জুমের বিকল্প ৮টি সেরা ভিডিও কনফারেন্সিং অ্যাপস
পাঠক, জুমের বিকল্প ৮টি ভিডিও কনফারেন্সিং অ্যাপস সম্পর্কে বিস্তারিত জানাবো এই আর্টিকেলে। জুম একটি খুব ভালো মানের ভিডিও কনফারেন্সিং অ্যাপস হওয়া সত্ত্বেও আপনি কেনো জুমের বিকল্প খুঁজবেন?☺ আর আপানার কেনোই বা জুমের বিকল্প প্রয়োজন? চলুন আপনাকে বিষয়টা বুঝিয়ে বলি। এর আগে জেনে নেই জুমের এই রাতারাতি সাফল্যের কারণ। সম্প্রতি কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে অনলাইন ও অফলাইন উভয় ব্যবসার কাজে ভিডিও কনফারেন্সিং একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে।
জুম কর্তৃপক্ষ এই চাহিদাকে পূঁজি করে একটি সমাধান প্রদান করে এবং এর সহজে ব্যবহারযোগ্য একটি ইন্টারফেস রয়েছে। যার ফলে সবাই এটাকে খুব সহজে গ্রহন করে। জুমের সাফল্যের পিছনের আরেকটি কারণ হলো বিনামূল্যে ব্যবহার করতে দেওয়ার পরিকল্পনা। এটিতে আপনি বিনামূল্যে ১০০ জন অংশগ্রহণকারীর সাথে ৪০ মিনিট কনফারেন্স কল করতে পারবেন। এক্ষেত্রে বলা যায়, ভিডিও কনফারেন্সিং এর জন্য ব্যবহৃত অ্যাপস গুলোর মধ্যে জুম সর্বোত্তম।
আচ্ছা জুম যদি সর্বোত্তম মাধ্যম হয়ে থাকে তাহলে আমরা এর বিকল্প খুঁজবো কেনো?👀 আসুন আমরা এখন সেই প্রসঙ্গে আসি। অনেক ব্যবহারকারী এর ভিডিও গুনমান এবং বাফারিং সমস্যা সম্পর্কে অভিযোগ করেছেন। এটি একটি প্রত্যাশিত কারণ, সারা বিশ্বের কোম্পানী গুলো এটি ব্যবহার করছে এবং এর সার্ভারগুলো গুরুতর লোড রাখছে। জুমের গোপনে ফেসবুকে ভিডিও পাঠানোর সমস্যার কথাও সবাই জেনেছিলো।
জুম এমন একটি পন্যের উৎকৃষ্ট উদাহরণ যেখানে সাফল্য তার পতনে পরিনত হয়েছে। যতদিন জুম ছোট ছিলো এবং ব্যাপকভাবে এটি বিস্তৃতি লাভ করেনি, ততোদিন এর ভিতরের সমস্যাগুলো উন্মোচিত হয়নি। যখন লক্ষ লক্ষ ব্যবহারকারী পরিষেবাটি গ্রহন করল, তখন এর সমস্যাগুলো স্পষ্ট হয়ে উঠলো।আরেকটি ক্ষেত্রে, ওয়াশিংটন পোস্ট দেখেছে যে হাজার হাজার জুম ব্যবহারকারীর ব্যক্তিগত রেকর্ডিং খোলা ওয়েবে প্রকাশিত ছিলো, এমনকি কিছু ইউটিউবেও আপলোড করা হয়েছিলো।
সিটিজেন ল্যাবের গবেষকরা দেখেছেন যে, কিছু জুম কল চীন কর্তৃক রুট করা হয়েছিলো যা অনেক বড় নিরাপত্তা উদ্বেগ। অপরদিকে হ্যাকাররা জুমের কলগুলোতে প্রবেশ, অশ্লীলতা এবং জাতিগত অপবাদ সৃষ্টিতে সক্ষম হয়েছিলো। বলাই বাহুল্য, আপনার কোম্পানি বা ব্যবসার গোপনীয়তা এবং আপনার ব্যক্তিগত গোপনীয়তার স্বার্থে জুমের বিকল্প চিন্তা করা আপনার জন্য অত্যাবশ্যক। চলুন আমরা জুমের বিকল্প ৮টি ভিডিও কনফারেন্স অ্যাপসের লিস্ট আপনাকে দেখাই-
১. Microsoft Teams (মাইক্রোসফট টিমস)
আমি বলব যদি আপনি সত্যিই জুমের মতো একটি সম্পূর্ণ ওয়েব কমিউনিকেশন সলিউশন খোঁজেন তাহলে মাইক্রোসফট টিমস আপনার জন্য উপযুক্ত একটি মাধ্যম। এটিতে আপনি চ্যাট করতে, কলিগদের সাথে কল কনফারেন্স করতে, অফিস ৩৬৫ নথিগুলো এক্সেস করতে পারেন। মনে রাখবেন, মাইক্রোসফট টিম আপনাকে ২৫০ জন অংশগ্রহণকারীর একটি ওয়েব মিটিং এর অনুমতি দেয়। এটি একটি ওয়েব সেমিনারে ১০,০০০ জন টিমমেটকে পরিচালনা করতে পারে যা জুমের সমান। এছাড়াও কিছু অতিরিক্ত সুবিধা রয়েছে যেমনঃ স্ক্রিন শেয়ারিং, ওয়ান ড্রাইভ ক্লাউড স্টোরেজের ১ TB এক্সেস, অফিস ৩৬৫ এক্সেস ইত্যাদি। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
