রেনেসাঁর সময় ইউরোপের বিজ্ঞানীরা বিশ্বাস করতো যে মানবদেহের সবচেয়ে আশ্চর্যজনক এবং সব থেকে পবিত্র সৃষ্টি। আর এখন দিনে দিনে এটা প্রমাণ হচ্ছে যে তারা ঠিক বলেছিলেন।
আপনি খেয়াল করলে দেখতে পারবেন সেটা, যেমন আপনার পায়ের কনুই আঙ্গুল কেন তার নিয়ন্ত্রণ হারায়? হাঁচির মাধ্যমে কিভাবে আপনি শান্তি অনুভব করেন? অথবা আপনার চোখ দুটো আপনার নাকের পাশে রয়েছে, কিন্তু তারা কি দেখতে পাই? সাধারনত এসব বিষয়ে আপনি লক্ষ্য করেন না।
পোস্ট সূচিপত্রঃ
যাইহোক আপনি এসব বিষয় জানতে ইচ্ছুক? তা হলে অপেক্ষা কিসের? চলুন জেনে নেই মানবদেহের দারুন আশ্চর্য ২৪টি গুন।
১ আপনার শরীরের শক্তিশালী পেশী
আপনার কি বিশ্বাস হবে, জিহ্বা আপনার শরীরের অন্যান্য পেশী থেকে শক্তিশালী পেশী? অন্যদিকে আপনার চোয়াল, যেটি দাঁত স্বাভাবিকভাবে একবার চাপ দিতে ৫৫ পাউন্ড (২৫ কেজি) শক্তি প্রয়োগ করে। আর যদি শক্ত কিছু চিবানোর উদ্দেশ্যে চাপ দেয় তখন ২০০ পাউন্ড (৯০.৭ কেজি) শক্তি প্রয়োগ করে। আর সর্বোচ্চ ওজন উত্তোলণের রেকর্ড টি হলো 975 পাউন্ড 400 কেজি। মানবদেহের ২৪ টি দারুন আশ্চর্যের মধ্যে এটি একটি।
২ আপনার চোখ শ্রেষ্ঠ ভিডিও এডিটর
আপনার চোখ সারাদিন অনেক কিছু প্রত্যক্ষ করে থাকে। আজ সারা দিন কোনো না কোনো বস্তুর ওপর চোখ বুলিয়ে থাকে। আর আপনার আশেপাশের সব কিছু চিত্রিত করে। কিন্তু আপনি সেই সব কিছুর ব্যাপারে জানেন ও না।
কারণ আপনার ব্রেইন একটি নির্দিষ্ট বিষয়বস্তুর উপর ফোকাস করে থাকে। আর সে বস্তুকে নিয়ে তার সম্পাদনার কাজ চলতে থাকে। মানবদেহের ২৪ টি দারুন আশ্চর্যের ভিতর এটি একটি।
৩ সারাবিশ্ব আপনার মুখের মধ্যে
সারা বিশ্বের মোট জনসংখ্যার সমান ব্যাকটেরিয়া আপনার মুখের মধ্যে বাস করে। কি, কেমন অদ্ভুত মনে হচ্ছে? ঘাবরাবেন না এটা স্বাভাবিক। মানবদেহের ২৪ টি দারুন আশ্চর্যের ভিতর এটি একটি।
৪ আপনার মস্তিষ্ক আপনার শরীরের অর্ধেক
আপনার ব্রেইন আপনার সমস্ত ওজনের 2 শতাংশ। কিন্তু এটাকে আমাদের শরীরের নিয়ন্ত্রক বলতে পারি। তাই শরীরের মোট এনার্জির 20% এনার্জি এর প্রয়োজন। যখন আপনি ঘুমিয়ে থাকেন তখন ও ব্রেইন সক্রিয় থাকে। মনে হয় যেন আপনি স্বপ্নের দেশে ঘুরে বেড়াচ্ছেন। মানবদেহের ২৪ দারুন আশ্চর্যের ভেতর এটি একটি।
৫ একাধিক কারণে আপনি অনন্য
আপনার হাতের আংগুল বা জিহ্বা আপনি আরেকজনের সাথে মিলাতে পারবে না। একইভাবে সারাবিশ্ব খুজলেও একই রকম দুইটি ব্রেন দেখবেন না আমাদের পরিবেশের উপর নির্ভর করে । মানবদেহের ২৪টি দারুন আশ্চর্যের মধ্যে এটি একটি।
৬ ডি এন এ
