হেদায়েত হলো আল্লাহ প্রদত্ত এক রহমত।
-জোহেব শাহরিয়ার
ইতিহাসে এমন অনেকবারই হয়েছে যে, যারা এক সময় ইসলামের বিরো*ধী ছিলো ও কট্ট*র ইসলাম বিদ্বে*ষী ছিলো। যারা একদিন ইসলামকে ধ্বং*স করতে হাত বাড়িয়ে ছিলো, আল্লাহ তদের হাত দিয়েই ইসলামকে বিজয়ী করেছেন। তারাই পরবর্তীতে ইসলাম গ্রহণ করে ইসলামের বিজয়ে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে।
যে ওমর (রাঃ) নবীজী (সাঃ) কে হত্যা*র জন্য খোলা তর*বারী নিয়ে বেরিয়েছিলো, আল্লাহ সেই ওমর (রাঃ) কেই হেদা*য়াতের ছাঁয়া তলে ইসলামের সবচেয়ে বড় শক্তি বানালেন। হেদায়া*তের স্পর্শে সেই ওমর (রাঃ) ই হয়ে উঠলো আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক (রাঃ)। তিনি ইসলামের প্রতিটা যু*দ্ধে সাহসের সাথে লড়েছেন। তাঁর সময়েই ইসলামের বিজয় অভিযান জাজিরাতুল আরবের (আরব উপদ্বীপের) সীমানা পেরিয়ে পৌছে গেছিলো অনারব অঞ্চলেও।
ঠিক একই ঘটনা দেখি হযরত খালিদ বিন ওয়ালিদ (রাঃ) এর ক্ষেত্রেও। উহুদ যু*দ্ধে যে খালিদ বিন ওয়ালিদের কারণে মুসলিমরা পরাজিত হয়েছিলো, সে খালিদ বিন ওয়ালিদ (রাঃ) ই ইসলাম গ্রহণ করে হয়ে উঠেছিলেন, ইসলাম ও পৃথিবীর ইতিহাসের এক অপরাজেয় সেনাপতি। যার হাতে তৎকালীন দুই বিশ্বপরা*শক্তি রোমান সাম্রাজ্য ও পারস্যের সাসানীয় সাম্রাজ্য পরাজিত হয়ে ধুলায় মিশে গিয়েছিলো। যিনি ১০০ এর উপরে যু*দ্ধে অংশ গ্রহণ করেছেন ও কোনোটাতেও পরাজিত হন নি। যার সাম*রিক কৌশল খোদ আমে*রিকা সহ প্রায় সব দেশের মিলি*টারি একাডেমিতে এখনো পড়ানো হয়।
যেই চেঙ্গি-স খান ইসলামকে মু*ছে দিতে চেয়েছিলো, সেই চেঙ্গি-স খানের নাতি বারকে খানই ইসলাম গ্রহণ করে নিজ পরিবারের বিরু*দ্ধে তর*বারি ধরেছিলো ও মুসলিম উম্মাহকে রক্ষা করেছে।
যে রাজা গণেষ বাংলা সালতা-নাত থেকে মুসলিমদের নাম নিশান মুছে দিতে চেয়েছিলো, সেই রাজা গণেষে-র পুত্র যদু নারায়নই ইসলাম গ্রহণ করে নিজ পিতাকে হ*ত্যা করে মুসলিমদের রক্ষা করেছিলেন, হয়ে উঠেছিলেন সুলতান জালালুদ্দীন মোহাম্মদ শাহ।
শুধু ইতিহাসেই নয়, বর্তমানেও এমন অনেক নজির দেখা যায়। যেমন ভাই এন্ড্রু টে-ট এর ইসলাম গ্রহণ।
আজকে আরেকজন এন্ড্রু টেটে-র সাথে পরিচয় করিয়ে দিই। তার নাম 'শেমন বার্গেস'। ছিলেন অস্ট্রেলিয়ার কু*খ্যাত ইসলাম বি-দ্বেষী সংগঠন "প্যাট্রি*য়টস ফ্র*ন্টেরের" প্রধান। ২০১৫ সালে তিনি গিয়েছিলেন অস্ট্রেলিয়ার এক ঐতিহ্যবাহী মসজিদের বিরু*দ্ধে আন্দোলন করে তা বন্ধ করতে। অবশেষে তার ভাগ্যে হেদা*য়েত নসিব হলো। আলহামদুলিল্লাহ, তিনি প্রকাশ্যে শাহা*দাত পাঠের মধ্য দিয়ে ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ তাকে দ্বীন ইসলামের খাদেম হিসেবে কবুল করুন। আমিন।
আমাদের চারপাশে এমন অনেক নীড়ে ফেরার গল্পই শুনতে পাবেন। এই প্রতিটি ঘটনা আমাদের জন্য শিক্ষণীয়। তবে এরপরও কিছু মানুষের চোখ খুলবে না। মূলত আল্লাহ যাকে হেদা*য়েত দেন, তাকে গো*মরাহ করার কেউ নেই। আর যাকে গোমরাহ করেন, যার চোখ-অন্তর ও কানে মো*হর মেরে দেন - তাকে হেদা*য়াত দেওয়ার কেউ নেই।
খুটিনাটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url