নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম জেনে নিন ২০২২
নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম: বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ব্যাংকিং পরিষেবাকে বলা হয় নগদ মোবাইল ব্যাংকিং পরিষেবা। এটি ডাক বিভাগের একটি ডিজিটাল লেনদেন। বাংলাদেশের প্রায় সবাই এখন ডাক বিভাগের নগদ মোবাইল ব্যাংকিংয়ের এই ডিজিটাল সেবা ব্যবহার করে। আজ আমি নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ নিয়ে আলোচনা করব। একবার আপনি এটি শিখে গেলে, আপনি ঘরে বসে আপনার নিজের মোবাইল বা বন্ধুর মোবাইলে যেকোনো সময় রিচার্জ করতে পারবেন।
আজ আমরা শিখব কিভাবে সহজেই নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করা যায়। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা দৈনন্দিন জীবনে আমাদের সবারই কম বেশি প্রয়োজন হয়। তাই চলুন দেরী না করে শুরু করা যাক কিভাবে নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করব।
পেজ সূচীপত্রঃ নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ
নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম
নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করা খুবই সহজ। একবার পারলে আপনি নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করা ভুলে যাবেন না। আপনি যদি নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ সিস্টেমটি জানেন তবে আপনাকে আর বাইরে ফ্লেক্সিলোড স্টোরে ফ্লেক্সিলোড করতে যেতে হবে না। যদি আপানার নগদ একাউন্টে যথেষ্ট পরিমান টাকা মজুদ থাকে তবে আপনি ঘরে বসে ফ্লেক্সি লোড করতে পারবেন।
আপনি ঘরে বসে আপনার নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন 2টি পদ্ধতির মাধ্যমে। একটি নগদ অ্যাপের মাধ্যমে এবং অন্যটি ডায়াল কোডের মাধ্যমে।
ডায়াল কোড এর মাধ্যমে নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ
প্রথমে আপনাকে যা করতে হবে তা হল আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *167# ডায়াল করুন। আপনার যেই সিমে নগদ একাউন্ট খোলা আছে সেই সিমটি নির্বাচন করুন।
এবার আপনার কাছে বেশ কয়েকটি অপশন আসবে। সেখান থেকে মোবাইল রিচার্জ এর জন্য ৩ নাম্বার অপশনটি নির্বাচন করুন।
এখন আপানকে অপারেটর সিলেক্ট করতে বলবে। মানে আপনি কোন সিম এ টাকা নিতে চান সেই সিমটি সিলেক্ট করতে সেই সিম এর জন্য বিকল্প নাম্বারটি টাইপ করুন এবং সেন্ড করুন। (যেমনঃ ১. Teletalk ২. Airtel ৩. GP ৪. Robi ৫. Banglalink)
তারপর আপনাকে একাউন্ট টাইপ সিলেক্ট করতে বলবে। মানে আপনি অন্যকাউকে টাকা দিতে চান নাকি নিজে টাকা নিতে চান নাকি আপনার নিজের স্কিটো সিম এ টাকা নিতে চান। সেটার বিকল্প নাম্বারটি টাইপ করে সেন্ড করুন। (যেমনঃ ১. Prepaid ২. Postpaid ৩. Skitto)
এবার আপনার মোবাইল নাম্বার চাইবে। আপনি কোন নাম্বারে টাকা নিতে চান সেই নাম্বারটি টাইপ করে সেন্ড করুন।
এবার আপনি কত টাকা নিবেন সেই টাকার অ্যামাউন্টি দিন এবং সেন্ড করুন।
এবার আপনার কাছে আপনার নগদ একাউন্টের যেই ৪ সংখ্যার পিন নাম্বারটি আছে সেটা দিন এবং সেন্ড করুন।
তাহলেই আপনার পছন্দসই নাম্বারটি রিচার্জ করা হয়ে যাবে।
নগদ অ্যাপ এর মাধ্যমে নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ
নগদ অ্যাপ এর মাধ্যমে মোবাইল রিচার্জ করতে হলে প্রথমে নগদ অ্যাপটি আপনার নগদ পিন এর মাধ্যমে ঢুকুন বা লগ ইন করুন।
মোবাইল রিচার্জ করতে মোবাইল রিচার্জ লিখা অপশনটিতে ক্লিক করুন।
এবার যেই নাম্বারে টাকা নিতে চান সেই নাম্বারটি লিখুন।
আপনার লিখা নাম্বারটি কোন অপারেটর এর সেটা সিলেক্ট করুন।
এবার আপনার ফোনে কত টাকা নিতে চান সেই অ্যামাউন্টটি লিখুন। এখন টাকাটি নিতে নগদ আইকনটি চাপ দিয়ে ধরে রাখুন।
এভাবেই আপনি নগদ অ্যাপ এর মাধ্যমে নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন।
নগদ মোবাইল ব্যাংকিং এর হেল্পলাইন নম্বর
- সাহায্য এবং সমর্থন এর জন্য - 16167
- কাস্টমার কেয়ার নম্বর - 09609616167
- ই-মেইল - info@nagad.com.bd
- ফেসবুক - MYNAGAD
- ফেসবুক পেজ - www.facebook.com/MyNagad
নগদ প্রধান কার্যালয়ের ঠিকানা
নগদ মোবাইল ব্যাংকিং আমারা অনেকেই ব্যাবহার করি। কিন্তু আমরা আমন অনেকেই আছি যারা নগদ মোবাইল ব্যাংকিং এর প্রধান কার্যালয় কথায় তা জানি না। আসুন আজ আমরা জেনে নেই নগদ মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ার নাম্বার ও এর প্রধান কার্যালয় কোথায়?
- ঠিকানা: ডেল্টা ডাহলিয়া টাওয়ার (লেভেল 13 এবং 14), 36 কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা - 1213
- যোগাযোগ: 096 096 16167
- ইমেইল: info@nagad.com.bd
আমি আশা করি আপনি নগদ কল সেন্টার নাম্বার সংগ্রহ করতে সক্ষম হয়েছেন। আপনি যে কোনো সময় নগদ হেড অফিসে যেতে পারেন।
শেষ কথাঃ নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ
পরিশেষে, আপনি যদি উপরের সমস্ত নিবন্ধগুলি সঠিকভাবে পড়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে হবে তা শিখতে পেরেছেন। আপনারা অবশ্যই আমাদের এই নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ পদ্ধতিটির মাধ্যমে উপকৃত হবেন। এবং নিজের ও অন্যের মোবাইল রিচার্জ করতে পারবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
খুটিনাটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url