কনভার্টবক্স রিভিউ- বেস্ট লীড জেনারেশন সল্যুশনস

কনভার্টবক্স আপনাকে দিচ্ছে বিভিন্ন টুলস এবং ট্রিক্স এর মাধ্যমে আপনার ওয়েবসাইট গ্রো করার সুযোগ। এর উদ্দেশ্য হল আপনার টার্গেট অডিয়েন্সদের অংশগ্রহণের মাধ্যমে আপনার ওয়েবসাইটের লিড এবং বিক্রয় বৃদ্ধি করা।
চলুন জেনে নেয়া যাক কনভার্টবক্স এর খুটিনাটি-

সুচিপত্র

  • কনভার্টবক্স কি?
  • কনভার্টবক্স ফিচার্স 
  • সাপোর্ট
  • কনভার্টবক্স প্রাইসিং
  • কনভার্টবক্স প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
  • কনভার্টবক্স সুবিধ
  • কনভার্টবক্স অসুবিধা
  • সর্বশেষ ধারনা

কনভার্টবক্স কি?

কনভার্টবক্স  হল একটি online form builder যার অন্যতম বৈশিষ্ট্য হলো এটি আপনার ক্যাম্পেইন এর সাফল্য নিশ্চিত করবে। এখন প্রশ্ন আসতে পারে online form builder আপনার কেন প্রয়োজন? এক কথায় বলা যায়, আপনি যদি form ব্যবহার না করেন তাহলে আপনি আপনার ব্লগের মনিটাইজেশনের অনেক বড় সুযোগ মিস করবেন।
চলুন জেনে নেয়া যাক বাকি কারন গুলো-

কাস্টমার রা তাদের প্রথম ভিজিটের সময় কিনে না- আমরা সকলেই জানি যে,  ওয়েবসাইটের বেশিরভাগ ভিজিটর রা তাদের প্রথম ভিজিটের সময় ই আপনার পন্য ক্রয়ের জন্য প্রস্তুত নয়। প্রায় ৯২% ভিজিটর তাদের প্রথম ভিজিট এই পন্য কিনতে আগ্রহী নয়। তাহলে কি করতে হবে? প্রথমে, আপনাকে অবশ্যই আপনার ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করতে হবে, তাদের বিশ্বাস অর্জন করতে হবে এবং এমন একটি আকর্ষনীয় প্রোডাক্ট/সার্ভিস দিতে হবে যেন কাস্টমার রা পন্য কিনতে আগ্রহী হয়।opt-in forms এর মাধ্যমে ইমেইল ক্যাম্পেইন করে আপনি আপনার ওয়েবসাইটের ট্রাফিক বাড়াতে পারবেন। সফল মার্কেটার রা এই টিপস ফলো করে থাকে। সর্বশেষ কথা হলো, আপনাকে আপনার ভিজিটর দের সময় দিতে হবে তাদের পারচেজ ডিসিশন নেয়ার জন্য। 

ব্যানার ব্লাইন্ডনেস- আপনার পন্য বা সেবা যতই আকর্ষনীয় হোক না কেন সেটা যদি ব্যানার ব্লাইন্ড হয় তাহলে কাস্টমার সেটা ক্রয়ে আগ্রহী হবে না। এটি সকলের জানা যে ওয়েবসাইট ভিজিটররা সব ধরনের ব্যানারের মতো তথ্য উপেক্ষা করে থাকে। যেমন- buy now, call now অন্যান্য। 

আপনি কোড করতে যানেন না- আপনি যদি সঠিক ভাবে কোড লিখতে না যানেন আপনার লার্নিং কার্ভ হ্রাস পাবে।

কনভার্টবক্স ফিচার্স

এখন আমরা জানব কনভার্টবক্স ফিচার্স গুলো নিয়ে-
Clutter-free dashboar- আপনার ওয়েবসাইট হতে হবে ইউজার ফ্রেন্ডলি। আপনার ওয়েবসাইটের সব কিছু থাকবে ক্লিয়ার এবং কাস্টমার যা চায় তাই যেন সহজে খুজে পায় লক্ষ্য রাখতে হবে।
সহজে ব্যবহার যোগ্য- যদি আপনার ভিজিটর এসে আপনার সাইটে সব কিছু অগোছালো এবং স্লো পায় সেক্ষেত্রে তারা আপনার সাইটে বেশিক্ষন থাকা টা সাচ্ছন্দ বোধ করবে না। তাই আপনার ওয়েবসাইট হতে হবে সহজে ব্যবহারযোগ্য
কনভার্টবক্স টেমপ্লেট- আপনার ফর্ম কাস্টমাইজ করার আগে আপনাকে অবশ্যই প্রথমে আপনার পছন্দসই কনভার্টবক্স টাইপটি বেছে নিতে হবে। কনভার্টবক্স এর ধরন হতে পারে ওভারলে।
মোবাইল এবং ডেক্সটপ ভার্শন- আপনার কনভার্টবক্স মোবাইল এবং ডেক্সটপ দুই ভার্শনেই সুইচ করা যাবে। যা কিনা সব ইউজারদের ক্ষেত্রে এক্সেসে সহায়তা করবে।

