গুগল বা ইমেল একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়

পাঠক। আপনারা অনেকেই গুগলের মেইল সেবা, জিমেইল ব্যবহার করেন। অনেকেই আবার দীর্ঘদিন ইমেইলে না ঢোকার কারনে এর পাসওয়ার্ড ভুলে যান। তখন প্রশ্ন করেন, আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কত - আমি আমার ইমেইল আইডি ভুলে গেছি। অনেকেই অ্যাকাউন্ট হ্যাকের কবলে পড়েন বা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহারের কারণে আপনার অ্যাকাউন্টটি ঝুঁকিতে পড়ে। গুগল একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে কি করব? আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কি? এই প্রশ্নগুলোর জবাব পাবেন এই পোস্টে। তো বন্ধুরা, ভুলে যাওয়া পাসওয়ার্ড খোলার নিয়ম জানতে হলে এই পোস্টটি পড়তে থাকুন মনদিয়ে।

আপনি আপনার গুগল/ জিমেইল অ্যাকাউন্টে ঢুকতে পারতিছেন না, এর অর্থ হল আপনি পাসওয়ার্ডটি ভুলে গেছেন বা আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে। এখন ইমেইল/জিমেইল অ্যাকাউন্টটি উদ্ধার/ফেরত পাবেন কিভাবে সেটাই হল প্রশ্ন।জিজ্ঞাসাঃ আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কত? তো সঠিক পরামর্শটা হল, আগে থেকেই অ্যাকাউন্টকে প্রস্তুত করে রাখা। অন্তত রিকভারী ফোন নাম্বার, 2fa যুক্ত করে রাখা। খুবই সহজ। চিন্তার কিছু নেই। এই পোস্টেই জানতে পারবেন সবকিছু। আর; নাম/পাসওয়ার্ড, নতুন অ্যাকাউন্ট খোলা বিষয়ক পরামর্শ পেতে আমাদেরঃ 'গুগল একাউন্ট খোলার নিয়ম - ইমেইল আইডি খোলার নিয়ম' পোস্টটি দেখুন। উপরে সার্চ আইকনে ক্লিম করে সার্চ করলেই এটি পেয়ে যাবেন। এখন, ভুলে যাওয়া পাসওয়ার্ড খোলার নিয়ম জানতে, যাস্ট এই ধাপগুলো অনুসরণ করুন।

পেজ সূচীপত্রঃ আমার গুগল পাসওয়ার্ড কত - আমি আমার ইমেইল আইডি ভুলে গেছিঃ

১. নিয়মিত ব্যাকআপ রাখুন | আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কত | আমি আমার ইমেইল আইডি ভুলে গেছি

প্রতি ১-২ মাস/ কিছুদিন পরপর আপনার gmail অ্যাপের ব্যাকআপ রাখবেন। আপনার ইমেইলগুলো তখন একটা MBOX ফরম্যাটের ফাইল হিসেবে ডাউনলোড হবে। আমি আমার ইমেইল আইডি ভুলে গেছি। একান্তই যদি আপনার মূল একাউন্টটি হারিয়ে যায় তাহলেও আপনার দরকারী ইমেইগুলো রক্ষা পেল।জানুন আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কত । পরবর্তীতে এই ব্যাকআপ ফাইলটিকে আপনার অন্য জিমেইল অ্যাকাউন্টে আপলোড করলেই সবগুলো ইমেইল ফেরত পাবেন। গুগল একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে কি করব এর জবাব। এই ব্যাকআপ গুগল ড্রাইভেও রাখা যায়।

২. পূর্বের পাসওয়ার্ডের রেকর্ড রাখুন | আমি আমার ইমেইল আইডি ভুলে গেছি | আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কি

