কিভাবে আইওএস 11-এ ফোন কলের স্বয়ংক্রিয় উত্তর দেওয়া যায়

আপনি কী জানতে চান আইওএস 11-এ ফোন কলের স্বয়ংক্রিয় উত্তর কিভাবে দিতে হয়। তাহলে আপনি একদম ঠিক পোস্টে চলে এসেছেন। বিষয়টি সঠিকভাবে জানতে পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আমাদের মধ্যে বেশিরভাগই নিয়মিত ফোন কল মিস করি। কারন, ধরেন আপনি কোনো কাজে ব্যাস্ত বা আপনি ডিনার করছেন,অথবা আপনি যদি এমন ব্যাক্তি হন যিনি সর্বদা সেলফোনের কাছে থাকেন কিন্তু কখনও কখনও উত্তর দিতে খুব বেশি সময় নেয়,

বা যেকোনো সমস্যার কারনে যদি আপনি নির্দিষ্ট সময়ে ফোন কল মিস করেন তাহলে পরে সেটির উত্তর কিভাবে দিতে হবে তার জন্য অ্যাপল তাদের নতুন IOS 11 অ্যাপডেটের সাথে এর একটি সমাধান দিয়েছে। তারা একটি নতুন বৈশিষ্ট্য চালু করেছে যা IOS সেটিংসের গভীরে লুকিয়ে আছে। আপনি যদি এই সেটিংসটি সক্ষম করতে পারেন তাহলে আপনি আপনার আইফোনে নির্দিষ্ট সংখ্যক রিং হওয়ার পরে ও স্বয়ংক্রিয়ভাবে উত্তর দিতে পারবেন। আচ্ছা চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে IOS 11-এ ফোন কলের স্বয়ংক্রিয় উত্তর দেওয়া যায়।

এক নজরে পুরো পোস্টের সূচীপএঃ

আইওএস 11- এ ফোন কলের স্বয়ংক্রিয় উত্তর 

আপনি কি জানেন যে আইফোন আপনার ফোনকে একটি নির্দিষ্ট  সংখ্যক রিং হওয়ার পরে স্বয়ংক্রিয়ভাবে কলগুলোর  উত্তর দিতে দেয়। এটি অ্যাপল তাদের নতুন IOS 11 অ্যাপডেটের সাথে চালু করেছে।  এটি IOS এর সেটিংসের গভীরের মধ্যে রয়েছে। এখন আপনি কিভাবে এই সেটিংসটি সক্ষম করতে পারবেন সেটি সুন্দর সহজভাবে এবং স্ক্রিনশট এর মাধ্যমে  আমি আপনাকে দেখাচ্ছি।

সেটিংস অ্যাপ খুলুন

প্রথমে আপনি আপনার আইফোনের সেটিংসে এ যান এবং সেখান থেকে জেনারেল বা সাধারণ সেটিংসে যান।
 

অ্যাক্সসিবিলিটি  তে চাপুন

এখন আপনি জেনারেল বিভাগে চাপ দিলে অ্যাক্সসিবিলিটি বিভাগ চলে আসবে এখন আপনি অ্যাক্সসিবিলিটি বিভাগে আলতো ভাবে চাপ দিন।



কল অডিও রাউটিং ও অটো আনসার কল বা স্বয়ংক্রিয় উত্তর কল

এখন আপনি অ্যাক্সসিবিলিটি বিভাগে  কিছুটা নিচে  স্ক্রোল করুন এবং কল অটো রাউটিং এ চাপ দিন। চাপ দেওয়া হয়ে গেলে এখন আপনি অটো আনসার বা স্বয়ংক্রিয় উত্তর কল বিভাগে  প্রক্রিয়া করতে সক্ষম হবেন।


পরর্বতী স্ক্রিনে, স্বয়ংক্রিয় উত্তর কলগুলো চালু করতে টগল করুন

এখন আপনি স্বয়ংক্রিয় উত্তর কল বৈশিষ্ট্য সক্ষম বা নিষ্ক্রিয় করতে টগল ব্যবহার করতে পারেন। আপনি যদি এটি একবার সক্ষম করতে পারেন তাহলে কলগুলো স্বয়ংক্রিয়ভাবে প্রদান না হওয়া পর্যন্ত আপনার আইফোনের অপেক্ষা করার সময়কাল আপনি সামঞ্জস্য করতে পারেন। 

আইওএস 11-এ ফোন কলের স্বয়ংক্রিয় উত্তর কল উপভোগ করুন 

আপনি যদি উপরের সকল বিষয় গুলো সঠিকভাবে বুঝে থাকেন এবং আপনি আপনার আইফোনে এই সেটিংসটি চালু করতে সক্ষম করেতে পারে। তাহলে আজ থেকে আপনি আপনার আইওএস 11-এ ফোন কলের স্বয়ংক্রিয় উত্তর দিতে পারবেন। আপনাকে আর অলসতা বা বিভিন্ন ধরনের যেকোনো সমস্যার জন্য প্রিয় জনের ফোন কল মিস করতে হবে না।


আপনাকে আর অলসতা, বিভিন্ন কাজে ব্যাস্ত বা যেকোনো সমস্যার জন্য প্রিয়জন এর ফোন কল মিস করতে হবে না। এই সেটিংসটি আপনার আইফোনে নির্দিষ্ট সংখ্যক রিং হওয়ার পর ও পরর্বতীতে স্বয়ংক্রিয় উত্তর দিতে সক্ষম হবে। 

আশাকরি আপনি উপরের সব বিষয় গুলো সুন্দর ভাবে বুঝতে পারছেন। এবং IOS 11 এর সেটিংসটি চালু করতে সক্ষম করতে হয়েছেন। আমি ব্যাক্তিগতভাবে মনে করি যে অ্যাপল  IOS 11 এর বিভিন্ন নতুন বৈশিষ্টের মধ্যে এই বৈশিষ্ট্যটি সবচেয়ে দরকারি এবং কার্যকরী।

তথ্য প্রযুক্তি বিষয়ক নতুন নতুন  বিভিন্ন পোস্ট পেতে খুটিনাটি.কম এই ওয়েভসাইটটি ভিজিট করুন। এবং পোস্টটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে বা যেকোনো মতামত নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

খুটিনাটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url