যদি আপনি আপনার দেহের সমস্ত কোষ থেকে ডি এন এ অনু প্রসারিত করেন। লাইনটি সৌরজগতের ব্যাসের দ্বিগুণ দীর্ঘ হবে। প্রতিটি ডিএনএ অণু সাড়ে ছয় ফুট লম্বা হবে, এবং এটি একপ্রকার আশ্চর্য বলতে পারেন। মানবদেহের ২৪টি দারুন আশ্চর্যের মধ্যে এটি একটি।
৭ প্রতিনিয়ত আমাদের চামড়া বদলাচ্ছে
মানুষ ও তার চামড়া পরিবর্তন করে। অবাক হবার কিছু নাই, আপনার এমন মনে হবার দরকার নেই যে আমরা ওকে সাপের মত খরচ পরিবর্তন করি কি না।
আমাদের বেলায় তেমন নয়। আপনি এটা ইয়াবাক হতে পারেন যে, আপনার ঘরের প্রতিদিনের ময়লার প্রায় ৮০% হলো আমাদের শরীরের থেকে ঝরে যাওয়া অপ্রয়োজনীয় কোষ। মানবদেহের ২৪ টি দারুন আশ্চর্যের মধ্যে এটি একটি।
৮ আপনার ব্রেন আপনাকে নিয়ে ভাবে
আপনি রোলার কোস্টার রাইড বা VR খেলার পরে, আপনার মাথা ঘুরতে থাকবে। আপনি এক ধরনের অসুস্থতা বোধ করবেন, মনে হবে যেন আপনার বদহজম হয়েছে বা এই ধরনের কিছু আপনার পেটে গেছে। মূলত আপনার মস্তিষ্ক আপনার পেটে এক ধরনের সিগন্যাল প্রেরণ করতে থাকে যাতে আপনার বদহজমের মত মনে হতে পারে। মানবদেহের ২৪ টি দারুন আশ্চর্যের মধ্যে এটি একটি।
৯ বাচ্চাদের হাড়
বাচ্চা বয়সে অর্থাৎ দশ বছর বয়স হবার আগ অবধি তাদের হাতের হাড় এবং মুষ্টি একই হাড় এ গঠিত হয়ে থাকে। বাচ্চাদের কেবল পা দিয়ে হামাগুড়ি দেয় না বরং তারা হামাগুড়ির ক্ষেত্রে তাদের হাত ব্যবহার করে থাকে। আর তখন যদি তাদের হাত পুরোপুরি আলাদা হয়ে গঠিত হয় তখন কিছুটা বিপদজনক হতে পারে। মানবদেহের ২৪ টি দারুন আশ্চর্যের মধ্যে এটি একটি।
১০ ঘামের গন্ধ নেই
আমাদের শরীর ঘামেরদুর্গন্ধ হয়ে গেলে আমরা গোসল করতে বাথরুমে যাই, আসলে এটা ঘামের কারণ নয়। আসল কারণ হচ্ছে মাইক্রো স্কোপিক ব্যাকটেরিয়া সাথে একসাথে হয়ে ক্রিয়া করে। তাদের দোষ দিবেন না। কিছু কিছু ব্যাকটেরিয়া আমাদের শরীরের জন্য ভালো। তারা অন্যান্য ব্যাকটেরিয়াকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। এরা আমাদের ব্রণের হাত থেকে কিছুটা রক্ষা করে।
১১ কনুই আঙ্গুলে কার্যকারিতা
যখন থেকে মানবজাতি বুট পরিধান করতে শিখেছে তখন থেকে ছোট পদাঙ্গুলি তার কার্যকারিতা হারিয়েছে। এ আঙ্গুলটি আমাদের শরীরের ভার সমান ভাবে বন্টন এর জন্য ব্যবহার হয়। পৃথিবীর আর এখন সে আঙ্গুলটি কেবল ফার্নিচার এর সাথে আঘাত খাওয়া ছাড়া আর কোন কাজ নেই।
১২ চুল এবং নখ দ্রুত বাড়ে
মানুষের নখ এবং চুল সবচেয়ে দ্রুত বাড়ে। যদিও সেগুলো রক্ত থেকে বেশি পুষ্টি পেয়ে থাকে। এছাড়াও আমাদের শরীর প্রতিসম নয়, এর একদিকে রক্তপ্রবাহ বেশি অন্যদিকে কম। নাক এবং চলছে বেশি অংশের সদস্য।