পাসওয়ার্ড ভুলে গেলে, গুগল আপনাকে যেসব প্রশ্নের মাধ্যমে শনাক্ত করে তার একটি হল 'পূর্বের পাসওয়ার্ড'। আমি আমার ইমেইল আইডি ভুলে গেছি এর জবাব । এজন্যই, খোলার পর যদি কখনো চেঞ্জ করে থাকেন, তাহলেও পূর্বের পাসওয়ার্ডটি মনে রাখা উচিৎ। অবশ্যই এটা প্রায় কারই মনে থাকে না। জবাবঃ আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কত । আবার কোথাও লিখে রাখাটাও বুদ্ধিমানের কাজ নয়। তাই আপনার উচিৎ, ভাল একটা পাসওয়ার্ড ম্যানেজার (যেমনঃ লস্টপাস, ভল্ট) ব্যবহার করা। আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কি প্রশ্নটির জবাব? এ'প্রশ্নের জবাব পেতে পোস্টটি পড়তে থাকুন। পাসওয়ার্ড ম্যানেজারের মাধ্যমে অতীতে ব্যবহার করা সমস্ত পাসওয়ার্ড স্টোর করে রাখা সম্ভব। ক্রোম ও বর্তমানের সব ব্রাউ জারেই এটা ডিফল্টভাবে দেয়া থাকে। অ্যাকাউন্ট খোলা/ লগ ইনের সময় এটাই আপনাকে জিজ্ঞেস করবে যে, পাসওয়ার্ড সেভ রাখবেন কি না। এটা বেশ কাজের। একবার সেভ থাকলে, পরবর্তীতে লগ ইনের সময় এটা সাহায্য করে। আমি আমার ইমেইল আইডি ভুলে গেছি প্রশ্নটি করতে করতে ক্লান্ত? আর, চিন্তা নেই। কোনও কারণে কোনও অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে তা পাসওয়ার্ড ম্যানেজার থেকে জেনে নিয়ে লগ ইন করা সম্ভব। আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কত আর কাউকে জিজ্ঞেস করতে হবেনা। এইক্ষেত্রে, আপনার কম্পিউটার যেন অন্যকেউ ব্যবহার করতে না পারে তা অবশ্যই নিশ্চিত করবেন। ব্যবহার করতে দিলে, আপনি ঝুঁকিতে থাকবেন।

কখনই কোন 'পাসওয়ার্ড' কে নোটপ্যাড টেক্সট অ্যাপে বা ডায়েরিতে লিখে না রাখার পরামর্শ দিচ্ছি। অর্থাৎ একাউন্ট ফিরে পেতে চাইলে, পূর্বে কি পাসওয়ার্ড দিয়েছিলেন তা মনে রাখা জরুরী। জেনে নিন ভুলে যাওয়া পাসওয়ার্ড খোলার নিয়ম । কিছুদিন পরপর জিমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করাটা একটা ভাল অভ্যাস। আর তখন, প্রতিটাই আলাদা নাম দিয়ে লেবেল করে (যেমনঃ 'গুগলের পুরাতন পাসওয়ার্ড', ফেসবুকের পুরাতন পাসওয়ার্ড') পাসওয়ার্ড ম্যানেজারে (লস্টপাস, ভল্ট) সংরক্ষন করা উচিৎ।

৩. রিকভারী ইনফো দেওয়া হয়েছে কি না দেখে নিন | গুগল একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে কি করব | ভুলে যাওয়া পাসওয়ার্ড খোলার নিয়ম

গুগল যেন আপনাকে পরবর্তীতে শনাক্ত করতে পারে, সেজন্য আগে থেকেই রিকভারী তথ্য দিয়ে রাখুন। এজন্য প্রথমে আপনার গুগল অ্যাকাউন্ট পাতায় (https://myaccount.google.com) যান। এরপর 'Security' তে চাপ দিন। নিচের দিকে “Ways we can verify it’s you" তে দেখতে পাবেন, রিকভারী ইমেইল ও ফোন নাম্বার যুক্ত করার অপশন।
আমি আমার ইমেইল আইডি ভুলে গেছি। আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কত প্রশ্নদুটির জবাব। - গুগল একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন জেনে নিন। -  আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কি প্রশ্নের জবাব। -  ভুলে যাওয়া পাসওয়ার্ড খোলার নিয়ম জানুন

৩.১ রিকভারী ইমেইল যুক্ত করুন | আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কত | আমি আমার ইমেইল আইডি ভুলে গেছি

“Recovery email” এ চাপ দিন। এখানে এমন একটি ইমেইল/জিমেইল ঠিকানা যুক্ত করতে হবে যেটি আপনি হয়তোবা পূর্বেই তৈরী করেছিলেন। অথবা, কোন আত্নীয়/ বন্ধুর ইমেইল ঠিকানা এখানে বসিয়ে দিন। এরপর 'Verify' এ চাপ দিন। গুগল থেকে সেই ইমেইলে ৬ সংখ্যার একটি ভেরীফিকেশন কোড চলে গেছে। আর কাউকে জিজ্ঞেস করতে হবে না, আমি আমার ইমেইল আইডি ভুলে গেছি । এরপর সেই ইমেইলে ঢুকে কোডটি কপি করে এখানে এসে পেস্ট করুন। (২৪ ঘন্টা শেষ হওয়ার আগেই সেই কোডটি এখানে পেস্ট করতে হবে)। জেনে ফেলুন আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কত । ঠিকঠাকমত এখানে কোডটি দিতে পারলে আপনাকে দেখাবে যে, রিকভারী ইমেইলটি ভেরীফাই করা হয়ে গেছে।

