিডিং তথ্য ০১ঃ এটি ৫০০ গুন বেশি পাওয়ারফুল বা বড়ো তথ্যটি মিথ্যা।
GPT-4 এর সাইজ হবে GPT-3 এর চেয়ে সামান্যই বড়ো (175-280 Billion Parameter, যেখানে GPT-3 এর সাইজ 175 Billion)। প্রকৃতপক্ষে সাইজ বড়ো হওয়া মানেই ভালো পারফরমেন্স নয়। GPT-4 এর সাইজ বড়ো না করে কর্মদক্ষতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে এবার। এতে চলতি ব্যয় কমবে এবং অপটিমাইজেশন ও অ্যাকুরেসি বাড়বে।
মিসলিডিং তথ্য ০২: GPT-4 এর মাধ্যমে ইলাস্ট্রেশন বানানো যাবে—তথ্যটি সবচেয়ে বড়ো ভুল।
GPT-4 হচ্ছে TEXT-ONLY ল্যাঙ্গুয়েজ মডেল। অর্থাৎ এর মাধ্যমে কোনো গ্রাফিক, ছবি, চার্ট তৈরি করা যাবে না। একটি ভালো 'মাল্টিমডাল ল্যাঙ্গুয়েজ মডেল' তৈরি করা খুবই চ্যালেঞ্জিং কাজ। সেজন্য তাদেরকে Dall-E 2 এবং নিজেদের এতদিনের পরিশ্রমের ফ্লাগশিপ GPT-3 থেকেও ভালো কিছু বানাতে হতো, যা সত্যি পৃথিবী বদলে ফেলার মতো হতো। তবে সেটি হয়তো অদূর ভবিষ্যতে সম্ভব হবে।
মূলকথা, GPT-3 এর মতো, GPT-4 বিভিন্ন ভাষার অ্যাপ্লিকেশন যেমন কোড তৈরি, পাঠ্য সংক্ষিপ্তকরণ, ভাষা অনুবাদ, শ্রেণীবিভাগ, চ্যাটবট এবং ব্যাকরণ সংশোধনের জন্য ব্যবহার করা হবে। মডেলটির নতুন সংস্করণ হবে আরও নিরাপদ, কম পক্ষপাতদুষ্ট, আরও নির্ভুল ও শক্তিশালী।
সম্প্রতি Forbs এর একটি প্রতিবেদনে উপরের তথ্যগুলো উল্লেখ করে Open AI-এর সিইও জানান, "গুজবে কান দিয়ে হতাশাগ্রস্থ হওয়ার প্রয়োজন নেই"।
খুটিনাটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url