কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো

পাঠক, আপনি কি গুগল কোম্পানীর ইউটিউবের মাধ্যমে নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করার কথা ভাবছেন? জানতে চান ইউটিউব এ চ্যানেল খোলার নিয়ম বা নতুন ইউটিউব চ্যানেল খোলার নিয়ম?বর্তমানে সকল ওয়েবসাইটে আসা অনলাইন ট্রাফিকের একটা বিশাল অংশ আসে ভিডিও কনটেন্ট থেকে। প্রতিদিন কোটি কোটি মিনিট, ঘন্টা সময় ইউটিউব ভিডিও দেখা হয়। মনিটাইজের মাধ্যমে সেসব চ্যানেলের মালিকেরা লাখ-লাখ ডলার আয়ও করেন।


একারনে আয়ের উৎস হিসেবে যদি একটি ইউটিউব চ্যানেল চালাতে চান তাহলে আপনার সিদ্ধান্তটি অবশ্যই যৌক্তিক। সেক্ষেত্রে আপনাকে ইউটিউব এ চ্যানেল খোলার নিয়ম বা নতুন ইউটিউব চ্যানেল খোলার নিয়ম অবশ্যই জানতে হবে। চিন্তার কিছু নেই। এই এক পোস্টেই জানতে পারবেন সবকিছু। এটা জানেন কি? একজন ব্যক্তি একটি সাধারণ চাকরি করে, যে পরিমান টাকা আয় করেন, তার চেয়েও অনেক বেশি টাকা আয় করতে পারবেন তার ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করে। চলুন, সংক্ষেপে জেনে নেই, ইউটিউব আসলে কি? তারপর আপনাকে জানিয়ে দিবো, কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো বা ইউটিউব চ্যানেল খোলার নিয়ম ২০২২ বা মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো এই জরুরী প্রশ্নতিনটির জবাব।

পেজসূচী পত্রঃ কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো

ইউটিউব মনিটাইজেশন কি | মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো | ইউটিউব চ্যানেল খোলার নিয়ম ২০২১ | মোবাইলে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম

যুগের সাথে তাল মিলিয়ে আমাদের কর্মক্ষেত্রগুলোতে অনেক পরিবর্তন এসেছে। ইউটিউব চ্যানেল খোলার নিয়ম ২০২১ দেখুন। পূর্বে একটি চাকরি করে, নিজের পরিবার চালানোর মন মানসিকতা ছিল সকলের। কিন্তু বর্তমানে চাকরির ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে মানুষ নিজের পছন্দ, ইচ্ছা-অনিচ্ছাকে বেশী প্রাধান্য দিচ্ছে। ইউটিউব চ্যানেল খোলার নিয়ম ২০২১ পড়ুন। চাকরীর তুলনায়, বর্তমানে মানুষ কাজের ক্ষেত্রে নিজের পছন্দমতো সময়ে, ঘরে বসে টাকা আয়ের মাধ্যমকে প্রাধান্য দিচ্ছে। মানুষের চিন্তা চেতনায় পরিবর্তন এনে দিয়েছে ইন্টারনেট। মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো দেখুন। কাজের ক্ষেত্রে মানুষ এখন অনেক বেশী প্রযুক্তিনির্ভর হয়ে পড়ছে। আর তাই ফ্রিল্যান্সিং এর মত ইউটিউব মনিটাইজেশনকেও একটি স্বাধীন পেশা হিসেবে দেখতে শুরু করেছেন অনেকেই।

বর্তমান সময়ে, ইউটিউবের নাম কখনো শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো। এটি বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। বহুমুখী ব্যবহারের কারণে, দিন-দিন, সময়ের সাথে পাল্লা দিয়ে এর ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে দ্বিগুন হারে। মোবাইলে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম পড়ুন। এটা আসলে আলফাবেট কোম্পানীর মালিকানাধীন, গুগলের একটি ওয়েবসাইট ও সার্ভিস।

এই ওয়েবসাইট আমাদেরকে, টাকা না খরচ করেও, অনেক রকমের-প্রকারের ভিডিও কন্টেন্ট দেখার ব্যবস্থা করে দেয়। মোবাইলে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম দেখুন। ব্রাউজার বা অ্যাপ ব্যবহার করে, মোবাইল-ডেক্সটপ সব ডিভাইস থেকেই আপনি অতি সহজে এসব ভিডিও দেখতে পারেন। শিক্ষামূলক টিউটোরীয়াল থেকে শুরু করে, মুভি ট্রেইলার, বুক রিভিউ, রান্নার রেসিপি, ভিডিও সং কি নেই এখানে। কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো। কিছু বৈধ মুভি, টিভি শোও দেখতে পাবেন এখানে। ছাত্র, চাকুরীজীবি সব স্তরের ব্যক্তিরাই প্রতিদিন একবার হলেও ঢূঁ মারেন ইউটিউবে।