১৩ নিয়ন্ত্রণযোগ্য শব্দ
আপনি যখন কোনো উৎসবের মধ্যে পড়ে যান, তখন আপনার ব্রেইন এ উচ্চমাত্রার শব্দকে মোটামুটি সহনীয় পর্যায়ে নিয়ে যায়। আর এক্ষেত্রে আমাদের ব্রেন স্বয়ংক্রিয় ভাবে কাজ করে থাকে। নিজে চেষ্টা করে দেখতে পারেন, তবে অকারণে চিৎকার দিবেন না আবার।
১৪ মানুষ এখনও বন্য শিকারী
মানুষ এখনও আংশিক বন্য শিকারির এর মতোই রয়ে গেছে। এর কারণে আপনার জন্মসূত্রে পাওয়া দাত নয় আরও কারণ আছে। আমাদের মস্তিষ্ক ও সেই বুনো দের মতো কাজ করে। যেমন আপনি যখন ক্ষুধার্ত আপনার সকল ইন্দ্রিয় তখন পশুর মত আচরণ শুরু করে দেয় আপনার উপর আর আপনার নিয়ন্ত্রণ থাকেনা।আর যখন আমরা আমাদের সকল প্রয়োজন মিটিয়ে ফেলি, অর্থাৎ খাবার খেয়ে ফেলি। আমাদের শরীর থেকে সুখের হরমোন নির্গত হয়, একেএস সেরোটোনিন বলা হয়ে থাকে। আর এটা আপনার অভ্যন্তর থেকে বন্য শিকারী কে মুক্ত করে দেয়। মানবদেহের 24 টি দারুন আশ্চর্য গুলোর মধ্যে এটি একটি।
১৫ হাঁচি আপনাকে সুখী করে
পরিমাণে খাবার খাওয়া ছাড়া আরও একটি উপায় এ আপনি সেরোটোনিন নির্গত করতে পারেন। সেটি হল হাঁচি দেওয়া। আপনার প্রতিটা হাঁচিতে এন্ডোরপিন নির্গত হয়।
আর এ জন্য আপনি প্রতিটা হাচির পর এক ধরনের শান্তি অনুভব করে থাকেন। মানবদেহের ২৪ টি দারুন আশ্চর্যের মধ্যে এটি একটি।
১৬ আপনাকে আপনার মস্তিষ্ক শুধরে দেয়
আপনার স্বপ্ন সব সময় সঠিক হয় না। আমাদের ব্রেনের মধ্যে নিউরন আছে যা আমাদের বিভিন্ন সময়ে করা ভুলগুলোকে শুধরে দেয় আর এজন্যই আপনি কখনো জেনে শুনে ভুল কাজ করেন না বা উদ্ভট কোন পরিস্থিতির মুখোমুখি হন না। মানবদেহের ২৪ টি দারুন আশ্চর্যের মধ্যে এটি একটি।
১৭ শক্তিশালী ফিল্টারিং
একদিনে আপনার কিডনি প্রায় ১৫০ কোয়ার্ট রক্ত ফিল্টার করে। আর এভাবে দিনে কয়েকবার আমাদের রক্ত ফিল্টার বা পরিশোধন করতে থাকে। পরিশোধিত বৈর্জ বা নাইট্রোজেন মূত্রের সাহায্যে আমাদের দেহ থেকে নির্গত করে দেয়। মানবদেহের ২৪ টি দারুন আশ্চর্যের মধ্যে একটি।
১৮ হাই এক ধরনের সংক্রামক
হাই এক ধরনের সংক্রামক। কারণ একজন মানুষকে হাই তুলতে দেখার পরবর্তী পাঁচ মিনিটের মধ্যে তার ও হাই আসে। যখন মানুষ একঘেয়ামি জনিত বিরক্তিতে ভোগে অথবা ক্লান্ত হয়ে পড়ে তখন শ্বাস-প্রশ্বাসের গতি শ্লথ হয়ে আসে। ফলে ফুসফুসে অক্সিজেনের পরিমাণ কমে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। এই সংকেত মাথায় পৌঁছানোর ফলে হাই ওঠার মধ্যে বেশি অক্সিজেন গ্রহণ করে শরীরে অক্সিজেনের ঘাটতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করে। আপনাকে এটা জানিয়ে দেয় যে আপনার বিশ্রাম এর প্রয়োজন এখন। মানবদেহের ২৪ টি দারুন আশ্চর্যের মধ্যে এটি একটি।