৩.২ রিকভারী ফোন নাম্বার যুক্ত করুন | আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কত | আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কি

“Add Recovery Phone” এ চাপ দিন। আপনার ফোন নাম্বারটি বসিয়ে 'Verify' এ চাপ দিন। সাথে সাথে গুগল থেকে ঐ ফোন নাম্বারে একটি ভেরীফিকেশন কোড চলে আসবে। গুগল একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে কি করব এর সঠিক জবাব। বাক্সে সেই কোডটি বসিয়ে দিন। মোবাইল নাম্বারটি ভেরিফাই হয়ে গেছে দেখাবে।
https://myaccount.google.com এর 'Security' অংশ থেকে 2fa চালু করার পর নিচে 'Backup codes' অংশটি দেখতে পাবেন। গোপনীয় প্রশ্নঃ আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কত । এখানে 'show codes' এ আপনাকে ১০ টি, ৬ সংখ্যার কোড দেখাবে। আপনার যদি মনে হয়/পরিস্থিতি হয় যে, দরকারের সময় হয়তো মোবাইল ফোনটি (সেই নাম্বারটি) কাছে থাকবে না। সেক্ষেত্রে এই কোডগুলো কম্পিউটারে টেক্সট ফাইল আকারে গোপনে/বেনামে রেখে দিতে পারেন।আবিশ্বস্ত কাউকে জিজ্ঞেস করবেন না, আমি আমার ইমেইল আইডি ভুলে গেছি । ১০ টি কোডের প্রতিটি দিয়েই মোবাইল ছাড়াই একাউন্টে লগ ইন করা যায়/করতে পারবেন। এগুলো একাউন্ট রিকভারীর কাজেও লাগে। আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কি তা স্বরণ করবেন যেভাবে। কখনো যদি পাসওয়ার্ড হারিয়ে ফেলেন, তখন ফেরত পাওয়ার ক্ষেত্রে গুগল কিন্তু এই প্রশ্নটি করে (Enter one of your 8-digit backup codes)।

৪.একাউন্ট খোলার তারিখটি মনে রাখবেন | আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কত | আমি আমার ইমেইল আইডি ভুলে গেছি

আগের সব পদ্ধতিতে আপনাকে সনাক্ত করতে ব্যার্থ হলে, গুগল জানতে চাইবে, আপনি ঠিক কত তারিখে একাউন্টটি খুলেছিলেন। সমধান নিনঃ আমি আমার ইমেইল আইডি ভুলে গেছি । এই তারিখটাও মনে রাখা উচিৎ বা কোন গোপনীয়/লক করা টেক্সট ফাইলে লিখে রাখা উচিৎ। আর নয় জিজ্ঞাসা, আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কত । ভুলে গিয়ে থাকলে, এখনই জিমেইলে গিয়ে দেখে নিন আপনার কাছে আসা প্রথম মেইলটি কত তারিখের। সেটাই একাউন্ট খোলার তারিখ। সিম্পল।

পাসওয়ার্ড ফেরত (রিকভারী) পাবেন যেভাবে | গুগল একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে | ভুলে যাওয়া পাসওয়ার্ড খোলার নিয়ম

ধরে নিচ্ছি আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন বা কেবলই বুঝতে পারলেন যে, আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। ৩ ভাবে গুগল একাউন্টের পাসওয়ার্ড রিসেট/পুনরুদ্ধার করে নিতে পারবেন। এগুলো হলঃ 
  • ই-মেইল ঠিকানার মাধ্যমে রিকভারি 
  • ফোন নাম্বারের মাধ্যমে রিকভারি
  • গুগল রিভিউ টিম এর মাধ্যমে রিকভারী (যখন আপনার কাছে ই-মেইল, ফোন নাম্বার একটিও নেই)

