ব্যাংক লোন কি? কিভাবে ব্যাংকে লোন পাওয়া যায়? ব্যাংক লোন পেতে কি কি কাগজপত্র লাগে?

 ব্যাংক কি?

ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংক জনগণের কাছ থেকে লাভের বিনিময়ে অর্থ-সম্পত্তি সংগ্রহ করে এবং মুনাফা অর্জনের নিমিত্তে বিনিয়োগ করে থাকে। 

ব্যাংক লোন কি?

লোন হলো- ধার, কর্য বা ঋন করাকে বুঝায়। আমাদের জীবনে প্রায়ই প্রয়োজনে ধার বা কর্য করে থাকি। যাকে ব্যাংকিং ভাষায় লোন বলে। ব্যাংক লোন বলতে বুঝায় যে, ব্যাংক থেকে নির্দিষ্ট একটা একাউন্টের টাকা শর্তসাপেক্ষে নেওয়া হয় এবং নির্দিষ্ট সময় পরে তা সুদসহ পরিশোধ করতে হয়।

বিশেষ নোটঃ

সকল ব্যাংক থেকে লোন নিতে যা করতে হবে তা-ই উল্লেখ করা হয়েছে আমাদের আজকের আলোচনায়। 

ব্যাংক লোনের প্রকারভেদ কি কি?

দীর্ঘমেয়াদী লোন- এক বছরের বেশি সময়ের জন্য যে লোন নেয়া হয় সেটাই দীর্ঘমেয়াদী লোন। যেমন, পার্সোনাল লোন, হোম লোন, এডুকেশন লোন, বিজনেস লোন ইত্যাদি। 

স্বল্পমেয়াদী লোন- যেসব লোন এক বছরের কম সময়ের জন্য নেওয়া হয় সেটিই স্বল্পমেয়াদী লোন। যেমন, কৃষি লোন, প্রবাসী লোন ইত্যাদি। 

কি কি কাজে ব্যাংক লোন দেয়?

বাড়ি নির্মাণ করার জন্য, গাড়ি ক্রয় করার জন্য, ব্যাক্তিগত যেকোনো কাজের জন্য, চিকিৎসার জন্য, পড়াশোনার জন্য, ব্যাবসা - বানিজ্যের জন্য, কৃষিকাজের জন্য, প্রবাসে যাওয়ার জন্য দুর্যোগ মোকাবেলায় ইত্যাদি। 

ব্যাংক লোনে সুদের হার কতো?

ব্যাংক লোনে সুদের হার নির্ধারণ করা হয় ৯ শতাংশ। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারা অনুযায়ী সব ধরনের বিনিয়োগ এবং লোনে সুদের হার করা হয় সর্বোচ্চ ৯ শতাংশ। গ্রাহক খেলাপি হলে অতিরিক্ত ২ শতাংশ সুদ যুক্ত করা যাবে। অর্থাৎ গ্রাহক খেলাপি ক্ষেত্রে লোনের সুদের হার বেড়ে দাড়াবে ১১ শতাংশ। তবে আপনি লোন নেওয়ার পূর্বে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট চেক করে নিবেন। 

ব্যাংক লোন নিতে কি কি কাগজপত্র লাগবে?

১। আবেদনপত্র ফরম পূরণ এবং স্বাক্ষর 

২। পাসপোর্ট সাইজ ছবি 

৩। জাতীয় পরিচয়পত্র ফটোকপি 

৪। সরকারি যেকোনো বিলের কপি

৫। ইনকাম ট্যাক্স রিটার্ন কপি

৬। চেকবুক পেইজ

৭। ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট (যদি থাকে)

৮। ব্যাংক স্টেটমেন্ট 

উপরোক্ত উল্লেখিত কাগজপত্র গুলো লাগতে পারে ব্যাংক লোন নিতে হলে। এসব কাগজপত্র নিয়ে আপনারা ব্যাংকে যাবেন। 

বাংলাদেশের কিছু ব্যাংক সমূহ হলোঃ

১। সোনালী ব্যাংক লিমিটেড 

২। অগ্রণি ব্যাংক লিমিটেড 

৩। রুপালি ব্যাংক লিমিটেড 

৪। জনতা ব্যাংক লিমিটেড 

৫। পূর্বালি ব্যাংক লিমিটেড 

৬। সিটি ব্যাংক লিমিটেড 

৭। ইস্টার্ন ব্যাংক লিমিটেড 

৮। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড 

৯। প্রাইম ব্যাংক লিমিটেড 

১০। বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড 

১১। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড 

১২। ওয়ান ব্যাংক লিমিটেড 

১৩। ট্রাস্ট ব্যাংক লিমিটেড 

১৪। ন্যাশনাল ব্যাংক লিমিটেড 

১৫। ব্যাংক এশিয়া লিমিটেড 

১৬। ব্রাক ব্যাংক লিমিটেড 

১৭। এনআরবি ব্যাংক লিমিটেড 

১৮। ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড 

১৯। আল আরাফাহ ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড 

২০। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড 

২১। বাংলাদেশ কৃষি ব্যাংক লিমিটেড 

২২। প্রবাসী কল্যান ব্যাংক লিমিটেড 

২৩। গ্রামীণ ব্যাংক

সুদ দেওয়া, নেওয়া এবং এই সম্পর্কিত সকল বিষয়ে ধর্মীয় আইন দেখে নিবেন। আপনার সুদ সম্পর্কিত পাপের জন্য আমরা দায়ী থাকব না। পরিশেষে সবাই ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম। আমাদের অন্যান্য আর্টিকেল গুলো পড়ে আসার দাওয়াত রইলো।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

খুটিনাটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url