২. Skype (স্কাইপি)
আমরা জানি, ব্যবসার জন্য স্কাইপি মাইক্রোসফট টিম দ্বারা প্রতিস্থাপিত হয়েছে এবং এটি আর উন্মুক্ত নয়। আর এজন্যই আমি স্কাইপির ফ্রি ভার্সনের কথা বলছি যা ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য। এটি ছোট কোম্পানিগুলোর জন্য HD মানের ওয়েব মিটিং ও সেমিনার করার জন্য ব্যবহৃত হতে পারে। সর্বোপরি, কোন চার্জ ছাড়াই। এটি সর্বাধিক ৫০ জন অংশগ্রহনকারীকে হোস্ট করতে পারে, যা জুমের ১০০ জন ব্যবহারকারীর ফ্রি প্লানের অর্ধেক দিয়ে থাকে।
এটিতে গ্রুপ কলের কোন সীমা নেই, যেখানে জুমে ৩ জনের বেশী অংশগ্রহণকারী থাকলে ৪০ মিনিটের সীমা নির্ধারিত থাকে। তাছাড়া কল রেকর্ডিং, মোবাইল স্ক্রিন শেয়ারিং, লাইভ সাবটাইটেল সহ আরো কিছু ফিচার বিনামূল্যে দিয়ে থাকে। আপনার ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রে আমি মনে করি, স্কাইপি অন্যতম চয়েস হওয়া উচিত। এটি ফ্রি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
৩. Hangouts Meet (হ্যাংআউটস মিট)
Hangouts meet জুমের বিপরীতে গুগলের উত্তর। তবে এটি বর্তমানে শুধুমাত্র G suite ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত এবং যারা G suite for education প্রোগ্রামে নথিভুক্ত। এখন এটির বৈশিষ্ট্যে আসা যাক, এটি প্রায় জুমের মতোই কাজ করে। যেমন আপনি শুধু একটি কল তৈরি করতে পারবেন, এবং এর লিঙ্ক অংশগ্রহণকারীদের সাথে শেয়ার করতে পারবেন। এবং জুমের মতোই অংশগ্রহণকারীরা অ্যাকাউন্ট তৈরি না করেও শুধুমাত্র লিঙ্কের মাধ্যমে আপনার কনফারেন্সে জয়েন করতে পারবে।
এটি শুধুমাত্র ১০০ জন অংশগ্রহণকারীকে হোস্ট করতে পারে। তবে সম্প্রতি গুগল এর ধারণ ক্ষমতা বাড়ানোর বিষয়ে ঘোষনা দিয়েছিলো। এটি যেহেতু গুগলের অংশ সেজন্য গুগল তার অন্যান্য অ্যাপস গুলো ব্যবহারে উৎসর্গ করে থাকে। আশা করা যায় এটি জুমের শক্তিশালী প্রতিপক্ষ হয়ে উঠবে। আমার মতে আপনি এটি ব্যবহারের ফলে আপনার ভিডিও কনফারেন্স আরো দারুণ হয়ে উঠবে। ফ্রিতে অ্যাপসটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
৪. Jitsi Meet
আপনি জুমের একটি বিনামূল্যের বিকল্প খুঁজছেন তাহলে Jitsi হতে পারে আপনার সেরা বিকল্প। এটিতে কোন নির্ধারিত সীমা নেই। এটি একটি ওপেন সোর্স ভিডিও কনফারেন্সিং প্লাটফর্ম আপনি যতো খুশি গ্রুপ কল ব্যবহার করতে পারেন এবং তা একদম বিনামূল্যে। এখানে একাউন্ট করার কোন ঝামেলা নাই, মিটিং তৈরি করতে মিটিং এর নাম লিখুন এবং এন্টার চাপুন।এছাড়াও আপনি কনফারেন্সের একটি পাসওয়ার্ড সেট করতে পারেন এবং মিটিং লিঙ্ক যতজনের কাছে ইচ্ছা শেয়ার করতে পারেন।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
৫. Cisco Webex
Cisco Webex, জুম ও মাইক্রোসফট টিমসের মতো আরেকটি সম্পূর্ণ সমাধান হিসেবে বিবেচনা করতে পারেন। এটি বৈশিষ্ট্য গুলোর সাথে পরিপূর্ণ এবং বেশীর ভাগ কর্পোরেশন এবং বড় মাপের কোম্পানি গুলোকে সরবরাহ করে থাকে। আপনার যদি ছোট কোম্পানী হয়ে থাকে তাহলে এর বেসিক প্লান ব্যবহার করতে পারেন। এটি আপনাকে ১০০ জন অংশগ্রহণকারীর সাথে একটি ওয়েব মিটিং হোস্ট করার অনুমতি দেয়। অংশগ্রহণকারীদের আলাদাভাবে অ্যাকাউন্ট খোলার প্রয়োজন পরেনা।
