কিভাবে এখনই -জিমেইলে স্মার্ট কম্পোজ- সক্ষম করবেন
আপনি কি জানতে চান যে কিভাবে আপনি আপনার কম্পিউটার, লেপটপ বা অ্যান্ড্রয়েড ফোন এর জিমেইলে স্মার্ট কম্পোজ চালু করবেন। তাহলে আপনি একদম টিকটাক পোস্টে চলে এসেছেন। আপনি কি জানেন যে গুগল আই/ও তাদের পন্যের জন্য একাধিক নতুন কিছু বৈশিষ্ট্য চালু করেছে।
এই বৈশিষ্ট্য গুলোর মধ্যে একটি হলো জিমেইলে স্মার্ট কম্পোজ। তারা জিমেইলে চালু করেছে স্মার্ট কম্পোজ ফিচার। জিমেইলে স্মার্ট কম্পোজটা কি? এর কাজ কি? কিভাবে আপনি এটি আপনার কম্পিউটারে বা অ্যান্ড্রয়েড ফোনে চালু করতে সক্ষম হবেন? এই পুরো বিষয় গুলো আমি আপনাদের সাথে এখন শেয়ার করব।
একনজরে দেখে নিন পুরো পোস্টের সূচিপএঃ
জিমেইলে স্মার্ট কম্পোজ
স্মার্ট কম্পোজ বলতে বুঝায় জিমেইলে কম্পোজ করার সময় অর্থাৎ লেখালেখি করার সময় শব্দের বানান ঠিকটাক করার জন্য যে সাজেশন দেয়, সেটির পাশাপাশি একটি বাক্য লেখা শুরু করলে বাক্যটি পূরন করতে পরবর্তী যে শব্দগুলোর প্রয়োজন জিমেইলে সেটির সাজেশনকেই মূলত স্মার্ট কম্পোজ বলে। গুগল তাদের পন্যের জন্য এই ফিচারের সুবিধাটি চালু করেছে মূলত সহজে এবং নির্ভুলভাবে ইমেইল লেখার জন্য।
স্মার্ট কম্পোজ এর সুবিধা
স্মার্ট কম্পোজ এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর মাধ্যমে আপনি নির্ভুলভাবে এবং খুব সহজেই লেখালেখি করতে পারবেন। এবং এর মাধ্যমে আপনি খুব তাড়াতাড়ি টাইপিং করতে পারবেন কারন আপনি যখন একটি বাক্যের শব্দ লিখতে যাবেন তখন পরবর্তী শব্দটা কি হবে তার সাজেশন চলে আসবে এটিই মূলত জিমেইলের স্মার্ট কম্পোজ এর সুবিধা। তাছাড়া স্মার্ট কম্পোজ এর আরেকটি সুবিধা হচ্ছে এ প্রক্রিয়ায় বানান ভুল হওয়ার সম্ভবনা থাকে না।
স্মার্ট কম্পোজ চালুর পদ্ধতি
স্মার্ট কম্পোজ চালু করতে গুগল মূলত ব্যবহার করেছে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স এবং মেশিন লার্নিং পদ্ধতি। এ পদ্ধতিতে মেইল কম্পোজ এ একটি শব্দ টাইপ করার পর স্মার্ট কম্পোজ বাক্য সাজেস্ট করবে।বাক্যটি নির্বাচন করতে আপনাকে ট্যাব প্রেস করতে হবে। স্মার্ট কম্পোজ শুধুমাএ ইংরেজি ভাষার বানান ও বাক্য গঠনের নির্দেশনা দিবে।
কম্পিউটার বা লেপটপে স্মার্ট কম্পোজ ব্যবহারের পদ্ধতি
প্রথমে আপনাকে আপনার কম্পিউটার বা লেপটপে জিমেইল এর নতুন সংস্করণটি হালনাগাদ করতে হবে। জিমেইল এর পুরনো সংস্করনে কিন্তু এই সুবিধাটা উপভোগ করতে পারবেন না।
- নতুন সংস্করণটি হালনাগাদ করার পর আপনাকে জিমেইল এর সেটিংস অপশনে যেতে হবে।
- এখন সেটিংস এ গিয়ে আপনাকে সাধারন বা জেনারেল অপশনে ক্লিক করতে হবে।
- জেনারেল অপশনে ক্লিক করার পর এক্সপেরিমেন্টাল অ্যাকসেস অপশনে ক্লিক করতে হবে।
- এক্সপেরিমেন্টাল অ্যাকসেস এ ক্লিক করার পর আপনাকে এনাবেল করতে হবে।
- এনাবেল করার পর সবশেষে আপনি সেভ চেঞ্জেস ক্লিক করলেই চালু হয়ে যাবে আপনার কম্পিউটার বা লেপটপে স্মার্ট কম্পোজ ফিচার।
অ্যান্ড্রয়েড ফোন এ স্মার্ট কম্পোজ ব্যবহারের পদ্ধতি
আপনার যদি অ্যান্ড্রয়েড স্মার্টফোন হয় তাহলে ও আপনি স্মার্ট কম্পোজ এর সুবিধাটি উপভোগ করতে পারবেন। আপনার অ্যান্ড্রয়েড ফোনে স্মার্ট কম্পোজ সক্ষম করতে।
- প্রথমে জিমেইল অ্যাপ খুলুন।
- জিমেইল অ্যাপ খুলার পর উপরের মেনু আইকনে ক্লিক করুন।
- মেনু আইকনে ক্লিক করার পর সেটিংসে যান ও নিচের দিকে স্কেল করুন এবং উপরে যান।
- আপনার গুগল অ্যাকাউন্ট ইমেইল চাপুন।
- সর্বশেষে বৈশিষ্ট্যটি সক্ষম করতে স্মার্ট কম্পোজ বক্স চেক করুন।
জিমেইলে স্মার্ট কম্পোজ উপভোগ করুন
আপনি যদি উপরের বিষয় গুলো সুন্দরভাবে বুঝতে পারেন এবং উপরের নিয়ম অনুসারে আপনার কম্পিউটার বা অ্যান্ড্রয়েড ফোন এ চালু করতে পারেন তাহলে আপনি জিমেইল এর স্মার্ট কম্পোজ সক্ষম করতে পারবেন। স্মার্ট কম্পোজ এর সুবিধা গুলো আপনি উপভোগ করে এখন থেকে আপনি নির্ভুলভাবে খুবই সহজে এবং তাড়াতাড়ি ভাবে টাইপিং করতে পারবেন।
আশাকরি উপরের সকল বিষয় গুলো বুঝতে পারছেন। এবং জিমেইলে স্মার্ট কম্পোজ এর সুবিধাটি উপভোগ করতে পেড়েছেন।
তথ্যপ্রযুক্তি বিষয় বিভিন্ন নতুন নতুন পোস্ট পেতে অর্ডিনারি আইটির এই ওয়েবসাইটটি ভিজিট করুন। এবং পোস্টটি আপনার কেমন লেগেছে ও আপনার কোনো প্রশ্ন থাকলে বা আপনার যেকোনো মতামত নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং পোস্টটি যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয় তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।
খুটিনাটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url