ইংরেজিতে কিভাবে প্রশংসা করবেন?
আধুনিক বিশ্ব ইংরেজি ব্যাতিত কল্পনা করা যায়না। যেখানেই যাবেন সেখানেই ইংরেজির ব্যাবহার। দেশ থেকে দেশ দেশান্তরে সর্বত্র ইংরেজির ব্যাবহার। আমরা আমাদের চারপাশের অনেককে প্রতিনিয়ত প্রশংসা করে থাকি, আজকে আপনাদেরকে শিখাবো কিভাবে ইংরেজিতে প্রশংসা করতে হয়।
কিভাবে ইংরেজিতে অন্যের প্রশংসা করবেন/ইংরেজিতে কথা বলার উপায়
আজকে আমাদের আলোচনার বিষয় হলোঃ-কিভাবে ইংরেজিতে অন্যের প্রশংসা করবেন/ইংরেজিতে কথা বলার উপায়। ইংরেজিতে প্রশংসা করার কিছু বাক্য তুলে ধরা হলো। আপনারা চাইলে এই বাক্য গুলো আয়ত্ত করে ইংরেজিতে কথা বলা শিখতে পারেন।
১। Amazing -- অসাধারণ
২। Well done - সাবাশ
৩। That is amazing - দারুণ
৪। That is great - দারুণ
৫। Congratulations - অভিনন্দন
৬। Outstanding - অসাধারণ
৭। Fantastic - চমৎকার
৮। Keep up the good work - ভালো কাজ করেছো। চালিয়ে যাও
৯। I appreciate it - আমি এটিকে প্রশংসা বা সমর্থন করি
১০। It’s really great - এটি সত্যিই অনেক সুন্দর হয়েছে
১১। I am proud of you - আমি তুমাকে নিয়ে গর্ববোধ করছি।
ইংরেজিতে প্রশংসা করা ছাড়াও আপনারা ইংরেজিতে কথা বলা শিখতে পারেন উপরোক্ত শব্দ গুলোর অর্থ মুখস্থ করে এবং বাক্য গুলতে ব্যাবহৃত শব্দের অর্থ মুখস্থ করে। আপনাদের সুবিধার্থে আমরা শব্দ গুলো আলাদা করে লিখে দিচ্ছি এবং অর্থ গুলোও সাথে দিয়ে দিচ্ছি।
Amazing - অসাধারণ
Well done - সাবাশ
Great - দারুণ
Proud - গর্বিত
Really - সত্যিই
Appreciate - সমর্থন করা
Keep up - চালিয়ে যাওয়া / বজায় রাখা
Congratulations - অভিনন্দন
Outstanding - অসাধারণ
Fantastic - চমৎকার
কথার মাঝেমধ্যে আমরা অনেক ইংরেজি শব্দ এবং বাক্য ব্যাবহার করে থাকি। আমরা আমাদের বন্ধুদের সাথে কিংবা আত্মীয় স্বজনদের সাথে কথা বলার সময় আমাদেরকে স্মার্ট হিসেবে ফোকাস করতে চাই। সেজন্য আমরা ইংরেজির ব্যাবহার করে থাকি।
উপরোক্ত শব্দ এবং বাক্য গুলো ব্যাবহার করে আপনারা ইংরেজিতে প্রশংসা করতে পারবেন খুব সহজে। আপনি চাইলে ইংরেজি শেখা নিয়ে আমাদের আরো আর্টিকেল পড়ে আসতে পারেন। আপনাদের ইংরেজি শেখানোর জন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা শেয়ার করে অন্যকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিন।
খুটিনাটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url