চ্যাট জিপিটি(ChatGPT) কি?
বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় বিষয় হলো চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি(ChatGPT) হলো একটি কিত্রিম বুদ্বিমত্তা। টেক জায়ান্টরা এখন সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে ঝুকছে।
চ্যাট জিপিটি(ChatGPT) কি?
চ্যাট জিপিটি'র মূল কোম্পানি হলো ওপেন এ আই (Oper AI)। এটি একটি যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি। ওপেন এ আই (Open AI) এর প্রতিষ্ঠাতার মধ্যে বিশ্বের শ্রেষ্ঠ ধন কুবের ইলন মাস্কও রয়েছে।
চ্যাট জিপিটি(ChatGPT) আসলে কি?
চ্যাট জিপিটি হলো একটি চ্যাটবট। চ্যাটবট হলো একটা পোগ্রাম বা একটা সফটওয়্যার। যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসেবে পরিচিত। চ্যাট জিপিটি হলো একটি ল্যাংগুয়েজ মডেল। যাকে প্রচুর ডেটা দিয়ে প্রশিক্ষণ দিয়ে স্ট্রং করা হয়। চ্যাট জিপিটি(ChatGPT) মুহুর্তের মধ্যে মানুষ কে রিপ্লাই দিতে পারে।
চ্যাট জিপিটি(ChatGPT) কি? চ্যাট জিপিটির(ChatGPT) মূল আকর্ষণীয় কাজ কি?
চ্যাট জিপিটির(ChatGPT) আকর্ষণীয় বিষয় হলো এটি আপনাকে লিখতে সহযোগিতা করবে। আপনি চ্যাট জিপিটি দিয়ে বই লিখতে পারবেন, চ্যাট জিপিটি দিয়ে আপনি ম্যাগাজিন লিখতে পারবেন, চ্যাট জিপিটি দিয়ে আর্টিকেল লিখতে পারবেন, চ্যাট জিপিটি দিয়ে আপনি রিসার্চ পেপারও লিখতে পারবেন। চ্যাট জিপিটি দিয়ে আপনি অসাধারণ সব কাজ করিয়ে নিতে পারবেন। এমনকি চ্যাট জিপিটি দিয়ে আপনি গল্প লিখতে পারবেন, চ্যাট জিপিটি দিয়ে আপনি কবিতা লিখতে পারবেন, চ্যাট জিপিটি দিয়ে আপনি গান লিখতে পারবেন।
আরও অসাধারণ বিষয় হলো আপনি চ্যাট জিপিটি(ChatGPT) দিয়ে যেই কাজ করিয়ে নিবেন, সব কিছু একদম ইউনিক হবে। আপনি শুধু চ্যাট জিপিটি কে ডিরেকশন দিবেন, আর চ্যাট জিপিটি আপনার সব কাজ করে দিবে।
প্রাথমিক স্টেজে আছে এই চ্যাট জিপিটি(ChatGPT)। প্রাথমিক স্টেজেই যে অসাধারণ কাজ করছে চ্যাট জিপিটি, বলা হচ্ছে ভবিষ্যতে অসম্ভব কাজও করে দিবে চ্যাট জিপিটি।
চ্যাট জিপিটি(ChatGPT) নিয়ে বিশেষজ্ঞদের মতামতঃ
টেক বিশেষজ্ঞরা বলছেন, গুগুলের(Google) চেয়েও ভালো লাজ করছে চ্যাট জিপিটি(ChatGPT)। গুগুলে যদি আপনি কিছু সার্চ করেন, তাহলে অনেক রেজাল্ট দেখাবে গুগল । কিন্তু চ্যাট জিপিটি তে সার্চ করলে চ্যাট জিপিটি আপনার নির্দিষ্ট বিষয়ে সবচেয়ে সুন্দর গুছানো লিখা আপনার সামনে প্রদর্শন করবে।
খুটিনাটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url