চ্যাট জিপিটি কি? চ্যাট জিপিটি নিয়ে ভুয়া নিউজ

সম্প্রতি ছড়িয়ে পড়া 'আগামী সপ্তাহে পৃথিবী বদলে দেবে জিপিটি-৪'—শীর্ষক অতিরঞ্জিত পোস্টটি মূলত গুজব।

এটি সত্য যে আগামী সপ্তাহের দিকেই আসতে চলেছে ChatGPT-এর ল্যাঙ্গুয়েজ মডেলের নতুন সংস্করণ GPT-4, যা GPT-3 এর তুলনায় ভালো পারফরম্যান্স দেবে, কিন্তু সেইসঙ্গে প্রচুর মিসলিডিং তথ্যও প্রচার করা হচ্ছে।

মিসলিডিং তথ্য ০১ঃ এটি ৫০০ গুন বেশি পাওয়ারফুল বা বড়ো তথ্যটি মিথ্যা।

GPT-4 এর সাইজ হবে GPT-3 এর চেয়ে সামান্যই বড়ো (175-280 Billion Parameter, যেখানে GPT-3 এর সাইজ 175 Billion)। প্রকৃতপক্ষে সাইজ বড়ো হওয়া মানেই ভালো পারফরমেন্স নয়। GPT-4 এর সাইজ বড়ো না করে কর্মদক্ষতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে এবার। এতে চলতি ব্যয় কমবে এবং অপটিমাইজেশন ও অ্যাকুরেসি বাড়বে।

মিসলিডিং তথ্য ০২: GPT-4 এর মাধ্যমে ইলাস্ট্রেশন বানানো যাবে—তথ্যটি সবচেয়ে বড়ো ভুল।

GPT-4 হচ্ছে TEXT-ONLY ল্যাঙ্গুয়েজ মডেল। অর্থাৎ এর মাধ্যমে কোনো গ্রাফিক, ছবি, চার্ট তৈরি করা যাবে না। একটি ভালো 'মাল্টিমডাল ল্যাঙ্গুয়েজ মডেল' তৈরি করা খুবই চ্যালেঞ্জিং কাজ। সেজন্য তাদেরকে Dall-E 2 এবং নিজেদের এতদিনের পরিশ্রমের ফ্লাগশিপ GPT-3 থেকেও ভালো কিছু বানাতে হতো, যা সত্যি পৃথিবী বদলে ফেলার মতো হতো। তবে সেটি হয়তো অদূর ভবিষ্যতে সম্ভব হবে।

মূলকথা, GPT-3 এর মতো, GPT-4 বিভিন্ন ভাষার অ্যাপ্লিকেশন যেমন কোড তৈরি, পাঠ্য সংক্ষিপ্তকরণ, ভাষা অনুবাদ, শ্রেণীবিভাগ, চ্যাটবট এবং ব্যাকরণ সংশোধনের জন্য ব্যবহার করা হবে। মডেলটির নতুন সংস্করণ হবে আরও নিরাপদ, কম পক্ষপাতদুষ্ট, আরও নির্ভুল ও শক্তিশালী।


সম্প্রতি Forbs এর একটি প্রতিবেদনে উপরের তথ্যগুলো উল্লেখ করে Open AI-এর সিইও জানান, "গুজবে কান দিয়ে হতাশাগ্রস্থ হওয়ার প্রয়োজন নেই"।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

খুটিনাটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url