গতিক কোয়ার্টার, বার্সেলোনা,স্পেন
-Aiubur Rahman
বার্সেলোনার “গতিক কোয়ার্টার”।
গতিক শিল্পির শ্রেষ্ঠ নিদর্শন বার্সেলোনার এই গতিক কোয়ার্টার।
গতিক শিল্প সম্পর্কে একটু বলে রাখি,
ইউরোপে শিল্প ইতিহাসে ত্রয়োদশ শতাব্দির প্রায় মধ্যভাগ থেকে পঞ্চদশ শতাব্দি পর্যন্ত সময়কালকে গথিক শিল্পের কাল বলা হয়ে থাকে।রোমানেস্ক শৈলী থেকে স্বাভাবিক নিয়মে গথিক শিল্পের বিকাশ ঘটে ছিল। ত্রয়োদশ শতাব্দির মধ্যে সমগ্র ইউরোপ খ্রিষ্টীয় জগতের অন্তর্ভুক্ত হয়। রাজনৈতিক অনিশ্চয়তার অবসান ঘটায় সামাজিক নিরাপত্তা ফিরে আসে।ফলে শিল্পী ও কলাকুশলীদের নতুন নতুনদের পরীক্ষা নিরীক্ষার সুযোগ মিলে।ফলে মিলে স্বীকৃতি। ঊনবিংশ শতাব্দিতে ভিক্টর উগো নামক শিল্পীর কাছ থেকে স্বীকৃতি মিলে প্রথম গথিক শিল্পের। সুক্ষাগ্র খিলানের ব্যবহার গথিক স্থাপত্যে অন্যতম প্রধান বৈশিষ্ট্য। যদিও আরবে ও পারস্যে সুক্ষাগ্র খিলানের ব্যবহার বহুকাল থেকে প্রচলিত ছিল এবং দক্ষিণ ফ্রান্সএর রোমানেস্ক সৌধের নিচে সুক্ষাগ্র খিলান করা আছে। তবে ইউরোপে তার সবচেয়ে বেশি ব্যবহার গথিক স্থাপত্যে দেখা যায়। গথিক স্থাপত্যের নিদর্শন পাওয়া যায় ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, স্পেন,ইতালির বিভিন্ন স্থাপত্য। এদের মধ্যে গির্জা, ক্যাথিড্রাল লক্ষণীয়। প্যারিসের নিকট স্যা-দেনিস,লাও ক্যাথিড্রাল,ইংল্যান্ডের সলজবেরি ক্যাথিড্রাল ক্যাথিড্রাল উল্লেখযোগ্য উদাহরণ ।
এবার আসা যাক, বার্সেলোনার গতিক কোয়ার্টার এর ভিতর কি আছে।
বার্সেলোনার গথিক কোয়ার্টারটি প্রায় ২,০০০ বছরেরও পুরনো এবং এটি শহরের সবচেয়ে বেশি আলোচিত স্থাপতযের মধ্যে অন্যতম এবং মনোমুগ্ধকর ইতিহাসে পূর্ণ।এই গতিক কোয়াটারকে ছোট খাটে একটি শহর বলা যার, যার অধিকাংশ স্থাপত্য মধ্যযুগে নির্মাণ করা হয়। এর ভিতর উল্লেখযোগ্যঃ
১। এল কল বা বার্সেলোনার পুরাতন ইহুদি কোয়ার্টারঃ
এটি গথিক কোয়ার্টারের অন্যতম সুন্দর অঞ্চল। এর মাধ্যমে বার্সেলোনায় ইয়াহুদিদের বসবাসের স্পষ্ট ধারণা পাওয়া যায়। এখানে রয়েছে পুরানো ইয়াহুদি উপাসনালয়, কয়েকটি মনোরম রেস্তোঁরা, বার এবং ক্যাফে এবং একটি সুন্দর ছোট স্কোয়ার।
২। লা বোক্রিয়াঃ
লা বোক্রিয়া হলো মধ্যযুগের অন্যতম একটি বাজার, মধ্যযুগে স্পেন ছিল বিশ্বের প্রধান বানিজ্য কেন্দ্রের একটি, আর লা বোক্রিয়া ছিল সেই বানিজ্য কেন্দের প্রধান বাজার। “লা বোক্রিয়ার” মাধ্যমে মধ্যযুগের বাজার সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়।
৩। রোমান মন্দিরঃ
গতিক কোয়াটারে রয়েছে একটি রোমান মন্দির, তবে মন্দিরটি আর অক্ষত নাই, এর ধ্বংশাবশেষ রয়ে গেছে।
৪। গথিক ক্যাথেড্রালঃ
অবশ্যই, বার্সেলোনার গথিক কোয়ার্টারের অন্যতম বিখ্যাত স্মৃতিস্তম্ভ হ'ল ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতাব্দীর গোথিক ক্যাথেড্রাল। এটি তৈরি করতে প্রায় দুই শতাব্দী লেগেছিল।এছাড়াও আরো মধ্যযুগিয় অনেক স্থাপত্য এইখানে বিদ্যমান।
খুটিনাটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url