বাবা নিয়ে উক্তি
"বাবা নিয়ে স্ট্যাটাস"
১। আমার কাছে বাবারাই,,,, বেস্ট কারন এক জন বাবার কাছে তার মেয়ে হচ্ছে স্বর্গীয় সুখ,,, আর এই সুখ একজন বাবা ছারা কেউ বুঝতে পারবে না কিন্তু সন্তানের জন্য বাবা মা দুইজনের ভালোবাসা প্রয়োজন,,, পৃথিবীতে সব বাবা মার ভালোবাসা এক রকম হয়না,,, বাবা মানে যে সব বাবারাই,,,,, ভালো,,, মা মানে যে সব মায়েরাই ভালো তা কিন্তু নয় ,,,,, তাই একজন সন্তানই,,, বুঝতে পারে তার কাছে কে বেস্ট বাবা নাকি মা ,,, আল্লাহ পৃথিবীর সব বাবা মা কে ভালো রাখুন সুস্থ রাখুন ❤️❤️❤️ আমিন
২। বর্তমান সমাজে, আদালতে বাবারা বেশি অবহেলিত কারণ সন্তান গড়ার পেছনে বাবার কোন ভুমিকাই নেই বলে সবাই মনে করে। কিন্তু কোন এক সময় সন্তানেরাই বাবার গুরুত্বটা বুঝতে পারে তবে তখন বাবা টা অনেক দূরে থাকে।😰😰😰😰
৩। একটি পাখির যেমন দু'টো ডানা দরকার, ঠিক তেমনই, একজন সন্তানের জন্য বাবা-মা দু'জনই দরকার!!
৪। আমার মামাত ভাই বোনেরা মা এর থেকে বেশি বাবার পাগল।কখন বাবা আসবে+ বাবার জন্য কান্না+বাবা ছাড়া উপায় নাই তাদের ভাই🥰😁
৫। আমার কাছে আমার বাবাই বেস্ট ছিল, সবকিছু অনায়াসেই বলতে পারতাম,,ছোট বেলায় মাকে হারিয়েছি বাবা কখনও সেই অভাবটা বুঝতে দেন নি ,,আমি কখনও মায়ের জন্য কাঁদি নি তবে এখনও বাবার কথা মনে পড়ে দুচোখ ভিজে যায় ।।যদিও আমার বাবাকে বেশি কাছে পাই নি ওনি প্রবাসে ছিলেন যখন ফোনে কথা হত কতটা ভালবাসা ছিল প্রতিটা কথায় বুঝতে পারতাম।। ভালো থাকুক পৃথিবীর সব বাবা নামের সুপার হিরোরা🥰
৬। বাবারা এই দলুনিয়ার আদালতে বিচার নাপেলেও আখেরাতে সঠিক বিচারকের কাছে অবস্যই বিচার পাবে এমনকি যেবিচারক দুনিয়াআদালতে অন্যায় বিচার বাটাকার বিনিময়ে অন্যায় বিচার করছেন তাকেও সেই ন্যায়াই বিচারক আল্লাহ পাকের সামনেদারায় তেহবে সেইদিন অবস্যই সঠিক বিচার পাবে আলহামদুলিল্লাহ
৭। বাবা আর মায়ের মধ্যে তুলনা চলে না। অবশ্য একটু হলেও মা এগিয়ে। তাই বলে কি বাবার অবদান কি অস্বীকার করার মতো !!! সন্তানের জন্য দুজনই সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ উপহার। বাবা হচ্ছে বটবৃক্ষের ছায়া। যার আছে সে বুঝে না। যার নেই সে হাড়ে হাড়ে টের পায়।
৮। বাবা তাঁর সন্তানের ভবিষ্যত গড়ার শ্রেষ্ঠ কারিগর। আদর্শ সন্তানের কাছে বাবা মা দুজনেই সমান। তবে আমার বেলায়,একটু ভিন্নতা আছে।আমি বাবাকেই বেশি ভালোবাসতাম আর এখনও।মানুষ,মাকে নিয়ে কবিতা লিখে,আর আমি আমার বাবাকে নিয়ে।
৯। আমার কাছে আমার বাবা অনেক কিছু।আমি আমার বাবাকে অনেক ভালোবাসি মায়ের থেকেও বেশি।আমার জানা মতে মেয়েরা বাবাকে সব সময় বেশি ভালোবেসে থাকে।
১০। খুবই দুঃখ পেলাম।বাবার মায়ের বিকল্প কোন কিছুই নেই।মা যিনি উনি আমাদের দেশের হলে এতোটা কঠোর হতেন না আমার ধারণা অনযায়ী।বাচ্চারা ও বাবাকে খুব মিস করবে।আমার আব্বা মারা গেছেন কতো আগে আজও সেই আগের মতোই মিস করি। এরকম ঝামেলায় যেনো কোন বাচ্চারা না পড়েন, সব বাবা মায়ের প্রতি অনুরোধ 👍👍
১১। আমার মনে হয় মেয়েদের কে বেশি ভালোবাসে বাবা,আমি তো সব সময় অনুভব করি বাবার ভালোবাসা,বাবা মৃত্যুের পরো মা থেকে বাবা শৃন্যতা আমাকে তাড়িয়ে বেড়ায়,,, তবে মা জন্য আছে ভালোবাসা,বেশি ভাগ বাবা র জন্য আর কি!