এখন, লাখ টাকার প্রশ্নটা হল; এসব ভিডিও কন্টেন্ট ইউটিউবে আসে কোথা থেকে। কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো জানুন । ইউটিউব কি নিজেই কোটি কোটি টাকা ব্যায় করে এগুলো বানায় বা কিনে আনে। না বন্ধুরা, উত্তরটা হলঃ 'আপনার-আমার মত সাধারন ব্যক্তিদের দ্বারাই এগুলো ইউটিউব প্ল্যাটফর্মে আসে'। কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো দেখুন। এখন জানা যাক, ইউটিউব চ্যানেল কি? এটা কি অন্যান্য ডিশ চ্যানেলগুলোর মতই কিছু?

ইউটিউব চ্যানেল কি | ইউটিউব এ চ্যানেল খোলার নিয়ম | নতুন ইউটিউব চ্যানেল খোলার নিয়ম | মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম

আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড করতে চান তাহলে আপনার অবশ্যই লাগবে একটি ইউটিউব অ্যাকাউন্ট। জানুন ইউটিউব এ চ্যানেল খোলার নিয়ম । এটা খোলার পর আপনাকে তৈরী করতে আপনার প্রফাইল, যেটা অনেকটা আপনার ফেসবুক প্রফাইলের মতই। ইউটিউবের ক্ষেত্রে এই প্রফাইলগুলোকেই বলে ইউটিউব চ্যানেল। জানুন ইউটিউব এ চ্যানেল খোলার নিয়ম। আপনার আপলোড করা ভিডিওগুলো এই চ্যানেলেই অন্তর্ভূক্ত হবে। নিয়মিত ইনকামে আসতে হলে আপনাকে এই চ্যানেলেরই প্রচার, প্রচারনা, আপলোড চালিয়ে যেতে হবে। কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো জানুন পোস্ট থেকে। চ্যানেল যখন জনপ্রিয় হবে তখন লোকে আপনাকে এই চ্যানেলের নামেই চিনবে।

ইউটিউব চ্যানেল খুলতে কি কি লাগে | মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো | ইউটিউব চ্যানেল খোলার নিয়ম ২০২১ | মোবাইলে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম

  • ইন্টারনেট সংযোগ 
  • গুগল/জিমেইল একাউন্ট 
  • মোবাইল নাম্বার
চ্যানেল খুলতে হলে খুব বেশী কিছু কিছু দরকার হয়না। কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো তা দেখে নিন। আপনার ডিভাইসে ইন্টারনেট সংযোগ থাকলেই যথেষ্ট। সাথে লাগবে একটি গুগল/জিমেইল একাউন্ট।জেনে নিন কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো। চ্যানেল খোলার পর চ্যানেলকে ভেরীফাই করতে হয় যাতে বাঁকী ফিচারগুলো আনলক হয়। এজন্য লাগবে আপনার মোবাইল নাম্বার। নতুন ইউটিউব চ্যানেল খোলার নিয়ম জানুন। মোট এই ৩টি সাথে থাকলেই আপনি আপনার ইউটিউব চ্যানেল খুলতে প্রস্তুত।

ইউটিউব একাউন্টের প্রকারভেদ | ইউটিউব এ চ্যানেল খোলার নিয়ম | নতুন ইউটিউব চ্যানেল খোলার নিয়ম | মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম

ইউটিউব একাউন্ট দুই প্রকারের। 
  • পার্সোনাল চ্যানেল 
  • ব্রান্ড চ্যানেল
পার্সোনাল চ্যানেল বা ব্যক্তিগত চ্যানেল হল সেইসব চ্যানেল যেগুলো আপনি-আমি আমাদের নামে খুলে থাকি। নতুন ইউটিউব চ্যানেল খোলার নিয়ম দেখুন। যা শুধুমাত্র একজন ব্যক্তিই নিয়ন্ত্রন করে। এগুলোতে মাঝে মাঝে আমরা শখের বসে তৈরী করা ভিডিওগুলো আপলোড করি। কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো তা আপনার জানা দরকার। যেমন একটা মুভি দেখার পর ভাল লাগায়, আপনি একটি ভিডিও রিভিও তৈরী করে আপনার চ্যানেলে আপলোড দিলেন।