সাপোর্ট

যে কোন ধরনের সফটওয়্যার কেনার আগে আমি নিশ্চিত করতে সাচ্ছন্দ বোধ করি যে তারা আমাকে কতটুক সাপোর্ট দিতে পারবে। এই সময়ে ওয়েবসাইট গুলো হেল্প ডেস্ক এর মাধ্যমে সর্বোচ্চ সাপোর্ট নিশ্চিত করে থাকে। যে কোন সমস্যার শুধু মাত্র হেল্প ডেস্ক এর মাধ্যমেই সাথে সাথে সাপোর্ট পাওয়া সম্ভব হচ্ছে। এমন কি আপনি অফ টাইমেও ২৪ ঘন্টা সাপোর্ট রিকুয়েস্ট দিয়ে পারবেন। 

কনভার্টবক্স প্রাইসিং

আপনি ৩৯৫ ডলারের মাধ্যমে কনভার্টবক্স এর আজীবন মেয়াদে চুক্তি করতে পারেন। কনভার্টবক্স এ আপনি দুই ভাবে পেমেন্ট করতে পারবেন-
মাসিক ভিত্তিতে- আপনি কনভার্টবক্সে প্রতি মাসে পেমেন্ট করে এর সুবিধা নিতে পারবেন। (এইটা নতুন ব্লগার দের জন্য পারফেক্ট)।
এককালীন- আপনি পুরো বিল এক কালীন পরিশোধ করে আজীবনের জন্য এই সার্ভিসটি নিতে পারেন। আমি বলবো এককালীন মেয়াদে পরিশোধ করা টাই বেস্ট। 

কনভার্টবক্স প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

কনভার্টবক্স নিয়ে কিছু পশ্ন ব্লগার দের মনে থাকে। আসুন সেগুলোর উত্তর দেয়া যাক-
এটা আমার ওয়ার্ডপ্রেস থিমের সাথে ভালো দেখাবে?
হ্যা কনভার্টবক্স একটি versatile WordPress form builder যা সকল থিমের সাথেই ভালো মানায়।
এটি কি অন্যান্য প্লাটফর্মে হোস্ট করা ওয়েবসাইটে কাজ করবে?
এটি সকল ওয়েবসাইটে যে কোন প্লাটফর্মে কাজ করবে।
কনভার্টবক্সে কি আজীবন চুক্তি পাওয়া যায়?
হ্যা যায়। তবে এটি পাব্লিকলি চলে যাওয়ার আগে নিয়ে নেয়া ভালো। 
কোন ফ্রি ট্রায়াল আছে কি?
না নেই। তবে লাইফটাইম চুক্তির ক্ষেত্রে ৩০ দিনের মানিব্যাক গেরান্টি পাবেন।

কনভার্টবক্স সুবিধা

১। ইউজার ফ্রেন্ডলি।
২। সহজে কন্ট্রোল করা যায়।
৩। সময় বাচায়।
৪। ওয়েবসাইট ট্রাফিক বাড়ায়।
৫। ট্রাকার সুবিধা।

কনভার্টবক্স অসুবিধা

১। সীমিত টেমপ্লেট।
২। মোবাইল ইডিটিং এর অপশন সীমিত।
৩। Raw statistics থেকে একশন প্ল্যান এ যাওয়া কঠিন।

সর্বশেষ ধারনা

সর্বশেষ বলতে পারি যে, কনভার্টবক্স ব্যবহারের মাধ্যমে আপনি আপনার সাইট কে স্বল্প সময়ে খুব সহজে কাস্টমারের নিকট পোছে দিতে পারেন। কনভার্টবক্স ছাড়া ব্লগিং করা টা একটু কষ্টসাধ্য হতে পারে। আপনি অবশ্যই এটি নিতে পারেন এবং আপনার টপ ফাইভ ব্লগিং টুলস এর মধ্যে নিঃসন্দেহে এটি একটি হতে পারে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

খুটিনাটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url