ই-মেইল ঠিকানা, ফোন নাম্বারের মাধ্যমে ফেরত পেতে চাইলে অবশ্যই আগে থেকেই এ দুটো একাউন্টে যুক্ত করে রাখতে হয়। বর্তমানে (৯ নভেম্বর ২০২১) অ্যাকাউন্ট খোলার সময়ে ফোন নাম্বার যুক্ত করা বাধ্যতামূলক। এটা আপনার জন্য ভাল সংবাদ, যদি ৯ নভেম্বরের পর একাউন্ট খুলে থাকেন। আমি আমার ইমেইল আইডি ভুলে গেছি, কি করবেন জেনে নিন। সাথে এটাও নজর রাখবেন, রিকভারিতে যেই ই মেইল ঠিকানাটা দিয়েছেন সেটিতে এখনও আপনার অ্যাক্সেস রয়েছে। আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কত প্রশ্নটির জবাব। অনেকেই এখানে এমন একটা ই মেইল দিয়ে দেয়, যেটা অব্যবহৃত। এদিকে দরকারের সময় অ্যাক্সেস করতে পারে না। ফোন নাম্বারটির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এই দুই বিষয়ে সাবধান থাকবেন। ভুলে যাওয়া পাসওয়ার্ড খোলার নিয়ম জানুন, বুঝুন । ফোন নাম্বারের মাধ্যমে ফেরত পেতে চাইলে, রিকভারীর সেই নাম্বারসহ ফোনটি হাতের কাছে রাখবেন। বহুল জিজ্ঞাসিত প্রশ্ন, আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কত । কারন এটিতে কোডসহ ম্যাসেজ বা ফোন আসবে। আমি আমার ইমেইল আইডি ভুলে গেছি, আর কখনো করতে হবেনা জিজ্ঞাসা। আর ইমেইলের মাধ্যমে ফেরত পেতে চাইলে, রিকভারীর সেই মেইলটিতে লগ ইন করে নেবেন। আমি আমার ইমেইল আইডি ভুলে গেছি, সাহায্য করুন। কারন এইক্ষেত্রে কোডটি আসবে ইমেইলের মাধ্যমে।

১. ই মেইল ঠিকানা ও ফোন নাম্বারের মাধ্যমে রিকভার

. প্রথমেই চলে যান গুগলের পাতায়। (https://accounts.google.com/signin/recovery )। যেই ডিভাইস, ব্রাউজার ও স্থান থেকে সর্বদা লগইন করে থাকেন, অ্যাকাউন্ট ব্যবহার করেন (প্রধানত); সেগুলো/সেস্থান থেকেই গোটা রিকভারী প্রসেসটা সম্পন্ন করবেন। আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কত, এই নিন সাহায্য। লক্ষ্য রাখবেন, আপনার ভিপিএন যেন এসময় চালু না থাকে।

আমি আমার ইমেইল আইডি ভুলে গেছি। আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কত প্রশ্নদুটির জবাব। - গুগল একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন জেনে নিন। -  আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কি প্রশ্নের জবাব। -  ভুলে যাওয়া পাসওয়ার্ড খোলার নিয়ম জানুন

. আপনার যেই গুগল/জিমেইল একাউন্ট টির পাসওয়ার্ড ভুলে গেছেন তার ই-মেইল এড্রেসটি এখানে বসিয়ে দিন। তারপর, 'Next' / ‘Forgot password?’ বাটনটিতে ক্লিক করুন।

. যদি আপনার বর্তমানে ব্যবহৃত পাসওয়ার্ডটি মনে না থাকে, তবে সর্বশেষ যে পাসওয়ার্ডটি আপনার মনে আছে সেটি বসিয়ে দিন। আর যদি আপনার সর্বশেষ পাসওয়ার্ডটি'ও মনে না থাকে অর্থাৎ কোন পাসওয়ার্ডই মনে নেই, সেক্ষেত্রে ‘Try another way’ /'অন্যভাবে চেষ্টা করুন'(নীল লিংক) তে ক্লিক করুন।

আমি আমার ইমেইল আইডি ভুলে গেছি। আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কত প্রশ্নদুটির জবাব। - গুগল একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন জেনে নিন। -  আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কি প্রশ্নের জবাব। -  ভুলে যাওয়া পাসওয়ার্ড খোলার নিয়ম জানুন

. আপনার গুগল/ জিমেইল একাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটি যুক্ত করেছিলেন (একাউন্ট খোলার সময় বা পরবর্তীতে যেই রিকভারি নাম্বার যুক্ত করেছিলেন), সেখানে একটি ভেরিফিকেশন কোড (৬ সংখ্যার একটি কোডসহ ম্যাসেজ) চলে গিয়েছে।