অন্যদিকে ব্রান্ড চ্যানেলগুলো নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান বা টিম এর অধীনে থাকে। কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো তা ভালভাবে বুঝে নিন। একারনে এই চ্যানেলগুলো দেখতেও প্রফেশনাল মানের এবং তাদের ভিডিও কন্টেন্টও উন্নত, প্রফেশনাল মানের। তাদের কন্টেন্ট তৈরী করতে গোটা একটা টিম নিয়মিত মেধা, শ্রম, সময় ব্যায় করে। আপনার জিজ্ঞাসা, কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো। যেমন মুভি স্টুডীওগুলো তাদের মুভির ট্রেইলার ভিডিও তৈরী করে যাতে তাদের মুভির জনপ্রিয়তা বৃদ্ধি পায়। কিছু ছোট ব্রান্ড আবার আপনার মতই মুভি রিভিউ ভিডিও তৈরী করে। তবে তারা নিয়মিত বানাতেই থাকে এবং তাদের কন্টেনগুলো মানেও উন্নত। কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো এর জবাব । ইউটিউব মনিটাইজেশন এবং কখনো কখনো টিকিট বিক্রিই তাদের উদ্দেশ্য। এগুলোই হল ব্রান্ড একাউন্ট।

আপনি এই ২ ধরনের যেকোন ইউটিউব চ্যানেলই খুলুন না কেনো, মনে রাখবেনঃ ভিডিও কন্টেন্ট পোস্ট করাই হল ইউটিউব চ্যানেল তৈরির মূল উদ্দেশ্য।

মোবাইল, স্মার্টফোন দিয়ে ইউটিউব চ্যানেল যেভাবে খুলবেন | ইউটিউব এ চ্যানেল খোলার নিয়ম | নতুন ইউটিউব চ্যানেল খোলার নিয়ম | মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম

আপনি কি ইউটিউব চ্যানেল খুলতে চান? মনে মনে ভাবছেন যে, কিভাবে ইউটিউব চ্যানেল খুলব? মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম শিখতে চান। চলুন জেনে নেয়া যাক, মোবাইল থেকে ইউটিউব চ্যানেল খোলার নিয়মগুলো।

মোবাইল থেকে ইউটিউব চ্যানেল খোলার সবচেয়ে সহজ পদ্ধতিটা হল, তাদের অফিসিয়াল অ্যাপটি ইনস্টল করা। মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম এখন জানতে পারবেন। অ্যান্ড্রয়েড, আইফোন দুই প্লাটফর্মেই তাদের অ্যাপটি রয়েছে। গুগল প্লেস্টোর বা অ্যাপল অ্যাপস্টোর থেকে এটি ইনস্টল করে নিন। কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো জানতে এটি ভালভাবে পড়ুন। এছাড়াও আপনার লাগবে একটি গুগল/জিমেইল অ্যাকাউন্ট, যেটিতে আগে থেকেই কোন চ্যানেল তৈরী করা নেই। কিভাবে গুগল/জিমেইল অ্যাকাউন্ট খুলবেন তা জানতে আমদের এই পোস্টটি দেখতে পারেন। আর জিজ্ঞেস করতে হবেনা, কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো । অ্যাপ ও জিমেইল নিয়ে রেডি হওয়ার পরঃ

১. ইউটিউব অ্যাপটি ওপেন করুন। 

. যদি দেখেন লগ ইন করা নেই, তাহলে আপনার সেই গুগল/জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিন। একদম উপরে, ডানে প্রোফাইল পিকচারে (গোলাকৃতি) চাপ দিয়ে এটি করতে পারবেন।
কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো, মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো, ইউটিউব চ্যানেল খোলার নিয়ম ২০২১, মোবাইলে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম, ইউটিউব এ চ্যানেল খোলার নিয়ম, নতুন ইউটিউব চ্যানেল খোলার নিয়ম, মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম
৩. Your Channel অপশনটিতে চাপ দিন
কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো, মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো, ইউটিউব চ্যানেল খোলার নিয়ম ২০২১, মোবাইলে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম, ইউটিউব এ চ্যানেল খোলার নিয়ম, নতুন ইউটিউব চ্যানেল খোলার নিয়ম, মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম
৪. Name বাক্সে আপনার চ্যানেলের যে নাম দিতে চান সেটি দিয়ে, 'Create Channel' এ চাপ দিন
কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো, মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো, ইউটিউব চ্যানেল খোলার নিয়ম ২০২১, মোবাইলে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম, ইউটিউব এ চ্যানেল খোলার নিয়ম, নতুন ইউটিউব চ্যানেল খোলার নিয়ম, মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম
৫. আপনার চ্যানেলটি তৈরী হয়ে গেছে