১৯ আপনি নিজেকে কখনো সুড়সুড়ি দিতে পারবেন না
যখন আপনাকে কেউ সুড়সুড়ি দেয় আপনার ব্রেন তখন অস্থির হয়ে যায়। তার এই অনুভূতি হয় যেন আপনার শরীরে কোন পোকা মাকর হামাগুড়ি দিচ্ছে। স্বাভাবিকভাবে ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু আপনি যখন এ ব্যাপারে সতর্ক থাকেন তখন আপনার ব্রেইন নিজে থেকেই তার জন্য প্রস্তুত থাকেন আর আপনার মধ্যে শশুর অনুভূতি হয় না কারণ আপনি নিজেকে নিজে বোকা বানাতে পারবেন না। মানবদেহের ২৪ টি দারুন আশ্চর্যের মধ্যে এটি একটি।
২০ আপনার নাকের অবস্থান
আপনার নাক কোথায়? আপনি কি কখনো তা নিজ চোখ দিয়ে লক্ষ করেছেন? কিন্তু আপনার নাক এবং চোখের অবস্থান এমন জায়গায় যেন পরস্পর প্রতিবেশী তা সত্ত্বেও এটি লক্ষ না করার কারণ হলো, আপনার ব্রেইন আপনার সুবিধা সমূহ কে লক্ষ্য করে থাকে। মানবদেহের ২৪ টি দারুন আশ্চর্যের মধ্যে এটি একটি।
২১ আপনার জিহ্বাও গন্ধ নিতে পারে
আপনার নাকের যেমন সংবেদনশীল আছে। একই কোষ আপনার জিহ্বায় ও থাকে যা আপনার খাবারের গন্ধ সম্পর্কে আপনাকে সচেতন করে কিন্তু আপনার নাকের আধিক্যতার কারণে জিব্বার বিষয়টি লক্ষ্য করে না। মানবদেহের ২৪ টি দারুন আশ্চর্যের মধ্যে এটি একটি।
২২ আপনার নাক বাইরের বাতাসকে গরম করে
আপনার নাকের বাতাস বাইরের বাতাসকে উষ্ণ করে তুলে। এর একমাত্র কারণ আপনার নাক মুখ থেকে নিরাপদ তার জন্য না, এর কারণ আপনার নাক একইসাথে পরিশোধন এবং আদ্রকরনের কাজ করে থাকে। আরে প্রক্রিয়া আপনার দেহ থেকে জীবাণু গরম বাতাস এর মধ্যে দিয়ে বের করে দেয়। তাই আপনার নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া উচিত। মানবদেহের ২৪ টি দারুন আশ্চর্যের মধ্যে এটি একটি।
২৩ আপনি সব সময় আপ- টু- ডেট হতে পারবেন না।
আপনার চোখ কোন কিছু দেখার জন্য ১৩ মিলি সেকেন্ড সময় নেয়। আপনার কান কোন কিছু শোনার জন্য প্রায় ৫০ মিলিসেকেন্ড সময় নেয়। সুতরাং আপনি সর্বদা আপটুডেট হতে পারবেন না এটা প্রায় অসম্ভব। মানবদেহের ২৪ টি দারুন আশ্চর্যের মধ্যে এটি একটি
২৪ আমাদের আংগুল বেশ সংবেদনশীল
আমাদের আঙুলগুলো এমনই সংবেদনশীল যে ০.০২ মাইক্রোমিটার (১ মিটার এর ১০ লক্ষ ভাগের এক ভাগ) কম্পন বা স্পন্দন অনুভব করতে পারে। মানবদেহের ২৪ টি দারুন আশ্চর্যের মধ্যে এটি একটি।
খুটিনাটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url