জুমের বেসিক প্লানের মতো HD মানের ভিডিও, স্ক্রিন শেয়ারিং, পাসওয়ার্ড সেট করতে পারেন। তবে মনে রাখবেন, জুমের মতো এখানেও ৪০ মিনিটের একটি টাইম লিমিট রয়েছে। যদি আপনি এর প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে পারেন তাহলে ২০০ জন অংশগ্রহণকারীকে হোস্ট করতে পারবেন। এটি ওয়েবিনারের জন্য ইভেন্ট সেন্টার, প্রশিক্ষন সেন্টারসহ দূরদূরান্তে সহায়তার জন্য সহায়তা সেন্টারও অফার করে থাকে। এখনই ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
৬. BlueJeans
জুমের মতোই এটি ভিডিও কনফারেন্সিং, ব্যক্তিগত রুম, ইভেন্ট এবং কিছু স্মার্ট বৈশিষ্ট্য অফার করে। আপনি এটি থেকে ক্লাউড ব্যবহার করে ভিডিও ইন্টারাপ প্রযুক্তির মাধ্যমে মাইক্রোসফট টিম মিটিং এক্সেস করতে পারেন।এটি সত্যিই অবাক করার মতো, তাইনা? এর অংশগ্রহণকারী সীমা হিসেবে ২৫-১০০ জনকে আপনি হোস্ট করতে পারেন একটি ওয়েব মিটিং এ। সামগ্রিকভাবে বলতে গেলে আপনি যদি একটি স্মার্ট ম্যানেজমেন্ট চান তাহলে আপনার চয়েজ হওয়া উচিত এটি। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
৭. Zoho Meeting
জোহো অনলাইন অফিস স্যুটের জন্য বেশ জনপ্রিয়,কোম্পানির অ্যাকাউন্ট পরিচালনা,শব্দ প্রক্রিয়াকরণ এবং ওয়েব হোস্টিং এর জন্য বেশ কিছু সেরা ফিচার তৈরি করেছে। এটিই মূলত একমাত্র প্লাটফর্ম যেখানে আপনি মিটিং শিডিউল তৈরি করতে পারেন, নথি তৈরি করতে পারেন, অংশগ্রহণকারীদের আমন্ত্রণ করতে পারেন,প্রকল্প নিয়ে আলোচনা করতে পারেন এবং সবগুলোই রিয়েল টাইমে। জোহো মিটিংয়ের আরেকটি স্মার্ট বৈশিষ্ট্য হচ্ছে এটি সম্পূর্ণ ওয়েব ভিত্তিক। অ্যাপ ইনস্টল না করেও ব্রাউজারের মাধ্যমে সম্পূর্ণভাবে কল করতে পারেন। সীমা হিসেবে আপনি এখানে ১০০ জন সদস্যকে হোস্ট করতে পারেন। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
৮. Goto Meeting
Goto meeting হচ্ছে একটি প্রাচীনতম ভিডিও কনফারেন্সিং প্লাটফর্ম এবং তা বৈশিষ্ট্যে পরিপূর্ণ।কোম্পানিটি প্রাথমিকভাবে কর্পোরেট কোম্পানি গুলোকে সেবা দিয়ে থাকে, তবে আপনার যদি ছোট কোম্পানি হয়ে থাকে তাহলে তারা আপনাকে কভার করতে সক্ষম। এটির সবচেয়ে ভালো দিক হচ্ছে ২৫০ জনকে ভিডিও কনফারেন্সিং এ হোস্ট করার এবং ওয়েবিনারের জন্য ১০০০ জন অংশগ্রহণকারীকে সমর্থন করে। এছাড়াও আপনার সমস্ত অফিস নথি এক্সেস, স্ক্রিন শেয়ারিং, ক্লাউড রেকর্ডিংসহ অফিস ৩৬৫ প্লাগইন দেয়।সামগ্রিকভাবে, এটি সম্পূর্ণ ওয়েব কমিউনিকেশন সলিউশন এবং নির্ভরযোগ্য ভাবে আপনি জুমের বিকল্প হিসেবে এটি গ্রহণ করতে পারেন, এখনই ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
পাঠক, আপনার জন্য সেরা জুমের বিকল্প গুলো তুলে ধরলাম। এগুলোর মধ্যে আপনি একটা বেছে নিতে পারেন।আমরা উপরের আলোচনায় দেখতে পাচ্ছি যে, কিছু কোম্পানি সম্পূর্ণ বৈশিষ্ট্যযুক্ত ভিডিও কনফারেন্সিং টুলস অফার করে এবং কিছু সীমিত বৈশিষ্ট্য অফার করে। এসব বিবেচনা করে আপনি আপনার প্রয়োজনীয়তা এবং কোম্পানির আকারের উপর ভিত্তি করে যেকোন একটি বাছাই করতে পারেন। আমি মোটামুটিভাবে নিশ্চিত যে, আপনি আপনার চাহিদা অনুযায়ী টুলস উপরের তালিকাতে পেয়ে যাবেন। ধন্যবাদ।
খুটিনাটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url