এদিকে, আপনার যদি আগে থেকেই একটি ইউটিউব চ্যানেল খোলা থাকে, এবং মোবাইল থেকেই আর একটি চ্যানেল খুলতে চাচ্ছেন, সেটাও বেশ সহজ। এই ধাপগুলো অনুসরণ করুনঃ

1. মোবাইলে ক্রোম ব্রাউজার খুলে youtube.com/account এ প্রবেশ করুন।

2. থ্রি-ডট মেন্যু (ক্রোমের মেনু) থেকে Desktop Mode চালু করুন।

3. যদি দেখেন লগ ইন করা নেই, তাহলে আপনার সেই গুগল/জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিন। আর নয় জিজ্ঞাসা, কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো। একদম উপরে, ডানে প্রোফাইল পিকচারে (গোলাকৃতি) চাপ দিয়ে এটি করতে পারবেন।

4. Create a channel অপশনটিতে চাপ দিন।

5. Name বাক্সে আপনার চ্যানেলের যে নাম দিতে চান সেটি দিয়ে, 'Create' এ চাপ দিন।

6. আপনার চ্যানেলটি তৈরী হয়ে গেছে।

ডেক্সটপ/ল্যাপটপ দিয়ে ইউটিউব চ্যানেল যেভাবে খুলবেন | মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো | ইউটিউব চ্যানেল খোলার নিয়ম ২০২১ | মোবাইলে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম

আপনার জিমেইল অ্যাকাউন্টে যদি আগে থেকেই কোন ইউটিউব চ্যানেল খোলা না থাকে, তাহলে এই ধাপগুলো অনুসরণ করুনঃ
  • যেকোন ব্রাউজার থেকে YouTube.com এ প্রবেশ করুন
  • গুগল/জিমেইল অ্যাকাউন্টে সাইন-ইন করা না থাকলে সাইন-ইন করে নিন। কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো তা অন্যদের শিখিয়ে দিন। একদম উপরে, ডানে প্রোফাইল পিকচারে (গোলাকৃতি) চাপ দিয়ে এটি করতে পারবেন। 
  • My Channel এ ক্লিক করুন। 
  • Name বাক্সে আপনার চ্যানেলের যে নাম দিতে চান সেটি দিয়ে, 'Create Channel' এ চাপ দিন। 
  • আপনার চ্যানেলটি তৈরী হয়ে গেছে। 

উপরে দেয়া ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করলে আপনার ইউটিউব চ্যানেল খুলে যাবে।

আপনার ইউটিউব চ্যানেল যেভাবে ভেরিফাই করে নেবেন | ইউটিউব এ চ্যানেল খোলার নিয়ম | নতুন ইউটিউব চ্যানেল খোলার নিয়ম | মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম

প্রথমেই আপনাকে জানিয়ে দিচ্ছি, আপনার চ্যানেলটি ভেরিফাই করলে কি কি লাভ পাবেন। ক. ইউটিউব কর্তৃপক্ষের কাছে আপনার চ্যানেলটি তখন বিশ্বস্ত হিসেবে গন্য করা হবে। কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো সহজে। তাই বিশ্বস্ততা অর্জনের জন্য আপনার এটা দরকার।

খ. ভেরিফাই করার আগ পর্যন্ত, ১৫ মিনিটের চেয়ে বড় ভিডিও আপলোড করতে পারবেন না।দেখে নিন মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো। তাই ১৫ মিনিটের চেয়ে দীর্ঘ ভিডিও (Long Video) আপলোড করতে চাইলে আপনাকে অবশ্যই আপনার চ্যানেলটিকে ভেরিফাই করে নিতে হবে।