১২। আমার মা-বাবা দুজনই আমার কাছে মহামূল্যবান। দুজনেই আমায় অনেক ভালোবাসেন। আমি ও অনেক ভালোবাসি আমার শ্রদ্ধেয় প্রিয় মা-বাবাকে।তাদের মুখে যেদিন প্রশান্তির হাসি ফুটিয়ে নিজের পায়ে দাড়াব, সেদিন ই নিজেকে ধন্য মনে করব। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার মনের আশা পুরন করেন, আমি যেন এমন কিছু করি যেই কারণে আমার মা-বাবার সম্মান সমাজে সবার উপরে থাকে। পরিশেষে অবিরাম ভালোবাসা ও শ্রদ্ধা রইলো পৃথিবীর সকল মা-বাবার প্রতি।
১৩। বাবা মানে মাথার মনি,বাবা মানে বেচে থাকার একমাত্র অবলম্বন। আর মা তো সুখে, দুখের ছায়া, জীবনে বেচে থাকতে হলে দুজনকেই দরকার। আল্লাহ যেন সব বাবা মাকে নেক হায়াত দান করেন আমিন।
১৪। বাবা তো বাবাই হয়! কিন্তু আমার বেলায় একদমই আলাদা আমি সব সময় আমার বাবার সাথে থাকতাম পাসে থাকতাম আজ আমার বাবা নেই তিন বছর হল । আমি সবসময় বাবাকে মিস করি। আমার বাবার জন্য দোয়া করবেন।
১৫। বাবা নামের বটবৃক্ষ টা যেদিন দুনিয়া থেকে বিদায় নিবে মা না বুঝলেও সন্তানেরা সেদিন বুঝবে বাবা কি ছিলেন।
১৬। শিশুদের বাবার চেয়ে মায়ের যত্ন বেশি প্রয়োজন। কিন্তু স্বামীর থেকে ডিভোর্স নিয়ে যখন বাচ্চার খরচ জোগাতে মা ইনকামের পথে নামেন তখন সে আর মা থাকেনা মায়ের স্নেহ বাচ্চা পায় না। যে ডিভোর্সের কারণ হয় তার ভিতরে সন্তানের প্রতি মায়া বলতে কিছুই থাকে না,,,, তার ভিতরে থাকে মূলত মাতলামি,,,
১৭। আমার কাছে বাবা মানে অনেক কিছু। আমার জানা মতে মেয়েরা সব সময় তাদের বাবাকেই বেশি ভালোবাসে। আমি আমার মায়ের থেকে ও বাবাকে বেশি ভালোবাসি। কিন্তু ছেলেদের বাবার জন্য বেশি টান থাকেনা।
১৮। বাবার কাছে প্রতিটা মেয়েই রাজকন্যা। আমার ৬ মাসের মেয়েটাও ঘুম থেকে উঠে বাবাকে খুজে। বাবার দিকে তাকিয়ে থাকে। আমার হিংসে হয় অনেকটা তবুও চাই আমার মেয়ে বাবার আদরে বেড়ে উঠুক।
১৯। আমিও আগে ভাবতাম মারা বুঝি সব আমি বাবাকে কত কিছু বলতাম এটা দিলো না কে ঐ টা দিলো না কে, এখন আমি নিজে এক জন ছেলের বাবা হইছি এখন বুঝি বাবা মানে কি বাবারা অনেক কষ্ট করে, কিন্তু কাউকে বুঝতে দেই না কিন্তু শেষে সব থেকে বেশি কষ্ট পাই বাবারা,
২০। আমি তো আমার বাবাকে ভালোবাসাটাই বেশি প্রকাশ করি ছোটবেলা থেকেই আমি বলি আমি বাবাকে বেশি ভালোবাসি সবকিছুতে আমার বাবার কথাই বলি তারমানে এই না যে আমি মাকে ভালোবাসি না মাকেও অনেক ভালোবাসি তবে বাবার প্রতি আমি বেশি সেনসেটিভ।
খুটিনাটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url