. যদি সেই ফোন নাম্বারটি আপনার হাতের কাছে না থাকে, তাহলে বিকল্প উপায় হিসেবে গুগল আপনার বিকল্প ইমেইলে ভেরিফিকেশন কোড পাঠাবে। গুগল একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে কি করব তা এবার জেনে গেলেন। আর যদি, এখন আপনার কাছে সেই বিকল্প ইমেইলটিতেও অ্যাক্সেস না থাকে, সেক্ষেত্রে ‘Try another way’ /'অন্যভাবে চেষ্টা করুন' (নীল লিংক) তে ক্লিক করুন।

এখানে বিকল্প ইমেইল বলতে বোঝাচ্ছে আপনি যখন গুগল/জিমেইল অ্যাকাউন্টটি খুলেছিলেন, তখন তার সাথে নিয়মানুসারে একটি মোবাইল নাম্বার ও একটি বিকল্প ই-মেইল নাম্বার দিতে হয়। যা হয়তোবা আপনি অবশ্যই দিয়েছিলেন। সম্পূর্ন জবাব, আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কি । অ্যাকাউন্ট হারিয়ে গেলেও, এই দুটোতে আপনার অ্যাক্সেস থাকা জরুরী; যদি অ্যাকাউন্ট ফেরত পেতে চান।

২. গুগল রিভিউ টিমের মাধ্যমে রিকভারি

আমি আমার ইমেইল আইডি ভুলে গেছি। আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কত প্রশ্নদুটির জবাব। - গুগল একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন জেনে নিন। -  আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কি প্রশ্নের জবাব। -  ভুলে যাওয়া পাসওয়ার্ড খোলার নিয়ম জানুন

. ‘Try another way’ /'অন্যভাবে চেষ্টা করুন' ('I don’t have my phone'/ নীল লিংক) তে ক্লিক করলে, গুগল আপনার কাছে অন্য আরেকটি ইমেইল আইডি (যেকোন, যেকারো ই-মেইল ঠিকানা হলেই চলবে) চাইবে, যেখানে গুগল আপনাকে ইমেইল পাঠাতে পারবে। বন্ধু-আত্নীয় কারও সাথে আলোচনা করে নিয়ে তার ই-মেইলটি এখানে দিতে পারেন (অবশ্যই অ্যাক্সেস থাকতে হবে)। ভুলে যাওয়া পাসওয়ার্ড খোলার নিয়ম জানুন,দেখুন। এখনে আপনি যেই ইমেইল দিবেন, সেই ইমেইল এর ইনবক্সে একটি কোড গিয়েছে। সেটি এখানে বসিয়ে কমপ্লিট করবেন।

. নতুন যেই ইমেইলটি দিয়েছেন, রিভিউ করার পর সেটিতেই তারা নির্দেশাবলী পাঠাবে। আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কি, জানতে এসব নিয়মাবলী অনুসরণ করুন। নির্দেশনা মেনে তাদেরকে ঠিকঠাক তথ্য দিতে পারলেই আপনি আপনার অ্যাকাউন্টটি ফেরত পাবেন। মনে রাখবেন, এই ধাপটি হচ্ছে একাউন্ট ফেরত পাওয়ার আবেদন। এই আবেদনটি Google team রিভিউ করবে। এতে কয়েকদিন সময় লাগতে পারে। আপনাকে অপেক্ষা করতে হবে। আমি আমার ইমেইল আইডি ভুলে গেছি, এখন কি করব? তারা আসলে রিভিউয়ের মাধ্যমে নিশ্চিত করবে যে আপনিই আসল মালিক কি'না? তথ্য ঠিকঠাকমত দিতে পারলে আপনার একাউন্টটি ফেরত পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।বুঝে নিন, আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কত। এভাবেই আপনি গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড, রিকভারী নাম্বার, পাসওয়ার্ড ভুলে গেলেও শেষ পর্যন্ত অ্যাকাউন্টটি ফেরত পাবেন।

উপরোক্ত কোন পদ্ধতিই যদি আপনার ক্ষেত্রে কাজ না করে, তাহলে এই পাতায় গিয়ে আপনার সমস্যাটি সিলেক্ট করুন। আমি আমার ইমেইল আইডি ভুলে গেছি এ জিজ্ঞাসার জবাব আশাকরি এখন পেয়ে গেছেন। হয়তোবা ফেরত পাওয়ার উপযুক্ত অপশন আপনাকে দেয়া হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

খুটিনাটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url