গ. প্রায়ই দেখা যায় একজনের ভিডিও আরেকজন আপলোড করে এর সমস্ত ক্রেডিট নিয়ে নিচ্ছে। এই ক্ষতীতে তারাই পড়ে যাদের চ্যানেলটি ভেরিফাই করা নেই। সহজ ইউটিউব চ্যানেল খোলার নিয়ম ২০২১ । চ্যানেলকে ভেরিফাই করে নেয়ার পর কেউ যদি আপনার সাথে এমনটা করে, তখন কপিরাইট ক্লেইম করে এমনকি সেই চ্যানেলটিকে ডাউনও করে দিতে পারবেন।

ঘ. আপনার চ্যানেল থেকে যদি লাইভ/সরাসরি ভিডিও সম্প্রচার করতে চান তাহলে আপনার চ্যানেলটিকে অবশ্যই একটি ভেরিফাইড চ্যানেল হতে হবে।

ঙ. ইউটিউবের খুব দরকারী একটি ফিচার হল 'ফ্যান ফাইন্ডিং ফিচার'। মোবাইলে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম অন্যদের শেখান। আপনার চ্যানেলকে ভেরিফাই করে নেয়ার আগ পর্যন্ত আপনি এটা ব্যাবহার করতে পারবেন না।

চ. এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি শুনুন। ইউটিউব এ চ্যানেল খোলার নিয়ম। ইউটিউবে আপনার উদ্দেশ্যটি যদি আয় করা হয়ে থাকে, তাহলে চ্যানেলকে ভেরিফাই করে নেয়া আপনার জন্য বাধ্যতামূলক। আয়ের এই পদ্ধতিকে ইউটিউব বলে, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন । নতুন ইউটিউব চ্যানেল খোলার নিয়ম শিখে ফেললেন। আর যতক্ষননা আপনার চ্যানেলটি ভেরিফাই হচ্ছে, ততক্ষন ইউটিউব আপনাকে মনিটাইজেশনের সুযোগ দেবেনা।

এখন শিখে নিন, কিভাবে ভেরিফাই করবেন। মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম আপনার শেখা হল। যাস্ট এই ৬ টি ধাপ ফলো করুন।

১. লগ ইন করুনঃ নিজের ইমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে ইউটিউবে লগ ইন করে নিন।

২. ইউটিউব স্টুডীয়তে যানঃ লগ ইনের পর, উপরে ডানে আপনার 'প্রোফাইল ছবি' তে চাপ দিন। যেসব অপশন আসবে সেগুলোর মধ্য থেকে 'Youtube Studio' অপশনটিতে ক্লিক করুন। কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো এ জিজ্ঞাসার জবাব।

৩. সেটিংস এ যানঃ ইউটিউব স্টুডীয়তে নিচে দেখানো ছবির মত একটি পেজ ওপেন হবে। কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো। এখানে “Settings” অপশনে ক্লিক করুন।

৪. সেটিংস ঠিক করে নিনঃ আপনার চ্যানেলের সেটিং পেজ চলে আসবে। এবার ধাপে ধাপে এগুলো করুন। প্রথমে “Channel” অপশনে ক্লিক করুন। তারপর “Features Eligibility” অপশনটিতে ক্লিক করুন। এরপর “Eligible” অপশনটিতে ক্লিক করুন। মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো তার সহজ নিয়ম। এরপর, “Verify Phone Number ” অপশনটিতে ক্লিক করুন।

৫. ফোন ভেরিফিকেশনঃ এবার আপনার সামনে ফোন ভেরিফিকেশন করার জন্য পেজ চলে আসবে, নিচের ছবির মত।

দেশঃ আপনি কোন দেশের নাগরীক তা সিলেক্ট করে দিন। মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো তা শিখতে পারলেন। বাংলাদেশ হলে Bangladesh, আর ভারতীয় হলে India সিলেক্ট করে দিন।

ফোন নাম্বারঃ আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিন।

ভেরিফিকেশন কোডঃ দেশ, ফোন নাম্বার দেয়ার পর “Get Code” বাটনটিতে ক্লিক করুন।

৬. চ্যানেল ভেরিফাই করুনঃ এখন আপনার মোবাইলে ৬ সংখ্যার কোডসহ একটি ম্যাসেজ আসবে। অতি সহজে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম ২০২১। এই বাক্সে সেটি বসিয়ে দিয়ে “Submit” অপশনে ক্লিক করুন।

ব্যাস। আপনার চ্যানেলটি ভেরিফাই হয়ে গেছে। ইউটিউব চ্যানেল খোলার নিয়ম ২০২১ অনুসরন করুন। এই লেখাটি এখন দেখতে পাবেনঃ “Congratulations! Your phone number is now verified“.

