ফিতনার আরেক নাম SHORTS VIDEO
ইদানীং দ্বীনদার মানুষদেরও দেখা যায় ১ মিনিটের Shorts দেখে দেখে শত শত ভিডিও স্ক্রল করে নিজের মুল্যবান শত শত মিনিট সময় নষ্ট করছে। এটাই শেষ আর দেখবোনা, পরেরটা প্লে হয়ে যায় অটোমেটিক, আচ্ছা! তাহলেও এটাও দেখি ১ মিনিটইতো। এটাই শেষ। এভাবে কেটে যায় আধাঘন্টা। ঠিক যেমন নেশা ছিলো টিকটকের।
টিকটক আলাদা প্লাটফর্ম থাকাকালীন চাইলেই আনইন্সটল করে এই ফেতনা থেকে মুক্ত থাকা যেতো। কিন্তু ফেসবুক ইউটিউব যেহুতু আমাদের দ্বীনের কাজে অনেক ভুমিকা রাখছে সেজন্য চাইলেই ফেসবুক থেকে দূরে থাকাটা সম্ভব ছিলোনা। কিন্তু টিকটক ফেতনা আমাদের পিছু ছাড়েনি, ইউটিউব ফেসবুকও এখন অসুস্থ অশ্লীল টিকটক চর্চায় ভর্তি। আগে টিকটকাররা শুধু টিকটক বানাইতো, এখন রিলস আর শর্টসও বানায়। এমনটা একটা পরিবেশ reels, shorts বন্ধও করা যায়না।
কত কৌশলে তারা মুসলিমদের সময়গুলো নষ্ট করছে। রিলস দেখতে দেখতে কখন ঘন্টা পার হয়ে যায়, আপনি টেরও পাবেন না। সামনেই রমাদান, যারা কোনো প্রয়োজন ছাড়া ফেসবুক ইউটিউব চালান দ্বীন শিখার জন্য, তারা তাদের সময়ের মুল্যের জন্য এই দুইটা প্লাটফর্ম বন্ধ রাখতে পারেন। এই রমাদানটা কুরআনের সাথে কাটান, ইসলামিক বইয়ের সাথে কাটান।
রিলস শর্টস-এর নামে টিকটিক দেখে সময় নষ্ট না করে ইসলামিক বই পড়ুন। ইউটিউব ফেসবুক থেকে দ্বীন গ্রহন করা ১ মাসের জন্য বন্ধ করে দিন। দ্বীন শিখার নামে ফেসবুক ইউটিউবে আসলেও আপনার সময় মুলত পার হয় রিলস দেখে, শর্টস দেখে। এমন আকর্ষণিয় থাম্নেইল থাকে যা না দেখে উপায় থাকেনা৷ তাই বলছি এই দুইটা প্লাটফর্ম থেকে অন্তত ১ মাসের জন্য হলেও দূরে থাকার চেষ্টা করুন, দেখবেন দুনিয়াটাকে জান্নাত মনে হবে৷
খুটিনাটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url