Color নাকি Colour সঠিক বানান কোনটা?
এই প্রশ্ন টা ১০ জন জ্ঞানী মানুষকে করা হয়েছে। এরপর ১০ জন যার যার মতামত দিয়েছেন।
এই প্রশ্নের উত্তর দিয়েছেন ১০ জন ব্যক্তি। সবার উত্তর গুলো সিরিয়ালে নিচে উল্লেখ করা হলোঃ
Color নাকি Colour, সঠিক বানান কোনটা?
প্রথম উত্তরঃ
দুটি বানান-ই সঠিক। আপনি যদি আমেরিকায় থাকেন তবে color এবং ইউকেতে থাকলে colour ব্যবহার করবেন। আমি সকল ক্ষেত্রে color ব্যবহার করি এখন।
দ্বিতীয় উত্তরঃ
দুইটাই সঠিক বানান। দুইটার উচ্চারণও একই। শুধুমাত্র USA তে color লিখা হয় এবং পৃথিবীর সকল দেশে colour ব্যবহার হয়।
তৃতীয় উত্তরঃ
color হলো আমেরিকান ইংরেজি এবং colour হলো ব্রিটিশ ইংরেজি এর সঠিক বানান।
চতুর্থ উত্তরঃ
color বানানটি আমেরিকান ইংরেজিতে প্রচলিত। অন্যদিকে colour বানানটি ব্রিটিশ ইংরেজিতে প্রচলিত। তবে আপনি উভয়ের যেকোনো টি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারেন।
পঞ্চম উত্তরঃ
দুইটিই সঠিক। একটা আমেরিকান এবং আরেকটা ব্রিটিশ।
ষষ্ঠ উত্তরঃ
দুটোই সঠিক। একটা USA এবং আরেকটা UK ব্যবহার করে।
সপ্তম উত্তরঃ
Both are right. Color American & colour British.
অষ্টম উত্তরঃ
colour & color দুটোই সঠিক শব্দ।
নবম উত্তরঃ
দুটি বানান একই শব্দের ভিন্ন স্পেলিং। color হলো আমেরিকান ইংরেজি শব্দ এবং colour হলো ব্রিটিশ ইংরেজি শব্দ। দুটি বানান সঠিক।
দশম উত্তরঃ
দুটি শব্দই সঠিক।
color নাকি colour, সঠিক বানান কোনটা?
এই প্রশ্ন টা ১০ জন জ্ঞানী মানুষকে করা হয়েছে। এরপর ১০ জন যার যার মতামত দিয়েছেন।
এই প্রশ্নের উত্তর দিয়েছেন ১০ জন ব্যক্তি। সবার উত্তর গুলো সিরিয়ালে উপরে উল্লেখ করা হয়েছে। আশা করছি সবাই বুঝতে পেরেছেন, ধন্যবাদ।
খুটিনাটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url