এখন লম্বা ভিডিও আপ দেয়া সহ, ভেরিফাইড চ্যানেলের সবগুলো সুবিধাই (উপরে দেয়া) আপনি পাবেন।

কিভাবে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করবেন এবং কিছু টিপস | কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো | মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো

আপনি-আমি যখন প্রথম প্রথম ভিডিও আপলোড করি, তখন প্রধানত আমরা যে সমস্যায় পড়ি তা হল যে, 'কপিরাইট ক্লেইম' চলে আসে। মোবাইলে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম দেখুন, শিখুন। এর কারণ হল, আমরা ইউটিউব কোম্পানীর পলিসি মেনে চলিনি। আপনাকে মোটাদাগে কিছু পরামর্শ দিচ্ছি যেগুলো মেনে চলবেন।

আপনার ভিডিও ভাইরাল হওয়ার জন্য সেটার সাউন্ড/মিউজিক খুবই গুরুত্বপূর্ণ। নিজের মোবাইলে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম। কিন্তু তাই বলে আপনি অন্যের মালিকানাধীন সাউন্ড/মিউজিক, আপনার ভিডিওতে ঢুকিয়ে দিতে পারেন না। যারা এমনটা করেন তাদের কর্মকে চৌর্য্যবৃত্তিও বলা যায়।ব্রান্ডের জন্য ইউটিউব এ চ্যানেল খোলার নিয়ম। তো, নন কপিরাইট মিউজিক কোথায় পাবেন, কিভাবে যুক্ত করবেন তা এখান থেকে দেখে নিতে পারেন

কোন ভিডিও গেমস/মোবাইল গেমস বা সফটওয়্যারের এর ডিরেক্ট ভিডিও করে আপলোড করবেন না।

কোন টিভি সিরিজ বা মুভি এর ভিডিও রেকর্ডিং করে ইউটিউবে ভিডিও আপলোড দেবেন না।

Nudity অথবা অশ্লীল ভিডিও ইউটিউবে আপলোড করবে না। ইউটিউব এ চ্যানেল খোলার নিয়ম। তাদের নীতিমালায় দেখে নিন কোনগুলো নুডীটি এর মধ্যে পড়ে।

আপনি যদি অন্য কোন লোকের image নিয়ে ভিডিওটি বানান। তাহলে আপলোডের আগে তার কাছ থেকে permission নিতে হবে। আপনার নতুন ইউটিউব চ্যানেল খোলার নিয়ম। তাদের নীতিমালায় দেখে নিন কোনগুলোর ক্ষেত্রে পারমিশন নিতে হবে।

আপনার নিজের তৈরি করা ভিডিওতে যদি কোন কিছু হ্যাকিং করার পদ্ধতি বলে দেন, তাহলে ইউটিউব কতৃপক্ষ সেই ভিডিওটি ডিলিট করে দেয়ার ক্ষমতা রাখে।

এগুলো ছাড়াও তাদের বেশ কয়েকটি শর্ত রয়েছে। তাদের প্লাটফর্মে ভিডিও আপলোড করার পূর্বে আপনার অবশ্যই একবার YouTube Community Guidelines ভালো ভাবে পড়ে নেয়া উচিৎ। নিজের নতুন ইউটিউব চ্যানেল খোলার নিয়ম। অনেকগুলো কমন ঝামেলা থেকে এতে মুক্তি পাবেন।

ল্যাপটপ/ডেক্সটপ কম্পিউটার থেকে ভিডিও আপলোড করার নিয়ম দেখে নিন | কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো

১. Log in করুনঃ প্রথমে কম্পিউটার/ল্যাপটপে যে কোন একটি ব্রাউজার ওপেন করে ইউটিউব এর ওয়েবসাইটে ( youtube.com) গিয়ে নিজের ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।

২. YouTube Studio তে যানঃ লগ ইন করার পরে একেবারে উপরে ডান পার্শে 'আপনার ছবিতে' ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে। কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো তা জানতে এই পোস্টটি পড়তে থাকুন। এর মধ্যে তিন নম্বরে থাকা “ইউটিউব স্টুডিও” অপশনে ক্লিক করুন।

৩. Upload Videos এ ক্লিক করুনঃ ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে একটি পেজ আসবে। সেখানে “আপলোড ভিডিওস” অপশনটি দেখতে পাবেন। মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম নিজে দেখে নিন। এটিতে ক্লিক করুন।

৪. কম্পিউটার থেকে ভিডিও ফাইলটি সিলেক্ট করে দিনঃ 'আপলোড ভিডিও'স' তে ক্লিক করলে, আপনার সামনে একটি পপআপ উইন্ডোজ চলে আসবে। মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম অতি সহজ। এখানে “Select Files” অপশনে ক্লিক করে আপনি যে ভিডিও টি আপলোড করতে চান সেই ভিডিও ফাইল টি সিলেক্ট করে দিন।

৫. আপলোড করুন এবং ভিডিও সেটিংস ঠিক করে দিনঃ ফাইল সিলেক্ট করে দেয়ার সাথে সাথে সেটি ইউটিউবের সার্ভারে আপলোড হওয়া শুরু হয়েছে। এতে কিছুটা সময় লাগবে, আপনাকে ধৈর্য ধরতে হবে। ইউটিউব চ্যানেল খোলার নিয়ম ২০২১ অতি সহজ। আপনার সংযোগটি উচ্চগতীর ইন্টারনেট হওয়া ভাল (4g/ব্রডব্যান্ড)। ভিডিও ফাইলটি আকৃতিতে যত ছোট হবে (মেগাবাইটের হিসেবে), আপনার আপলোড তত দ্রুত হয়ে যাবে। আপলোডের কাজে গুগলের ক্রোম ব্রাউজার রেকমেন্ডেড।

এবার ভিডিও সেটিংস নিয়ে কথা বলি। যতক্ষনে আপনার ভিডিও আপলোড হওয়া শেষ হয়নি ততক্ষণে আপনি 'ভিডিও সেটিংস' ঠিক করে নিন। কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো তা নিয়ে আর নয় দুশ্চিন্তা। ইউটিউবে ভিডিও আপলোড হওয়ার সময় নতুন একটি পেজ খুলবে। সেখানে আপনাকে সেটিংস গুলো করতে হবে।

Title – এই বাক্সে আপনি আপনার ভিডিও এর একটি সুন্দর টাইটেল/শিরোনাম দিয়েদিন। এটি এসইও ফ্রেন্ডলি হলে ভাল হয়।

Description – এই বাক্সে আপনি আপনার ভিডিও টি কি সমন্ধে তা বলুন। ভিডিও তে কি বিষয় আলোচনা করা হয়েছে তা জানিয়ে দিন।

Thumbnail – এই অপশন থেকে ভিউয়ার দের আকর্ষণ বৃদ্ধি করার জন্য 'কাষ্টম থাম্বনেইলস' আপলোড করতে পারবেন।

Playlists – যদি আপনি প্লে-লিস্ট তৈরি করতে চান তবে এখান থেকে সেটি করে নিতে পারবেন। এটা পরেও করে নিতে পারবেন।

Audience – এখানে দুটো বক্স থাকবে। কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো আশা করি জবাব পেয়ে গেছেন। 'No, it’s not made for kids' অপশনে ক্লিক করুন (বিস্তারিত তাদের নীতিমালায় দেখে নিন)। এরপর, show more অপশনে ক্লিক করুন।

Tags – শো মোর অপশন এ ক্লিক করার পর আপনাকে অনেকগুলো অপশন দেখাবে। মোবাইলে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম কঠিন নয়। আপনি শুধুমাত্র Tags অপশনে গিয়ে, লোকে কি কি শব্দ দিয়ে গুগল সার্চ করে সেই keyword গুলো বসিয়ে দিয়ে Next বাটনে ক্লিক করুন।

৬ঃ আপনার ভিডিওটি পাবলিশ করুনঃ পরপর ৩ বার Next বাটনে ক্লিক করলে আপনি Visibility অপশনে চলে আসবেন।এখানে “Public” সিলেক্ট করে দিয়ে “Publish” বাটনে ক্লিক করুন।

'পাবলিশ' বাটনে ক্লিক করামাত্রই ইউটিউবে আপনার ভিডিও আপলোড হয়ে যাবে। মোবাইলে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম সুন্দরভাবে জানতে পারলেন। এটাই হল কম্পিউটারের মাধ্যমে ইউটিউবে ভিডিও আপলোড করার পদ্ধতি। আর মোবাইল অ্যাপ দিয়ে আপলোড করাও কিন্তু বেশ সহজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

খুটিনাটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url